নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ফিল্ দি জেল

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯

চাল ক্রয় প্রকল্পে কয়েক বিলিয়ন ডলার ভর্তুকি দিয়ে সরকারি অর্থ অপচয় করার অভিযোগে থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত পালাতক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পাঁচ বছরের জেল হয়েছিলো গত বছর,
.
অর্থ অপচয় এটা একজন প্রধানমন্ত্রীর জন্য কোন ঘটনা হতে পারে তা আমাদের দেশে বসে চিন্তাও করা যায়না!!!
.
ভাবলাম! চমৎকার! ব্যাংক থেকে শুরু করে শেয়ার মার্কেট লুট হয়ে গেলেও আমাদের দেশে কিচ্ছু হয়না!
.
বিবৃতি আসে হাজার কোটি টাকা এটা কোন টাকা হলো!
.
আবার বাজেট এলে ব্যাংক অ্যাকাউন্টে এক লক্ষ টাকা আমাদের দেশের তুলনায় অনেক টাকা তাদের থেকে অবশ্যই আবগিরি শুল্ক কেটে রাখা উচিত!
.
বিবৃতি আসে ওরা ধনী! রাজা! মহারাজা!
.
এতটুকু ভালো ছিলো,
.
এরপর অস্থায়ী সরকারের ক্ষমতায় আসেন সামরিক বাহিনীর প্রধান প্রয়ুথ চান ওচা তাকে যখন প্রশ্ন করা হয় নির্বাচন কখন দিবেন তখন তিনি তার প্রতিমূর্তি বানিয়ে এনে সাংবাদিকদের দেখিয়ে বলেছিলেন, এটাকে জিজ্ঞেস করুন এমন হাস্যকর উক্তি করে তিনি চলে গেলেন!
.
কি বুঝলেন? নাই মামার চেয়ে কানা মামা ভালো!
.
যায় দিন ভালো আসে দিন খারাপ! গনতন্ত্র নিয়ে মারামারি করে সামরিক শাসনের সুযোগ তৈরী হয়ে গেলে অবস্থা এমনও হতে পারে!
.
গত দশ বছর ধরে বিএনপির নেতা কর্মীরা জেলে পচে মরছেন সুতরাং স্বাদটা একটু দলের চেয়ার পারসন্ও পাওয়া উচিত!
.
যুগে যুগে যারা বিখ্যাত নেতা হয়েছেন সবাই জেলে ছিলেন বছরের পর বছর! নেলসন্ ম্যান্ডেলার মতো মানুষ জেলে ছিলেন সাতাশ বছর! বঙ্গবন্ধুতো জেল গেইট থেকে বন্দী হয়ে আবারো জেলে যেতেন!
.
টানা ১৫ বছরের সাজা ঘোষণা হলেও প্রবল জনমতের চাপে মাত্র ২ বছরের জেল খেটে ছাড়া পেয়েছিলেন কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল ক্যাস্ত্রো!
.
ভারতের তেলেঙ্গানা রাজ্যে নির্মিত হয়েছে সর্বসাধারণদের জন্য 'ফিল দ্য জেল’ নামক কারাগার যাতে একদিনে কারাগারে থাকার অনুভূতির জন্য আপনাকে খরচ করতে হবে পাঁচশ রূপি!
.
সুতরাং খালেদা জিয়া অনেক ভাগ্যবতী,
.
পৃথিবীর ইতিহাসে কোন নেতা নেত্রী নেই যার সাথে সেবা করার জন্য তার প্রিয় সেবা দাসী হিসেবে গৃহপরিচারিকারও জেল হয়েছে! তার জন্য থাকবে দুটি রুম! আধুনিক সুযোগ সুবিধা ইত্যাদি ইত্যাদি!
.
আবারো মনে পড়ে গেলো 'ফিল দি জেল' (Feel the jail)
.
কিন্তু,
.
আবারো তৃতীয় কোন শক্তি ক্ষমতা দখল করে নিয়ে সরকার বিরোধীদলসহ সকলকে জেলে ঢুকালে,
.
তখন,
.
পুরো দেশ উপভোগ করবে, 'ফিল দি জেল'

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১১

হাসান কালবৈশাখী বলেছেন:
আইনের মারপ্যাঁচএ দুর্নীতি মামলা প্রমান করা খুব কঠিন।

কিন্তু একটি ফান্ডের একাউন্টের কাচা টাকা ব্যক্তি খাতে তুলে নিলে সেটা আদালতে প্রমান করা খুবই সহজ।

ইংলাক লড়াই করেন নি। তাই একতরফা রায় হয়েছে।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৩

আবু তালেব শেখ বলেছেন: দুর্ভাগ্য যে বয়সের শেষপ্রান্তে এসে সাজা পেয়েছেনড়

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২২

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: সুন্দর বইলেছেন ।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২২

আজমান আন্দালিব বলেছেন: সুন্দর পর্যবেক্ষণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.