নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আমি যে স্মার্ট ফোনটি ব্যবহার করে এই লেখাটি লিখছি সেটি আমার থেকে স্মার্ট কাজ করে,
.
শালার! টেবিলে যে সামান্য ক্যালকুলেটরটি পড়ে আছে সেটিও আমার চেয়ে ভালো দ্রুত অসামান্য হিসেব করতে পারে,
.
বাস ট্রাক থেকে শুরু করে ট্রেন প্লেনের কথা কি বলবো হালের রিক্সাও অনেক দ্রুত যেতে পারে আমাদের থেকে,
.
যন্ত্রাংশ দিয়ে গড়া রোবটও আমাদের চেয়ে কাজে অনেক সক্ষম!
.
এমন হাজারো জিনিস্ আছে যাদের সক্ষমতা আমাদের চেয়ে হাজার গুণ বেশী কিন্তু দিন শেষে আমরা ড্রাইভার,
.
আমরা শুধু জানি কিভাবে সেগুলো নিয়ন্ত্রণ করতে হয়!
.
এটা হলো ইন্টেলেজেন্সি( বুদ্ধিমত্তা) যা পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস!
.
একজন বুদ্ধিমান মানুষ পুরো পৃথিবী পরিবর্তন করে দিতে পারে! বুদ্ধিমত্তা আসে কল্পনা শক্তি, অভিজ্ঞতা এবং বিভিন্ন মাধ্যম থেকে আর তা লিপিবদ্ধ থাকে ভালো বইয়ে কিংবা জ্ঞানী মানুষদের মাথায়,
.
একটা দেশ কেমন তা নির্ভর করে তার বিশ্ববিদ্যালয়গুলো কেমন! সেখানে কেমন চর্চা হয়! ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর!
.
দেশে বর্তমানে প্রচলিত থাকা ৯১টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান এবং নিয়ে এসব থেকে পাস করা স্নাতকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তারচেয়ে বড় কথা আসন খালি সেখানে আরো ১১০টি নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদনের জন্য অপেক্ষমান! শিক্ষা বাণিজ্য!
.
উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে একজন শিক্ষকের মান নির্ধারণ হয় স্টুডেন্টদের রেটিংয়ের উপর সেখানে আমাদের দেশে এমন কোন ব্যবস্থা নেই,
.
সরকারি বিশ্ববিদ্যায়গুলোতে তেমন কোন গবেষণা নেই!
.
ওয়ার্ল্ড রেটিংয়ে উহাদের খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যায়!
.
আমাদের দেশে স্কুল কলেজে দৈনিক ছয় সাত আট ঘন্টা ক্লাশের পরও শিক্ষকদের কাছে প্রাইভেট পড়তে হয় যেটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা!
.
ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার পিএইচডি গবেষক ম্যাট হুসেইনের মতে আমাদের দেশে স্টুডেন্টদের ‘বিশ্লেষণী ক্ষমতা’ নেই এবং ‘দর্শনের বা দার্শনিকতার দৈন্য’ অবস্থা বিদ্যমান!
.
যদিও টিয়া পাখির মতো মুখস্ত বিদ্যার শিক্ষা ব্যবস্থায় সৃজনশীলতা খুঁজাও একটি বোকামী!
.
মানসম্মত শিক্ষা, বিরাজমান সমস্যা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক বলেছিলেন, ‘খাতা না দেখেই চূড়ান্ত ফল দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। ফলে তাদের শিক্ষার মান কেমন হতে পারে, তা সহজেই অনুমান করা যায়।’
.
শুধু তা না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়াকালীন এক শিক্ষক একবার বলেছিলেন, 'তাকে বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে ফোন করে বলা হয়েছিলো আপনার খাতা কাটা লাগবে না আমরা নম্বর বসিয়ে দিয়েছি!'
.
আগে স্টুডেন্টরা শিক্ষকদের ভয় শ্রদ্ধা করতো এখন শিক্ষকরা উল্টো স্কুলের ছাত্রদের ভয় পায়! অমুক ভাই তমুক ভাইয়ের অনুসারী বলে কথা.....!
.
সেদিন বেশী দূরে নাই যেদিন শিক্ষকরা স্কুল ছাত্র দেখলে ভয়ে, স্লামুআলাইকুম বলে মাথা নুয়ে চলে যাবে!
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট।
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০০
বিজন রয় বলেছেন: আপনার কি ট্রেনিং করানোর পেশা?
অনেক চর্চা আপনার।
++++