নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ক্লাশ

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০১

আলী বাবা ডট কমের প্রতিষ্ঠাতা চীনের শীর্ষ ধনী জ্যাক মা'কে আমি ভার্চুয়াল গুরু মনে করি,
.
তিনি একটি কথা বলেছিলেন,
চায়না মুভির নায়করা প্রায় সব সময় মরে যায় আর আমেরিকান মুভির নায়করা কখনো মরে না বাংলাদেশী নায়কদের মতো আর জীবনের সত্যিকার নায়করা কখনো অন্যদের 'ত্যাগ' করে যায় না!
.
অবস্থার পরিবর্তন হলে সবকিছু ত্যাগ করা আমাদের দেশের সংস্কৃতি হয়ে গেছে!
.
সারা জীবন মাইলের পর মাইল হেঁটে বেড়ানো লোকটি গাড়ি কিনার পর সে আর গাড়ি থেকেই নামে না! মনে হয় গাড়ির ভিতরে তার যাবৎ জীবন জেল্ হয়েছে! সে মনে করে এখন একটা ক্লাশে চলে আসেছে!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাস কে বলা হয় শূদ্র সম্প্রদায় আর দক্ষিণ ক্যাম্পাসকে বলা হয় ব্রাক্ষ্মণ সম্প্রদায়! মানিক বন্দ্যোপাধ্যায়ের উক্তি মতে, ইশ্বর থাকেন ঐ দক্ষিণ ক্যাম্পাসে এখানে তাকে খুঁজে পাওয়া যাইবে না কারণ কর্মচারীরা সাধারণত উত্তর ক্যাম্পাস থাকে আর শিক্ষকরা দক্ষিণ ক্যাম্পাস!
.
কিন্তু কোন একজন উত্তর ক্যাম্পাসের ছেলে শিক্ষক হলে সে নিজেও ঐ এলাকা দিয়ে হাঁটে না লোক মুখে এমন একটি কথা প্রচলন আছে!
.
সেদিন অফিসের বস টংয়ের দোকানে চা খেয়েছে বলে কর্মীরা হাসাহাসি করছিলো সুতরাং সমস্যাটা আমাদের মাথায় কিন্তু সেই বস্ প্রশংসার যোগ্য!
.
পরীক্ষায় এ+ বি+ সি+ মতো আমাদের সমাজে এ ক্লাশ, বি ক্লাশ, সি ক্লাশসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আছে! ক্লাশ থেকে ক্লাশে গেলে জীবন পাল্টে যায়! জীবন! আহারে জীবন!
.
থার্ড ক্লাশ কৃষক বাবা ফাস্ট ক্লাস্ ছেলের অফিসে গেলে ছেলে টেনশনে পড়ে যায়, পাছে যদি ক্লাশ চলে যায়!
.
শাড়ির সাথে শাড়ি মিলে গেলে ক্লাশ ছুটি হয়ে যায়! উপরের ক্লাশে পড়তে হলে পাশের বাসার ভাবীকে টেক্কা দিতে হবে!
.
অফিসের বৃদ্ধ দারোয়ানের সাথে হাত মিলায় না অনেকে যদি ক্লাশ চলে যায়!!!
.
এর ওর তার সাথে কথা বললে আমার ক্লাশ চলে যাবে ঐ মামা যাবা বলে রিক্সায় উঠে রিক্সাওয়ালা কোন কথা বললে হুম, হা, হু বলে ক্লাশ নিয়ে থুতনি চেপে বসে থাকে!
.
লালনের আমলে জাত্ যেতো আর এখন ক্লাশ যায়!
.
ছোট বেলা থেকে দেখে এসেছে, ওহ্ নো ওরা মেথর্ ওয়াক থু! ওহ্ নো মুচি তাড়াতাড়ি বিশ টাকা দিয়ে বিদায় কর! প্রয়োজন শেষে ইচ্ছে মতো মাথা থাপরায় দেওয়া নাপিতকেও আমরা ক্ষেত বলে হেঁটে চলে আসি!
.
মালিক বাসায় কাজের বুয়ার বাড়িতে বেড়াতে গেছে সেখানে কোন রকমে চা নাস্তা করবে না যদি ক্লাশ চলে যায় অথচ তার রান্না সে সারা জীবন খেয়ে এসেছে!
.
চট্টগ্রামে টংয়ের দোকানের সিঙ্গারা চিবোতে থাকা মানুষটিকে দেখলাম সন্দ্বীপে গেলে মিনারেল ওয়াটার ছাড়া হাত ধৌত করবে না এমন ভাব কারণ বুঝাতে হবে তো সে একটা ক্লাশে আছে!
.
মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, এই লোকগুলো বাথরুমে নিজের মল্ কি অন্যদের দিয়ে পরিষ্কার করে?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৩

eunknown_rafi বলেছেন: লেখাটি খুব ভালো লাগ্লো ভাই। সুন্দর লিখেছেন। আসলেই আমাদের চরিত্রটাই এমন। অতীতকে খুব তাড়াতাড়ি ভুলে যাই।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪০

সালাউদ্দীন খালেদ বলেছেন: এলোমেলো ভাবনারা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.