নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আমার অর্থনীতির প্রিয় বন্ধু শাহীন খলিফা যে আলাওল হল থেকে গিয়ে সোহরাওয়ার্দি হলের কর্ণারের এক দোকান থেকে চুল কাটাতো কারণ নাপিতও বরিশালের,
.
এক্সামের শিট্ ফটোকপি করতো তা ও বরিশালের এক লোকের থেকে,
.
তার সাথে অনার্সের সার্টিফিকেট উঠাতে গিয়ে দেখি সে ওখানে মিঃ বরিশালের খোঁজ পেয়ে গেছে!
.
সুদূর বরিশাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এসেও পটুয়াখালিকে ভুলেনি! সুযোগ পেলে, মামা বরিশাল এক্কান জিনিস! বলে গল্প শুরু করতো!
.
অন্যান্য দেশের সাথে আমাদের পার্থক্য এই জায়গায়,
.
আমরা জাপানে গেলে জাপানিজ! চায়না তে গেলে চায়নিজ! আমারিকাতে গেলে আমেরিকান! আফ্রিকায় গেলে আফ্রিকান হয়ে যায়!
.
ইয়েস! আমরা শুধু অন্যের মতো হতে চাই!
.
আমরা জানি না কিভাবে নিজের সংস্কৃতি ফোকাস করতে হয়! নিজের মূল্যায়ণ করা শিখতে হয়!
.
বিদেশী দেখলে আমাদের চেতনা দন্ড নুয়ে যায়! বেলুন চুপসে যায়! বাঘ বিড়ালের মতো আচরণ করা শুরু করে,
.
ইস্ট ইন্ডিয়া কোম্পানী তাই ব্রিটিশ থেকে এসে আমাদের দেশে রাজার হালে রাজত্ব করে গিয়েছিলো দুইশো বছর!
.
তাই শেরে বাংলা এ. কে. ফজলুল হক বলেছিলেন, 'যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেন না, কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দিবে?'
.
তিনি আরো বলেছিলেন, 'যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে?'
.
সন্দ্বীপে বাল্য শিক্ষা পড়াকালীন সময় যখন বই খুলে প্রথম পৃষ্ঠায় পড়েছিলাম, অ দিয়ে 'অজগরটি আসছে তেড়ে' তারপর থেকে কতবার ভয়ে বিচানায় মুতে দিয়েছি তার খবর কি কুদরত ই খোদা শিক্ষা কমিশন রাখে?
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৮
খাঁজা বাবা বলেছেন: ভাল বলেছেন
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৮
বিজন রয় বলেছেন: আপনার পোস্টগুলো ব্যতিক্রম।
শিক্ষার উপাদান পাওয়া যায়।