নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

নারীদের যুগে আমরা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

ম্যাক্সিমাম ক্ষেত্রে মহিলারা শপিং কারার সময় বাবা মা, বাচ্চা, স্বামী এবং নিজেদের জন্য শপিং করে থাকেন আর পুরুষরা শুধু নিজেদের জন্য করেন!
.
মার্কেটিংয়ে মহিলারা অনেক এগিয়ে সেটা নিজের টাকা কিংবা স্বামীর টাকা যা হোক না কেনো,
.
মহিলারা প্রথম ভালবাসার দিবসগুলোকে যত্ন সহকারে মনে রাখে সারা জীবন কিন্তু পুরুষরা সাধারণত খুব দ্রুত এসব ভুলে যায়!
.
সংসার ধর্মে একজন পুরুষ যতটা ভাউন্ডুলে একজন নারী ততটা বিপরীত!
.
যারা বলে মহিলারা সব খরচ করে ফেলে তারা হয়তো জানে না পুরুষকে ভবিষ্যত বিপদমুক্ত রাখতে সঞ্চয়ের তাগিদটা সবচেয়ে বেশী দেয় নারী!
.
নারী হচ্ছে জ্বালানী আর আমরা যানবাহন তাই হয়তো তাদের অবদানগুলো অনেকটা অধরায় থেকে যায়!
.
জেনে রাখা ভালো, ইন্টিগ্রেটেড সার্কিট অর্ধপরিবাহী উপাদানের উপরে নির্মিত অত্যন্ত ক্ষুদ্র ইলেকট্রনিক বর্তনী এবং এটি মাইক্রোচিপ/সিলিকন চিপ/সিলিকন চিলতে/আইসি বা কম্পিউটার চিপ নামেও অনেকে চিনে!
.
কম্পিউটারের মূল মেমোরি একাদিক চিপের সমন্বয়ে তৈরী করা হয় এবং এই সূক্ষ চিপ তৈরী করা হয় বালু থেকে বিশেষ জটিল পক্রিয়ায়!
.
ধরা যাক শাওমি, অপ্পো ও ভিভোর চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান কোয়ালকম কিংবা অ্যাপলের চিপ্ সরবরাহকারী কোম্পানী ডায়ালগ সেমিকন্ডাক্টর নতুবা বিভিন্ন কম্পিউটার এবং মোবাইল কোম্পানীর চিপ তৈরী প্রতিষ্ঠান ব্রডকমের কথা, এসব প্রতিষ্ঠানে নির্ভুলভাবে মাথা ঠান্ডা রেখে কাজ করার জন্য নারীর আধিপত্য থাকে,
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির আইকন প্রফেসর অর্থনীতিবিদ্ প্রিয় মঈনুল স্যার একটি ক্লাশে বেপারটি ব্যাখ্যা করেছিলেন সেটি মাথায় নোট হয়ে গিয়েছিলো!
.
জটিল কাজগুলো মাথা ঠান্ডা রেখে নারীরা যত নির্ভুলভাবে করতে পারে একজন পুরুষ দ্বারা তা কোয়াইট্ ইম্পসিবল্!
.
একজন পুরুষকে বাচ্চা লালন পালন করতে দিলে সে থাপড়াই বাচ্চার এদিক ওদিক করে ফেলতো!
.
কিংবা একটি নকশী খাতা সেলাই করতে যে ধৈর্যের পরিচয় দিতে হয় তা ও জটিলতর,
.
দিন শেষে যে কাজগুলো পুরুষ পারবে না সঠিকভাবে করতে তা কোন নারী করলে হয়তো পুরুষটি বলে উঠে, এগুলো কোন কাজ হলো! রাজু মীনার কার্টুনটির কথা মনে পড়ে গেলো!
.
বিংশ শতাব্দি ছিলো পেশী কিংবা শক্তির যুগ আর একবিংশ শতাব্দী হলো ধীশক্তি'র(wisdom) যুগ এখানে নারীরা এগিয়ে যাবে পুরুষদের থেকে বহুদূর! তা ই হচ্ছে!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২২

খসরুল আলম বলেছেন: হা হা হা নারীবাদী পোস্ট :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.