নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আশির দশকে আমেরিকার প্রেসিডেন্ট হবে এমন উচ্চাকাঙ্খী একটি ছেলে বারাক ওবামা 'শিলা মিয়োশী জ্যাগা' নামক একটি মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছিলো!
.
বিভিন্ন সামাজিক কাজে লিপ্ত ওবামা তখন প্রথম বার ছ্যাকা খেয়েছিলেন!
.
ডেভিড গ্যারো 'মেকিং অব বারাক ওবামা' বইয়ে তথ্যটি প্রকাশ করেছেন শুধু তা না দ্বিতীয় বার প্রেমের প্রস্তাব দিয়েও ছ্যাকা খেয়েছিলো ওবামা!
.
বারাক ওবামার প্রথম ক্রাশ শিলা অকপটে স্বীকার করেছেন, সেই ছেলেটি তখন তাকে 'সে একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবে' এমন হস্যকর কথাবর্তা বলতো এবং দুইবার বিয়ের প্রস্তাব দিয়েছিলো,
.
সময় পেরিয়ে ২০১১ সালে প্রেসিডেন্ট হওয়ার পর তার স্ত্রী মিশেল ওবামা ঘোষণা দিয়েছিলেন ওবামা তার ত্রিশ বছরের পুরনো ধূমপানের অভ্যেস ছেড়ে দিয়েছেন!
.
হিসেব করে দেখেন ১৯৮০ থেকে ২০১১ ত্রিশ বছর সময়!
.
আমি জানি না বারাক ওবামা আসলে সেই কারণে ধূমপান করা শুরু করেছিলেন কি না,
.
কিন্তু ধূমপান ছেড়ে দেওয়ার পর তিনি বলেছিলেন, মিশেল ওবামার ভালবাসার কারণে আমি ২০০৭ সাল থেকে বার বার ব্যর্থ প্রচেষ্টার পর দুই হাজার এগারো সালে ধূমপান পুরোপুরি ছাড়তে পেরেছি!
.
অল ক্রেডিটস্ গোস্ টু ফাস্ট লেডি মিশেল ওবামা
.
মিশেল ওবামা বলেছিলেন, তার দুই মেয়ে মালিয়া এবং নাতাশার বয়স যথাক্রমে যখন ১২ বছর এবং ৯ বছর তখন প্রেসিডেন্ট চিন্তা করেছিলেন সন্তানরা দিন দিন মুখ চিনতে শিখেছে তারা যেনো বাবার ধূমপায়ী মুখমন্ডল না দেখে সে চিন্তা করে ওবামা ধূমপান ছেড়েছেন আর মোটিবেশন্ আমি দিয়েছি!
.
তারপর থেকে কেউ বারাক ওবামাকে ধূমপান করতে দেখে নি,
.
শেষ ২০১৫ সালে জি-৭ সামিটে অফিসের বেলকনিতে ইতালীর প্রধানমন্ত্রীর সাথে বারাক ওবামাকে দেখা যায় সিগারেটের বক্স হাতে!
.
শেষ হইয়াও হইলো না শেষ,
.
আলোচনা সমালোচনা শুরু হয়ে গিয়েছিলো! সিগারেট ছেড়ে দেওয়ার পরও হাতে সিগারেট তা মানা যায় না!
.
পাবলিক প্লেসে সিগারেট টানতে টানতে সমালোচনা করে যাচ্ছিলো অনেকে!!! এভাবে ভালো কাজের ইচ্ছেগুলোর পাছা মারে সমালোচকরা!
.
ওদের পুচ্ছে সিগারেটের ছ্যাকা দিয়ে এগিয়ে যাওয়া দরকার!
.
ভালো মন্দে অভ্যেস মিলে মানুষ! যে খারাপ কাজ ছেড়ে ভালো কাজ করতে চাই সে অবশ্যই ভালো মানুষ!
.
কমেন্টস্ এমন হওয়া উচিত,
আপনি তো দুদিন আগে সিগারেট ছেড়ে দিয়েছিলেন কিন্তু এখন আবার টানা শুরু করেছেন সেটা বেপার না এমনি হয় তবে চেষ্টা করে দেখুন আবারো পারবেন! চেষ্টা করতে দোষ কি?
.
সিনিয়র গবেষক ডক্টর ইমানুয়েলা গাকিডোও বিবিসিকে বলেছিলেন, বিশ্বে বর্তমানে প্রতি চারজনে একজন ধূমপান করছে এবং উন্নত দেশগুলোতে প্রতি দশজনে এক জন ধূমপানের কারণে মারা যাচ্ছে!
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৩
আজমান আন্দালিব বলেছেন: ভালো লেখা।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৯
নূর-ই-হাফসা বলেছেন: আমি কিছু দিন আগে একটা দোকানে ৫ মিনিটে ৮জনকে সিগারেট কিনতে দেখেছি ।
সত্যিই দুঃখ জনক এখোন এতো মানুষ সিগারেট খাচ্ছে ।
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৪
রাজীব নুর বলেছেন: জানলাম।