নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ভারতীয় নিউজ চ্যানেল টাইমস নাওর মুখ্য সম্পাদক অর্ণব গোস্বামী যখন ১৯৯৫ সালে এনডিটিভিতে সাংবাদিক হিসেবে জয়েন করেছিলেন তখন ট্রেনিংয়ে তাকে বলা হয়েছিলো, গোল্ডেন রুলস্ অব জার্নালিজম হচ্ছে কখনো নিজের মত প্রকাশ করা যাবে না,
.
তারপর থেকে তার মাথায় ঘুরতেছিলো কিভাবে নিয়মটি ভাঙ্গা যায়,
.
'ফ্রেঙ্কলী স্পীকিং উইথ অর্ণব' নামক একটি অনুষ্ঠান করে প্রতিদিন বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের সাথে নিজ মত প্রকাশের মাধ্যমে সেটিকে তিনি সেরা অনুষ্ঠানে পরিণত করেছিলেন!
.
টাইমস নাও’য়ের 'এডিটর ইন চিফ’ থাকাকালীন তিনি বলেছিলেন, জাস্ট ব্রোক দি রুলস্!
.
জনপ্রিয়তার শীর্ষে উঠে যাওয়ার পর তার অনেক আলোচনা সমালোচনা হয়েছে আমি তার থেকে পজেটিভ যে জিনিস লুপে নিয়েছি তা হলো, আপনার পথ আপনাকে তৈরী করে নিতে হবে!
.
ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া’র সমাবর্তন অনুষ্ঠানে হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার বলেছিলেন আজকের ডক্টর শোয়ার্নেজগার হতে গিয়ে আমাকে ছয়টি নিয়ম মেনে চলতে হয়েছে তার মধ্যে একটি হলো 'এবার নিয়ম ভাঙো তবে সাবধান আইন ভাঙো না নিয়ম ভাঙ্গো'
.
কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার সফলতার চালিকাশক্তি হিসেবে বলেছিলেন, 'নিয়ম মেনেই নিয়ম ভাঙো'
.
বিখ্যাত ঔপন্যাসিক রোনাল্ড সুকেনিক বলেছিলেন, 'লিখতে হলে কিছু নিয়ম আয়ত্ত করে নিজের মতো করে ফুটিয়ে তুলে অনুকরণ অনুসরণ বাদ দিয়ে নিজের মতো করে নিয়ম ভাঙতে হবে'
.
নোবেল জয়ী বিজ্ঞানী ড্যানিয়েল বলেছিলেন, 'পাঠ্য বইয়ে যেসব নিয়ম দেখবেন তা কখনো সত্যি সত্যি বলে বিশ্বাস করবেন না'
.
সুতরাং প্রয়োজন হলে নিয়ম ভাঙতে হবে
.
মনে রাখতে হবে জীবনের জন্য নিয়ম কিন্তু নিয়মের জন্য জীবন নয়!
.
উইলিয়াম হ্যাজেনিট বলেছিলেন, 'যেখানে নিয়ম বলে কিছু নেই সেখানে ব্যতিক্রম বলেও কিছু নেই'
.
তাইতো, 'তুমি অন্যরকম বলোনি বলে কবিতা হয়নি কতোদিন!'
.
নিয়ম ভাঙো, নিয়ম গড়ো লথ্থি মারো যতসব স্বার্থপরতার, ওরা সব নিয়ম করে যেনো তুমি বন্দী থাকো অদৃশ্য এক কারাগার!
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৭
রাজীব নুর বলেছেন: নরম মাটির উপর দিয়ে কখন
চলে গেছে শশব্যস্ত জীবন
অবাক ফিরে দেখি পদচিহ্নগুলো
সাজানো সযতনে স্মৃতির ক্যানভাসে ।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭
এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: রাজীব নুর এর মন্তব্য টা ভালো লাগলো।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৬
বিজন রয় বলেছেন: আপনি কি অনেক বই পড়েন?
ভাল ব্যাপার।