নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
কমার্সের ছাত্র ছিলাম তাই অ্যাসেটস্ এবং লাইভ্যালেটিস্ নিয়ে জীবনে অনেক গল্প আছে,
.
অর্থাৎ সম্পত্তি এবং দায়
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে পড়াকালীন ছাত্রীর সদ্য বিয়ে হয়েছে তাকে প্রশ্ন করলাম, গাড়ি বাড়ি মূলধন ছাড়া একটি সম্পত্তির নাম বলো?
.
সে বললো, স্যার হাজবেন্ড!
.
ছাত্রীর স্বামী ভক্তি দেখে মুগ্ধ হয় আবেগে আবার প্রশ্ন করলাম, তারপর? সে বললো, 'স্বামীর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড............ব্লা ব্লা'
.
আচ্ছা মূলধন বলতে কি বুঝো? উত্তর আসলো, 'মূল ধন' ছাড়া সে সম্পদের মূল্য নেই'
.
রবীন্দ্রনাথ ঠাকুরও মনে হয় জাত কামার্সের ছাত্র ছিলেন,
.
হৌমন্তিকে হিসাব বিজ্ঞান বুঝানোর সময় তিনি বলেছিলেন, 'সে আমার সম্পত্তি নয় সে আমার সম্পদ'
.
আমি জানি অনেকে এখন বলবে, না রবীন্দ্রনাথ সায়েন্স কিংবা আর্টসের ছাত্র ছিলো! নন হিউমারস কেউ এসে বলবে, উনি আর্টস কমার্স সায়েন্স কোন বিভাগের ছাত্র ছিলেন না!
.
তো এক ছাত্র এসে তার বাবাকে বলছে, বাবা আমি আর্স কমার্স সায়েন্স কোনটা নিবো? বাবা বললো, 'আর বেটা তিনটা ই নে, তোর বাবার কি টাকার অভাব আছে!'
.
সত্যি বলতে আমি কমার্স নিয়েছিলাম কারণ সায়েন্স পড়লে তিন চারটা টিউশনি পড়তে হবে!
.
২০০৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শোভাকলোণীর আমার কোন বন্ধু সায়েন্স নেয়নি! শুধু তা না সায়েন্স নেয়নি তার বড় ভাই, তার বড় ভাই, তার বড় ভাই,
.
কারণ আমরা যে এলাকায় থাকতাম ওখানে সাধারণত বিশ্ববিদ্যালয় কর্মচারীরা বাসা নিয়ে থাকতো! সীমিত আয়! অসীম অভাব!
.
২০০৭-০৮ সেশনে আমি যখন অর্থনীতিতে ভর্তি হয় তখন প্রথম বর্ষে একটি প্রশ্ন এসেছিলো,
.
অর্থনীতির মূল বিষয়, সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ বলতে কি বুঝো?
.
প্রশ্ন কমন পড়েছে!
.
তবে, মধ্যবিত্ত পরিবারের একজন বাবা এই প্রশ্নের সঠিক উত্তর আমার চেয়ে ভালো দিতে পারবে!
.
আমি অর্থনীতি বিষয়ে যত জটিল চিত্র সমস্যা সমাধান দেখেছি তার সহজ সমাধান একটি 'নিম্ন মধ্যবিত্ত পরিবার'
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪১
নূর-ই-হাফসা বলেছেন: সায়েন্স পড়তে এতো টিউশনি না পড়লেও চলে ,
তবে এখন তো গোল্ডেন এ প্লাস এর যুগ , এ প্লাস কোনটাতে মিস করলে সর্বনাশ হতে পারে , তাই এখন লাগে আর কি ।
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
চাঁদগাজী বলেছেন:
তা'হলে, আপনি বিশ্ববিদ্যালয়েও পড়েছেন? ভালো, ভালো কথা