নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
কেউ আমাকে পাত্তা না দিলে আমার কখনো মন খারাপ হয়না কিংবা মনে হয় না তার পাত্তাটা আমার দরকার ছিলো!
.
জীবনে এতো ছোট খাট বিষয় নিয়ে পরে থাকার কোন মানে হয় না তার চেয়ে বরং এমন কিছু করতে হবে যাতে তার গোষ্ঠীসহ আপনাকে পাত্তা দিতে বাধ্য হয়!
.
মানুষ আপনাকে মন থেকে পাত্তা তখনি দিবে যখন আপনি পাত্তা পাওয়ার মতো কিছু একটা করে দেখাবেন!
.
ফকিরকে দশ টাকা দিলে দেখবেন সে আপনাকে কেমন তোষামদ করে কিন্তু যখন সে আপনার কাছ থেকে এক টাকাও পাবে না সে ও মনে মনে বলে, 'হালার পো হালাতো আমার চেয়ে বড় ফকির!'
.
যে বাড়িতে থাকেন সে বাড়ির দারোয়ানকে কিছু দিন উপরি কিছু না দিলে দেখবেন তারও সালামের আওয়াজ ছোট হয়ে আসছে!
.
পৃথিবীতে কেউ কাউকে এমনি এমনি পাত্তা দেয়না অন্তত পাত্তা পাওয়ার জন্য সামান্য ভালবাসা হলেও থাকতে হবে!
.
পৃথিবীতে দুই কারণে সিঙ্গেল থাকা যায়, ছেলে কিংবা মেয়েটি কাউকে পাত্তা দেয় না কিংবা সে কারো কাছে পাত্তা পাইনা!
.
তো পছন্দের মেয়ের কাছে পাত্তা না পেয়ে এক লোক গেছে মেয়েটি বয়ফ্রেন্ডের কাছ তাকে খুওব ভালবাসে এটা বুঝানোর জন্য! তখন বয়ফ্রেন্ড বললো, এমন এক ঘুষি দিবো যাতে চেহারাসহ পাল্টে যাবে তোর! তখন ছেলেটি খুশিতে গদগদ করে বললো, সমাধান পেয়ে গেছি! আপনি আমাকে ঘুষি মেরে বর্তমান চেহারা পাল্টে দিন তাহলে সে হয়তো রাজী হতে পারে!
.
ইত্যাদির মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতি পাওয়া শিল্পী আকবর কিছু দিন আগে বলেছিলেন, এখন আমাকে কেউ পাত্তা দেয় না আর!
.
পাত্তারও একটি শেষ থাকে! বেশী পাত্তা দেওয়ার কারণে ভাব নেওয়া সুন্দরী মেয়েটিকেও একদিন খাওয়ার টাইম থাকবে না আজকের অসহায় ছেলেটির, এমনি হয়!
.
ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালাম বলেছিলেন, 'কাজকে মাথায় করে রাখো। অন্য কাউকে পাত্তা দেওয়ার দরকার পড়বে না। কাজকে অবহেলা করলে দুনিয়াভর লোককে মাথায় তুলে রাখতে হবে!'
.
সময়ের উদীয়মান তরকা ওস্তাদ বায়ে মোটিবেশন খ্যাত সোলাইমান সুখন বলেছিলেন, 'একটা মানুষ তোমাকে কখনো পাত্তা দিবে না।কারন তোমার কাছ থেকে সে তখন কিছু ই পাবে না।আর একটা মানুষ তোমাকে তখনই পাত্তা দিবে,যখন সে তোমার কাছে কোন কিছু পাবে।'
.
একদিন হয়তো তুমিও পাত্তা দিয়ে ইনবক্স করবে তখন লাপাত্তা ভাব নিয়ে উত্তর দিবো, ম্যাডাম বায়ে চাপেন ঘরে সুন্দরী বউ আছে!
২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৪
ফাইয়াজ ইসলাম ফাহিম বলেছেন: দারু
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য।
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৩
কামরুননাহার কলি বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া। আপনার কথাগুলো সব সত্যি।