নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

জানোস, আমি কে?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩

কথায় আছে, একজন সাধারণ মানুষের জীবন আট দশ মাইলের মধ্যে শেষ হয়ে যায়!
.
যেমন ধরেন আপনার বাসা থেকে অফিস, অফিস থেকে বাজার, বাজার থেকে বাসা, বাসা থেকে পাশের কোথাও এভাবে হিসেবে করে দেখেন জীবন কয়েক মাইলের হয়ে গেছে!
.
ধরেন আমি সন্দ্বীপের সন্তোষপুরের ছেলে এখন যদি আপনি একই থানার সেনার হাটে গিয়ে জিজ্ঞেস করেন, শরীফ ভাইকে চিনেন? উত্তর আসবে, ও কে? এই গ্রামে আরো পাঁচটা শরীফ আছে? কার কথা বলছেন?
.
এই যে হাজার হাজার প্রতিষ্ঠানের কয়জন চেয়ারম্যানকে আপনি চিনেন? কয়জন সিইও কে?
.
একটু আগে আপনার সামনে দিয়ে ল্যান্ডক্রুজার, প্রাডো, অ্যালাইন হাঁকিয়ে যেসব এলিয়েনগুলো গেলো তাদের কয়জনকে চিনেন আপনি?
.
আর্থিকভাবে সফল হলেও তারা আপনার আমার কাছে, হু আর ইয়ু?
.
ভাই আপনি কেডা?
.
টিভিতে একটা এড দেয়, আপনি জানেন আমি কে? তখন এনাউন্স করা হয়, ভদ্রলোক নিজের পরিচয় ভুলে গেছে অনুগ্রহপূর্বক কেউ তার পরিচয় জানলে কাউন্টারে এসে জানাবেন এমন!
.
রাস্তায় হম্বি তম্বি হয়ে অনেকে চিল্লাই বলে 'তুই আমারে চিনোস?' না চিনিনা বললে সে নিজে নিজের পরিচয় দেয়, 'আমি অমুক তমুক এমপির সমুক ভাতিজা'
.
অমুক তমুক এমপি টা আবার কেডা? আমি তো আমার এলাকার এমপির নামও জানি না রে পাগলা!
.
না চিনার কারণও আছে! আগে নির্বাচন হতো! তার আগে পোস্টারিং মিটিং মিছিল সভা সেমিনার সিম্পোজিয়াম এটা ওটা সেটা হতো তাতে তার নামও মুখস্ত থাকতো এখন তো ভয়ে ভোট কেন্দ্র থেকে একশ হাত দূরে থাকি,
.
গুগুলে লোকে কাকে বেশী চিনে তার জরিপে উঠে আসে জনি সিন্স, সানি লিওন, নাইলা নাঈম, সাবিলা নূর ইত্যাদি ইত্যাদি
.
ভাগ্যিস স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট দেয়, যদি গুগুল দিতো তাহলে খবর আছিলো মাইরি,
.
কিছুদিন আগে তারান হালিম বলেছিলো যারা যারা পর্ণ দেখে তাদের তালিকা প্রকাশ করা হবে তখন অনেকে ইয়ুটিয়ুবে 'নিউ স্কান্ডাল অব তারকা হালিম' সার্চ করা শুরু করলো,
.
কাহিনী কিছু ঘটছে নাকি মামু?
.
একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীর সার্চ আট দশ শব্দের মধ্যে শেষ হয়ে যায়!
.
ইয়ুটিয়ুবে ঢুকলে দেশী, এমএমএস, এক্সএক্সএক্স কিংবা সদ্য মুক্তি প্রাপ্ত মুভি ডন টু ফ্রি ফোর ব্লা ব্লা....!
.
গুগুলে ঢুকলে ফেসবুক, ম্যাসেঞ্জার, এমপিথ্রি এসএসসি জেএসসি প্রশ্ন ব্লা ব্লা!
.
পুরো ইন্টারনেট জগতকে তারা আট দশ শব্দের একটা সার্চ ইঞ্জিন মনে করে!
.
দিন শেষে একই শব্দ বার বার সার্চ করতে করতে বিরক্ত হয়ে বলে, ' ইন্টারনেট যুব সমাজ নষ্ট করে ফেলছে'
.
ঠিক তখনি কেউ একজন অবাক হয়ে 'পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় সেরা শিক্ষক কিভাবে লেকচার দেয়' তা দেখে ভাবছে, ইন্টারনেট নামক একটি জাদুর কাঠি পেয়ে গেছি মাইরি!
.
অ্যাবারেজ পিপল্ নামক একটি কথা আছে! আপনার ব্যাক্তিত্ব প্রমাণ করে দিবে আপনি কি সাধারণ মানুষ না অসাধারণ!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১২

স্বার্থহীন বলেছেন: প্রিয় তালিকায় রাখলাম ভাইয়া। আর সব কিছুরই পজেটিভ আর নেগেটিভ দিক আছে থাকবেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.