নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান, ফোর্টি টু কিংবা থার্টি থার্টি ব্যপারগুলোর সাথে আমরা পরিচিত
.
কিন্তু ভিশন বেপারটি আমাদের কাছে ক্লিয়ার না,
.
ভিশন হলো বর্তমানে বসে ভবিষ্যত দেখার একটি আর্ট যা সাধারণ মানুষদের কাছে অদৃশ্য থাকে,
.
দশ বছর পর আপনার কাজের ফল কি হতে পারে আপনি তা স্পষ্ট দেখতে পাচ্ছেন বলে আপনি স্বপ্নের পিছনে উন্মাদের মতো ছুটছেন তা দেখে অন্যরা আপনাকে পাগল বলে সম্বোধন করছে কারণ ভিশন্ সবাই দেখে না!
.
Vision বাংলায় করলে দৃষ্টি বা দৃষ্টবস্তু,
.
পৃথিবীর ইতিহাস পাল্টে দেওয়া এক বিস্ময়কর শব্দ!!!
.
ভিশনের মাধ্যমে সফল ব্যক্তিরা দেখে ভবিষ্যতে কি হতে চলছে আর মিশনের মাধ্যমে তা পরিশ্রম অধ্যবসায় একাগ্রতা ভালবাসা গিয়ে সেই দেখা পথের সমস্ত কাঁটা সরাতে সরাতে এগিয়ে যায়!
.
গ্যালিভার'স ট্রাভেলসের বিখ্যাত লেখক Jonathan Swift বলেছিলেন, 'Vision is the art of seeing what is invisible to others'
.
কেডিএস এক্সেসোরিজে চাকরির প্রথম মিটিংয়ে সিইও স্যার ভিশন্ শব্দটিকে ফোকাস্ করা শুরু করেছিলেন,
.
শুধু তা না কোম্পানীর প্রোফাইলের প্রথম উক্তিটি ভিশন্ নিয়ে,
.
কোম্পানী থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে শব্দটি একটি প্যানাসিয়া! সফলতার উছিলা! ( কেউ আমীন না বলে যাবেন না)
.
মাত্র ১৯ মাস বয়সে দুরারোগ্যে আক্রান্ত হয়ে দৃষ্টি এবং বাক্ শক্তি হারিয়েছিলেন হেলেন কেলার!
.
১০ বছর বয়সে নরওয়েতে উদ্ভাবিত এক পদ্ধতি অনুসরণ করে কথা বলা শিখেছিলেন হেলেন!
.
১৯০০ সালে রেডক্লিফ কলেজে ভর্তি হলে সেখানে বিশ্ববিখ্যাত লেখক মার্ক টোয়েনের সঙ্গে তার পরিচয় ঘটে এবং ১৯০৪ সালে হেলেন প্রথম দৃষ্টিপ্রতিবন্ধি হিসেবে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন!
.
বিখ্যাত বই দ্যা স্টোরি অব মাই লাইফ,লেট আস হ্যাভ ফেইথ, দি ওয়ার্ল্ড আই লিভ ইন,ওপেন ডোরসহ ডজন খানেক বই লিখে সাড়া ফেলে দিয়েছিলেন বিশ্বজুড়ে,
.
সুবিধাবঞ্চিতদের উপর নির্মিত তার চলচিত্র Deliverance-1919 অনুপ্রেরণা হয়ে রবে চিরকাল যেখানে তিনি নিজে অভিনেতাও ছিলেন!
.
সেই হেলেন কেলার বলেছিলেন, 'পৃথিবীর সবচেয়ে হতভাগা মানুষ সেই ব্যক্তি যার দৃষ্টিশক্তি আছে কিন্তু ভিশন্ নেই'
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৩
রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।