নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

দেখিয়ে দাও অদেখা তোমায়

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩১



ক্লোজআপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাপলদের জন্য ভালবাসা দিবস উপলক্ষে ফ্রি রঙ্গিন রিক্সা চড়ার আয়োজন করেছে,
.
রিক্সায় উঠার শর্ত হলো প্রেমিক প্রেমিকা হতে হবে!
.
বহুজাতিক কোম্পানীটি অবশ্যই সাধুবাদ পেতো যদি তারা আরেকটি শর্ত জুড়ে দিতে পারতো 'শুধু প্রেমিক প্রেমিকা হলে হবে না তাদের বিবাহ্ বন্ধনেও আবদ্ধ হতে হবে'
.
আপনার ছেলে মেয়েকে আপনি পড়াশুনা করতে পাঠিয়েছেন তারা এখন প্রেমের নামে দিনের বেলায় রিক্সায় পুরো ক্যাম্পাস ঘুরছে গর্ব সহকারে,
.
এটাকে নাকি ক্লোজ আপ কাছে আসার গল্প বলে!
.
একটু পর সন্ধ্যা ঘনিয়ে এলে তারা যে ক্লোজ আপ দিয়ে দাঁত মাজার পর সারাদিন ফ্রেশনেসে আছে তা প্রমাণ করার জন্য লিপ্ কিস্ হবে!
.
'আসছে বছর দ্বিগুণ হবো' শিরোনাম নিয়ে ক্লোজ আপ কোম্পানী আবারো হাজির হবে নতুন অফার নিয়ে,
.
আরেকটু ক্লোজ আপের জন্য লিটনের প্লাটে ফ্রি সময় কাটানোর অপূর্ব সুযোগ!
.
প্রেম ট্রেম আগে ছিলো না বেপারটা এমন না,
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়তাম সুতরাং কোন কালে এতো সাধু ছিলাম না যে রিক্সায় সখিনাকে নিয়ে ঘুরতে না পারার ক্ষোভে লেখাটি শুরু করেছি,
.
বেপরারটা এমন,
.
আগে ছেলেটা লুকিয়ে সিগারেট টানতো মুরুব্বির সামনে পড়ে গেলে তাড়াতাড়ি সিগারেট ফেলে পা দিয়ে ঘষে হাত মাথার সামনে নিয়ে একটু মাথা নুয়ে বলতো, সালামুলাইকুম আঙ্কেল!
.
ক্লোজ আপ কোম্পানী এসে অফার ঘোষণা করলো, 'টানবি যখন মুরুব্বিদের সামনে টান এতো লজ্জার কি আছে আমরা তোদের পাশে আছি'
.
গল্পটার নাম হয়ে যাবে! সারা দেশে 'ক্লোজ আপ বেয়াদবীর গল্প' শিরোনামে গল্প আহবান করে সেরা বেয়াদবীর গল্পটি নিয়ে নাটকও রচিত হবে!!!
.
আগামীতে ক্লোজ আপ আরো কি কি প্রতিযোগিতার আয়োজন করতে পারে,
.
কিস্ ডে তে দীর্ঘ চুমুর রেকর্ডকারীকে বীর ঘোষণা করে সেই ভিডিওটি বিজ্ঞাপনে উল্লেখ করে পাঞ্চ লাইনে ভেসে উঠবে 'ক্লোজ আপ ব্যবহার করা ছাড়া এমন চুমু সম্ভব না'
.
হাগ ডে তে জড়িয়ে ধরে সর্বোচ্চ ঘন্টা ব্যয়কারীকে পুরষ্কার ঘোষণা হতে পারে!
.
ক্লোজ আপ টিম চিপা টিপা গলিতে গিয়ে প্রমোশন করতে পারে 'দেখিয়ে দাও না দেখা তোমায়' নামক কোন শিরোনাম নিয়ে,
.
যদিও 'দেখিয়ে দাও অদেখা তোমায়' শিরোনামে লাক্স সুপার স্টার আঠারো সালের স্টার খুঁজছে,
.
সেই বিচারে যদি জাতীয় কাকতালীয় কাক্কুকে নেওয়া হয় তাহলে বেপারটা কেমন হবে,
.
সম্মানীত বিচারক প্রতিযোগীদের উদ্দেশ্যে কিছু বলুন এমন প্রশ্নে,
.
খুব ভালো পারফরমেন্স করেছো তবে,
.
'আমি কিচ্ছু দেখিনি'
.
'সব অদেখায় রয়ে গেলো'
.
'না দেখে বিজয়ী ঘোষণা করা তো ঠিক হবে না'
.
'শিরোনামটি ফলো করে এগিয়ে যাও'
.
'খুব ভালো করেছো তবে দেখার কি আর শেষ আছে'
.
'সব দেখা যার, শেষ ভালো তার'
.
'দেখা হয়নি এখনো চক্ষু মেলিয়া......'
.
দিনশেষে কি দেখতে চায় ওরা সেই প্রশ্নের উত্তর উপরের লেখার মতো কাকতালীয় কারো সাথে মিলে গেলে লেখক দায়ী থাকবে না! মিলে গেলে লেখক দায়ী থাকবে না!

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৫

নাহিদ০৯ বলেছেন: "দেখিয়ে দাও অদেখা তোমায়" শিরোনাম টি আমারো চোখে লেগেছিলো খুব। পজিটিভ কোন কিছুই পাই নি আমি এই শিরোনামে। বরং নিজের অদেখা বা গোপন কিছু দেখানোর মধ্যে লজ্জা এবং অপমানের আভাস ই মনে হয়েছে। নারীদের আকৃষ্ট করার জন্য এই বিজ্ঞাপন কতটা ঠকবাজি বা অপমানের হতে পারে তা বিবেচনা করতেই ঘেন্না লাগে।

পণ্য হিসেবে, নারীর চেয়ে কম বিনিয়োগে অধিক মুনাফা আর কোন পণ্যের নিশ্চয়তা আছে? ফলে বাণিজ্যিক মিডিয়া মেধাবী, প্রতিভাবান মেয়েদের চেয়ে অমেধাবী, অপ্রতিভাবানদেরই খোঁজে বেশি। ফলে শুধুমাত্র খোলামেলা হওয়ার যোগ্যতা নিয়ে নায়লা নাইম তারকা হয়।

মিডিয়ায় ‘সাহসী মেয়ে’ বলে একটি টার্ম চালু রয়েছে। প্রায়ই দেখা যায়, শরীরসর্বস্ব, গা খোলা মেয়েদের সাহসী বলে সমর্থন জোগাতে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৪

আবদুর রব শরীফ বলেছেন: কি দেখার কথা কি দেখছি......

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি আধুনিকতা ও প্রগতির পথে অন্তরায়। আপনাকে পশ্চাৎপদ হিসেবে ঘোষণা করা হল। আপনি সেকেলে আর মধ্যযুগীয় ধ্যান-ধারণা নিয়ে পড়ে আছেন। :P

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৩

আবদুর রব শরীফ বলেছেন: সেটা তো হতে চাইছি :P

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৬

ভ্রমরের ডানা বলেছেন:



আপ্নে ইতর... আপ্নের নজর খ্রাপ.. আপনি প্রগতিশীলতা বুঝেন না :D

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৮

আবদুর রব শরীফ বলেছেন: মুহাহাহাহাহা

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২০

কানিজ রিনা বলেছেন: হা হা হা হাগডে, খুব ভাল বলেছেন।
হাগডে উপলক্ষে রাস্তায় বেশী বেশী
সৌচাগার করলে কেমন হয়? ওহো
ড়্যাগডে নামেরও ডে আছে।
আসলে রব শরীফ কি বলব ছোট
কালে দেখতাম আমাদের চাচতো
অবিবাহিত ভাই গুল সন্ধার পড়ে
বাড়ির বাইড়ে থাকলে বাড়িতে হুংকার
শুরু হয়ে যেত মায়েরা ভয়ে কাঁপত
তারপর চাচাদের হাতে পড়লে কঠিন
শাস্তি। কঞ্চির বারী গা কাচা কাচা হয়ে
যেত। এখন এসবের বালাই নাই।
কলেজে ভার্সিটিতে উঠে বাবা মায়ের
আওতার বাইড়ে চলে যায়। কি বলব
নেট দুনিয়া আমাদের সামাজীকতায়
ঝড়ের গতিতে তছনছ হয়ে যাচ্ছে।
মফর্সল গ্রাম শহর।
পারিবারিক জীবন আদর্শ ধ্বংশ প্রায়।
সুষ্ট পরিবার সুষ্ঠ সমাজ সুষ্ঠ রাস্ট্র।
অনেক অনেক ধন্যবাদ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৯

আবদুর রব শরীফ বলেছেন: পাল্টে গেছে সময় নৈতিকতা শ্রদ্ধা সংস্কৃতি

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাল তো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২১

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.