নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
৫৫ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত ফরেস্ট গাম্প ছবিটি মুক্তির পর আয় করেছিলো প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলার,
.
আইএমডিবি'তে এগারো লক্ষ মানুষ রেটিং করে প্রায় দশে নয় পাওয়া ছবির বিখ্যাত ডায়লগ ছিলো, ' ডিয়ার গড্, আমাকে একটি পাখি বানাও যাতে আমি এখান থেকে উড়ে অনেক দূরে বহুদূরে চলে যেতে পারি....!'
.
অনেকটা প্রতিবন্ধী টাইপ একটি ছেলে ফরেস্ট গাম্প ঠিক মতো হাঁটতে পারতো না বলে লোকে তাকে ক্ষেপাতো পরবর্তিতে গাম্প স্কুল যাওয়ার প্রথম দিন নায়িকা জেনি ‘রান ফরেস্ট রান‘ উৎসাহে সে দৌড়াতে শিখে যায়,
.
বোকা গাম্পের অনেক স্বপ্ন ছিলো জেনিকে কাছে পাওয়ার কিন্তু সে জেনি পরবর্তিতে তার স্বপ্ন ভাঙ্গার কারণ হয়,
.
বোকা ভেবে পাত্তা না দেওয়া জেনি এইডস্ আক্রান্ত হয়ে দিনশেষে বোকা ফরেস্ট গাম্পের কোলে মাথা রেখে মারা যায়!
.
বোকারা প্রতরণা করতে পারে না শুধু পাগলের মতো ভালবেসে যায়! একদিন তারা বুঝতে পারে তারা অনেক বোকা তখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে এমন, 'ডিয়ার গড্, আমাকে একটি পাখি বানাও যাতে আমি এখান থেকে উড়ে অনেক দূরে বহুদূরে চলে যেতে পারি....!'
.
মহীনের ঘোড়াগুলি ব্যান্ডের 'আবার বছর কুড়ি পরে' অ্যালবামের একটি গান আছে,'ভেবে দেখেছ কি তারারাও যত আলোকবর্ষ দূরে তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে'
.
জীবনানন্দ দাশের একটি কবিতার লাইনও আছে, 'জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন আবার যদি দেখা হয় তোমার আমার!'
.
গল্পগুলো এমনি,
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোকা সোকা একটি ছেলে আমি যখন অর্থনীতি প্রথম বর্ষে ছিলাম তখন একটি মেয়েকে পাগলের মতো ভালবাসতো!
.
মেয়েটি সহজ সরল ছেলেটির প্রতি সফট্ কর্ণার থাকলেও সে ওভার স্মার্ট সুদর্শন চালু এক ছেলের সাথে সম্পর্ক করে! একদিন ফুলের মধু খেয়ে ভ্রমর উড়ে যায়! পছন্ড আফসেট্ থাকতো মেয়েটি সেই সময় বোকা বন্ধুটি তার সবচেয়ে ক্লোজ বন্ধু হয়ে উঠে!
.
মেয়েটি বেলা শেষে বুঝতে পারে পৃথিবীতে এই একটি ছেলে তাকে সবচেয়ে বেশী ভালবাসে! সে অতীতে ফিরে যেতে আগ্রহী হয়ে উঠে ততদিনে অনেক দেরী হয়ে যায়!
.
সে তার গ্রামের মেয়ে সখিনাকে কথা দিয়েছে! মেয়েটি নানা চেষ্টা করেও সখিনাকে তার জীবন থেকে সরাতে পারেনি তবুও সহজ সরল ছেলে দেখলে মেয়েটি আনমনা হয়ে তাকিয়ে ভাবে, হাউ কিউট!
.
অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস বলেছিলো একটি কথা আমার জীবন পাল্টে দিয়েছিলো, 'বোকা থাকো, ক্ষুধার্ত থাকো'
.
পৃথিবীর অন্যতম বিজনেস্ আইকন জ্যাক মা প্রায় সময় একটি কথা বলেন, ' বোকা ফরেস্ট গাম্পের মতো জীবন ধারণ আমার অন্যতম শক্তি যে কিনা জানে না কি ফল আসবে শুধু কাজ করা ছাড়া'
.
পার্কে বসে একটি সহজ সরল মানুষ তার জীবনের গল্প বলছে যে কি না নিজের কাজ দ্বারা আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইতিহাস ভিয়েতনাম যুদ্ধে বিরত্ব, ফুটবল তারকা বনে যাওয়া, জন এফ কেনেডির সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার সুযোগ, লাভজনক চিংড়ি ব্যবসা থেকে শুরু করে ওয়াটার গেট কেলেঙ্কারি উন্মোচনসহ জন লেননের সাথে সাক্ষাৎ যার সবি সম্ভব করছেন সরলতা আর পাগলের মতো পরিশ্রম করে,
.
অথচ্ বুদ্ধি কম থাকায় তাকে কোন স্কুলে ভর্তি করতো না তাই তার মা প্রধান শিক্ষককে তার দেহ দান করার শর্তে গাম্পকে স্কুলে ভর্তি করিয়েছিলেন!
.
তিনি বলতেন, আই এম ফরেস্ট গাম্প কিন্তু লোকে আমাকে সহজ ভাবে ফরেস্ট গাম বলে!
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৭
নতুন বলেছেন: My mom always said life was like a box of chocolates. You never know what you're gonna get.” --
অসাধারন মুভি।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৭
ফারিদি বলেছেন: চমৎকার লিখেছেন!
বেশ ভাল্লাগলো।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৯
আটলান্টিক বলেছেন: দেখবো দাড়ান।আজ রাতেই ডাউনলোড দিব।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
বনসাই বলেছেন: মুভিখোরদের প্রিয় তালিকার প্রথম দিকে আছে এটি, বেশ ভালো লিখেছেন।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩০
রাজীব নুর বলেছেন: অসাধারন মুভি।
আমি দেখেছি।