নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
মাত্র বিশ ত্রিশ বছর আগের কথা, চায়নাতেও বিশ্বায়নের ছোঁয়া লেগেছে কিন্তু অর্থনীতিবিদ থেকে শুরু করে বাণিজ্যের মহারথীরা চিন্তায় পড়ে গেছে, 'এখন কি হবে রে চান্দু! পুরো বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে হবে! কেমনে কি!'
.
ওয়ার্ল্ড ট্রেড অগ্রানাইজেশনে (WTO) অংশগ্রহণ নিয়ে শুরু হলো বিতর্ক,
.
একদল বিশ্বায়নের পক্ষে আরেকদল বিপক্ষে! চলছে টক্ শো!
.
মাত্র ত্রিশ বছর পরের ইতিহাস, আমেরিকার পতাকার নিচের স্ট্যান্টে 'মেইড ইন চায়না' খোদায় করা,
.
জনসংখ্যার দিক দিয়ে কেনো বিশ্বে প্রথম চায়না তার উত্তরে মজা করে বলা হয় তাদের জন্মনিয়ন্ত্রণ সামগ্রীগুলো 'মেইড ইন চায়না'
.
চীন এমন একটি দেশ যে দেশে বিপ্লবের পর এক যুগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধ ছিলো কারণ এতো উচ্চশিক্ষিতদের জন্য কর্মসংস্থান কে করবে? তারচেয়ে বরং তাদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করা হয়েছিলো!
.
তাই হয়তো আজ আমার জাইঙ্গার লেভেলের পিছনেও 'মেইড ইন চায়না' লেখা,
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের একটা জনপ্রিয় গান আছে, 'আমার মাথাটা চুলকায়, চুলগুলো যায় যায়, পড়ছি আমি মাইনকার চিপায়!'
.
২৬ লক্ষ শিক্ষিত বেকার! বেকারত্বের চিপায় প্রেমিকা হাওয়া হয়ে গেছে!
.
প্রতিনিয়ত চার লক্ষ সোনার ছেলে চারশ পোস্টের জন্য যৌবন জীবন পণ রেখে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে,
.
ভাবা যায়!!!
.
কথায় আছে,
.
জীবন স্বর্গ- যখন আপনার কাছে জার্মান গাড়ি, আমেরিকান সেলারি, চাইনিজ ফুড আর বাঙ্গালী বউ থাকে,
.
জীবন নরক- যখন আপনার কাছে চাইনিজ গাড়ি, জার্মানির খাবার, আমেরিকান ওয়াইফ আর বাঙ্গালী সেলারি থাকে,
.
চায়না পুরো পৃথিবীর এক বিস্ময়কর জাতীর নাম,
.
৯০ দশকের পর যে জাতী মাত্র কয়েক দশকে পুরো বিশ্ব দখল করে নিয়েছে! কম দামে আপনি যা চাইবেন তারা আপনাকে তা ই বানিয়ে দিবে! তাদের তৈরী জিনিসে আপনি আপনার ব্রান্ড লাগিয়ে দিলেও তার কোন আপত্তি নেই!
.
কি এমন আছে চীনে? সহজ উত্তর, ১৩০ কোটি মানুষের ২৬০ কোটি কর্মদক্ষতাসম্পন্ন হাত এবং কর্মমুখী শিক্ষার সাথে সঠিক পরিকল্পনা,
.
এহেন অবস্থায়,
চীন সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট নিজ দেশে ঢুকছেন এমন সময় তাকে বিমান বন্দরে থামিয়ে দেওয়া হলো! তখন তিনি চটে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের সাহস তো কম না! আমেরিকার প্রেসিডেন্টকে সার্চ করা শুরু করেছো! তখন পাশ থেকে একজন জবাব দিলো, মাননীয় প্রেসিডেন্ট, পরীক্ষা করে দেখছি চীন থেকে প্রকৃত ডোনাল্ড ট্রাম্পকে রেখে কপি কিংবা ক্লোন ট্রাম্পকে পাঠিয়ে দিয়েছে কি না!
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৫
ঢাকার লোক বলেছেন: আমরা এখন মধ্যম আয়ের দেশ, ভ্যাকেশনে যাওয়া শিখেছি, খরচ করতে পারি দুহাতে, ভয় কি, কিনে আনবো চায়না থেকে!
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৫
শাহ আজিজ বলেছেন: এখন সেই রমরমা অবস্থা নেই ব্যাবসার। অনেক লোক ছাটাই হয়েছে। খুব দ্রুত আভ্যন্তরীণ বাজার আর আন্তঃ উন্নয়নে মনোযোগী চীনারা। এখনও পর্যন্ত আমেরিকাই চীনের সবচে বড় বিনিয়োগকারি । চীনের আধুনিক প্রযুক্তি আর কাচামাল এখনও পশ্চিম নির্ভর। ২০১৭ র বানিজ্যের খতিয়ান দেখবেন আমদানি বিল এখনও উচ্চে। ব্রিকের দ্রুত বাস্তবায়নে চিনা নেতা এখন খুব ব্যাস্ত। ইউরোপ তার অন্যতম নিশানা । তাই বলে এশিয়ার কম মজুরির রাষ্ট্রগুলি কিন্তু বসে নেই । তারাও এগুচ্ছে দ্রুত । চীনের মুল টার্গেট আফ্রিকা। সেখানে প্রচুর বিনিয়োগ করছে চীন।
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৬
বনসাই বলেছেন: আমি বুঝি না শিক্ষিত মানুষ বেকার থাকে কীভাবে? কোনো অশিক্ষিতকে বেকার থাকতে দেখি না। এই শিক্ষা কেবল কেরানী বানায়, এরা আজ দেশের বোঝা। চেপে বসেছে অশিক্ষিত চাষী, কামলা, মজুর, প্রবাসী শ্রমিক আর পোষাক কারখানার মেয়েদের ঘাড়ে। উচ্চ মধ্যম আয়ের দেশে যেতে হলে ঘাড় থেকে এই শিক্ষিত বেকার তকমা লাগানো ভূত ঝেটে নামাতে হবে।
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৪
ইলি বলেছেন: It's true, thanks.