নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
প্রশ্ন ফাঁস রোধে দেড় ঘন্টা করে ইন্টারনেট বন্ধ থাকবে সুতরাং বর্তমান ইন্টারনেটে ধীর গতি তার প্রাথমিক পদক্ষেপ!
.
একটি বাস্তব গল্প মনে পড়ে গেলো,
.
আমেরিকাতে ইন্টারনেটের সন্ধান পাওয়ার পর জ্যাক মা চীনে ফিরে গিয়ে কাছের বন্ধুদের ডেকে বললেন, এমন এক আজব জিনিসের সন্ধান পেয়েছি যা দ্বারা পৃথিবী নিয়ন্ত্রণ করা সম্ভব!
.
মাথায় একটা ব্যবসার আইডিয়া আসছে! সেটা হলো 'ইন্টারনেট ব্যবসা'
.
চব্বিশটা বন্ধুকে প্লান দেখানোর পর তেইশটা বন্ধু বিশ্বাস করেনি ইন্টারনেট নামক কিছু একটা পৃথিবীতে সত্যি আছে তবে একজন শুধু বিশ্বাস করেছিলো!
.
এরপরের বছর চীনে ইন্টারনেট আসে! আলী বাবা ডট কমের প্রতিষ্ঠাতা চীনের আজকের শীর্ষ ধনী জ্যাক মা তখন আরো কিছু বন্ধুকে দাওয়াত দিয়ে বললো, এবার সত্যিকার ইন্টারনেট দেখাবো!
.
কম্পিউটার ওপেন করে একটি ছবি ডাউনলোড দিলো প্রায় তিন ঘন্টা হয়ে গেছে ছবি এখনো নামে নি! পাশ থেকে বন্ধুরা বলতেছিলো 'দোস্ত ছবি কি আদৌ নামবে' তারও কিছুক্ষণ পর ছবি ডাউনলোড হয়েছিলো!
.
এই ছিলো নব্বইয়ের দশকের ইন্টারনেটের স্পিড! কিন্তু তখন থেকে অ্যামাজন, ই-বে, ফেসবুক, টুইটারের মতো শীর্ষ স্থানীয় অনলাইন কোম্পানীগুলো যাত্রা শুরু হয়েছিলো স্পিড না থাকলেও স্প্রিট কিংবা মনোবলের উপর ভিত্তি করে!
.
আমার এখনো মনে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ সেকেন্ড ইয়ারে এক মেয়েকে ইন্টারনেটে 'আই লাভ ইয়ু' লিখে সেন্ড করেছিলাম সেটা সেন্ড হতে হতে তার আরেক ছেলের সাথে প্রেম হয়ে গেছে বলে আমার দৃঢ় বিশ্বাস!
.
ভাগ্যিস নব্বইয়ের দশক হলে এই সময়ের মাঝখানে তার বিয়ে হয়ে যাওয়ারও সম্ভবনা ছিলো!
.
ছবি তুলে সেই ছবি ফেসবুকে আপলোড দিতে গিয়ে পাশের বাসার সখিনা যুবতী থেকে সেই কবে বুড়ি হয়ে গিয়েছিলো তার খবর কে বা রেখেছিলো!
.
প্রিয় নায়িকার ছবি নামাতে গিয়ে অর্ধেক নামার পর সে যে আটকে গেছিলো তারপর কতদিন চলে গিয়েছে সে আর নামে নি! ঠাইট বসে ছিলো!
.
এক দুই তিন চার পাঁচ করে গুণে গুণে ত্রিশ কেবি শেষ হলে একটি স্ট্যাটাস পোস্ট হতো!
.
ওয়াপট্রিক থেকে চার মিনিটের এক ভিডিও নামাতে গিয়ে পাক্কা চার ঘন্টা অধীর আগ্রহ নিয়ে নোকিয়া তেত্রিশ দশের স্ক্রিণে তাকিয়ে থাকা থেকে বুঝেছি আমি অদ্ভুত ধৈর্যশীল জীব!
.
বর্তমান ঝামেলা অন্য জায়গায়,
.
আইসিটি পরীক্ষার দিন বিটিআরসি সবগুলো অপারেটরকে পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে ইন্টারনেট বন্ধ রাখতে নির্দেশ দেওয়ার পর ইন্টারনেট বন্ধ করতে করতে আধা ঘন্টা পার হয়ে যায় এর মাঝখানে প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার দাবী উঠেছে!
.
সুতরাং তাই মনে হয় ইন্টারনেট নব্বইয়ের দশকের ধীর গতিতে ফিরে গেছে প্রশ্ন আউট করে ফেসবুকে আপলোড করতে করতে বোর্ড পরীক্ষা শেষ হয়ে যাবে! বুদ্ধি মাইরি!
.
সৃজনশীলঃ 'প্রশ্ন আপলোডের পূর্বে পরীক্ষা শেষ হয়ে গেলো' এর ইংরেজী অনুবাদ কি হবে?
উত্তরঃ স্যার ফাঁস হওয়া প্রশ্নে তো ছিলো, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলে!
.
'ধূর বেটা! ঐ প্রশ্ন ফাঁসকারী গত বছর ফেসবুকে আপলোড দিছিলো আপলোডিং হতে হতে এক বছর লাগছে....!'
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৪
তার ছিড়া আমি বলেছেন: মজা পেলুম।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০০
হাঙ্গামা বলেছেন: যত দিন বোকাচো***দের হাতে দেশ, পথ পাবে না বাংলাদেশ।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৩
তার ছিড়া আমি বলেছেন: তয় ইন্টারনেট বন্ধে আমার একটু সমস্যা হচ্ছে। মর্নিং শিপ্টে অনলাইনের ৭:৪৫ মিনিটের ক্লাশ ৮ টায় বন্ধ হয়ে যাচ্ছে। দুঃখিত সরকার........
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৪
রাজীব নুর বলেছেন: দেশের ভালো মন্দের দায়িত্ব নিয়েছে নির্বোধ লোকেরা।