নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
কখনো আম কিংবা কোন গাছে পাকা ফল খাওয়ার আশায় ঢিল ছুড়েছেন?
.
আপনি জানেন আপনার ছুড়ে দেওয়া ঢিলটি লক্ষ্যভ্রষ্ট হবে! একটির পর একটি ঢিল এভাবে লক্ষভ্রষ্ট হবে! আপনি জানেন এভাবে লক্ষ্যভ্রষ্ট ঢিলের মধ্যে কোন ঢিলটি লক্ষ্যভেদ করবে!
.
জানার দরকারও নেই,
.
কিন্তু, একটির পর একটি ঢিল ছুড়লে একটি না একটি লক্ষ্যভেদ হবেইই! বার বার ঢিল ছুড়লে একটি না একটি লাগবেইইই এটাকে বলে কনফিডেন্স!
.
জীবন হলো যদি লাইগ্গা যায়! লাগ ভেলকি লাগ!
.
ঝামেলা হলো আপনি আম গাছে ঢিল ছুড়লে আম পড়ার সম্ভবনা থাকবে কিন্তু নারিকেল গাছে সারাদিন ঢিল ছুড়েও কোন লাভ হবে না!
.
মৌমাছির মৌচাকে ঢিল দিয়ে লক্ষ্যভেদ করলে আবার উল্টোটিও হতে পারে,
.
নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রামের যুগে সন্দ্বীপে এক ভাইকে দেখেছিলাম পচন্ড মিস্ করলে প্রেমিকার ঘরে টিনে ঢিল ছুড়তে!!! ওটা ছিলো সাংকেতিক মিস্ কল!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্কুলে বাল্য বিয়ের প্রতিকার প্রশ্নে অন্যতম কারণ হিসেবে দিয়েছিলাম, টিনের চালে ঢিলঃ সুন্দরী মেয়ের বাড়ির টিনে বেশী ঢিল পড়লে বাবা মা বুঝে নিতো ঘটনা খারাপ! বিয়ে দিতে পারলে বাঁচি!
.
এক সময় গরু মরে গেলে নদীতে ভাসিয়ে দেওয়া হতো! সেই মরা গরু কিছুক্ষণ পর ভেসে উঠতো সেই খবর ঋষি সম্প্রদায়ের কানে গেলে তারা দলে দলে নদীর কাছে এসে ঢিল ছুড়তো! যার ঢিল লক্ষ্যভেদ করবে মরা গরুটি তার হয়ে যেতো এবং সে গরুর চামড়া ছাড়িয়ে করে তা বিক্রী করে উপার্জন করতো!
.
ছোট বেলায় ঢিল ছুড়ে পুকরের এপার থেকে ওপারে নেওয়া ছেলেটি ছিলো আমাদের লেডিস্ মার্কা ছেলেদের চোখে হিরো আলম!
.
ঢিল্ মারা সেই ছেলেটি ক্রিকেট মাঠে এসে হয়ে গেলো 'নো বলার'
.
কিছুদিন আগে ভারতের মধ্য প্রদেশে ঢিল মেরে গরুর বাছুরকে মারার শাস্তিস্বরূপ নিজের মেয়ে গুরুর মালিকের ছেলের সাথে বিয়ে দিতে হয়েছিলো!
.
মজনু যখন ভিখারি সেজে লাইলীর সাথে দেখা করতে এসেছিলো তখন তা লাইলীর বাবা টের পেয়ে যায় এবং সে পাড়ার ছেলেদের তার পিছনে লাগিয়ে দেয়! দুষ্ট ছেলেরা পাগল বলে বলে মজনুর দিকে ঢিল ছুড়তে থাকে! ক্ষত বিক্ষত মজনু এলাকা ত্যাগ করে!
.
ঢিলের সাথে প্রেমপত্র ছুড়ে দেওয়ার গল্পগুলো আজ অতীত,
.
মেয়েটি রেগে ছেলেটির সামনে এসে বলছিলো তুমি আমাকে ঢিল মেরেছো কেনো? ছেলেটি বলেছিলো, ঢিলের সাথে দিল্ ও ছিলো! তারপর মেয়েটি বললো, তুমি একটা ঢিলা! শুরুটা এখান থেকেই....!
২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৩
রাজীব নুর বলেছেন: পড়লাম।
জানিয়ে গেলাম।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৩
মাআইপা বলেছেন: ভালই লিখেছেন। চালিয়ে যান।
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২২
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ঢিল ফিচারে ভাল লাগা রেখে গেলাম।
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৪
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপনার ঢিলা লেখায় প্রথম ঢিল।এখন সামলান....