নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
জগতের তামাম সফল ব্যক্তিদের যদি আপনি জিজ্ঞেস করেন, কিভাবে আপনি এই কাজে সফলতা লাভ করছেন তা এক কথায় বলুন! বিশ্বাস করুন তারা সকলে বলবে, আই লাভ টু ডু ইট ( আমি কাজটিকে ভালবেসে ফেলেছিলাম )
.
কাজে সফলতা লাভ করতে হলে হয়তো ভালো লাগার কাজটি করুন নয়তো যে কাজটি করছেন সেটিকে ভালবাসার চেষ্টা করুন!
.
যদি ভালবাসতে না পারেন তবে কাজটি ছেড়ে দিন কারণ ভাল না বাসলে সফল হওয়া যায় না!
.
জীবনেও সুখী হতে হলে দুটি করণীয়, হয়তো ভালবাসার মানুষকে বিয়ে করুন নয়তো যাকে বিয়ে করেছেন তাকে ভালবাসতে শুরু করুন!
.
ধুত্তরি!!! ভালবাসবে তুমিও..... জ্বি বাংলার একটি সিরিয়ালের কথা মনে পড়ে গেলো!
.
আমি তো ভালবাসিনি! ভালো আমাকে বেসেছে! ভালো আমাকে বেসে মন্দ করেছে! ব্যাচলর ছবির আমার একটি পছন্দের গান! ভালবাসা শুধু মন্দ করবে না পাগল করে দিবে! পাগল হতে না পারলে আপনি কখনো সফল হতে পারবেন না!
.
যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নেওয়ার সময় কিং খান খ্যাত শাহরুখ বলেছিলেন,'সফলতা পেতে চাইলে আপনাকে ‘পাগল’ হতে হবে!'
.
শালা একটা পাগল! কাজ ছাড়া কিচ্ছু বুঝে না! এই গালিটা পৃথিবীর বুকে যে যত বেশী শুনেছে সে তত বেশী সফল!
.
আমাকে অনেকে বলেছে শরীফ্ফা তুই একটা পাগল না হলে এতো লেখা কেমনে লিখোস্! সত্যি পাগল কারণ আই লাভ টু ডু ইট! প্রতিদিন আমার মনে হয় জীবনে কোনদিন লিখিনি!
.
পৃথিবীর সবচেয়ে দামী কর্পোরেট এবং বিশ্বখ্যাত লিডার স্টিভ জবস্ কে জিজ্ঞেস করা হয়েছিলো, এপল্ নিয়ে আপনার ভাবনা কি? সে তখন বলেছিলো, পৃথিবীতে যতগুলো আপেল আছে ততগুলো এপল্ প্রোডাক্ট তৈরী করার স্বপ্ন দেখি আমি! ( শালা পাগল)
.
আর যত বাঙ্গালী অনলাইন ব্যবহার করে তত বাঙ্গালীর ওয়ালে কিংবা সংরক্ষণে অন্তত আমার একটি লেখা থাকবে সেই স্বপ্নের কাছে কেবলি আমি শিশু! স্বপ্নের কোন সীমা থাকতে নেই! দুদিন আগে একজন আমাকে বললো ভাই আপনার কয়েকশো লেখা পড়ে ফেলেছি কেবল 'মাইনকার চিপা' লেখাটি খুঁজে পাওয়ার জন্য কিন্তু খুঁজে পাইনি! দেটস্ কল্ড ইফেক্ট অব পাগলামী!
.
প্রায় চারশ কোম্পানীর সমন্বয়কারী ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড ব্র্যানসনকে স্বয়ং তার পার্টনার বলেছিলেন ব্র্যানসনতো একটা পাগল!
.
পরবর্তিতে চীনের শীর্ষ ধনী হওয়া জ্যাক মা যখন অনলাইন শপিং আলী বাবা খুলে চীনে তখন ভালো মতো ইন্টারনেটও আসেনি লোকে তাকে পাগল বলতো স্বয়ং টাইম ম্যাগাজিন শিরোনাম করেছিলো, পাগল জ্যাক বলে!
.
তো একদিন জ্যাক মা তার সহকর্মীদের নিয়ে অফিসে বসে আছেন এমন সময় একজন লোক এসে বললো, শুনেছি আপনারা কয়েকজন পাগল এখানে বসে নাকি অনলাইন ব্যবসা করছেন! আমি কিছু কিনতে আসিনি বরং আমি আপনাদেরকে কিনে নিতে এসেছি কোন কাজে লাগানোর জন্য!
.
খাইছেরে কপাল!
.
পাগল নিয়ে জ্যাক মায়ের একটি বিখ্যাত উক্তি আছে, 'আমার মনে হয় পাগল হওয়াই ভাল। আমরা পাগল কিন্তু নির্বোধ নই!'
.
বিল্ গেটসকে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনাকে যদি সুপার পাওয়ার দেওয়া হয় আপনি কি করবেন? সে পাগলের মতো উত্তর দিয়ে বলেছিলো, তা দিয়ে দ্রুত বই পড়বো!
.
তো একদিন বউ স্বামীকে বলছে আমি মরে গেলে তুমি কি করবে? স্বামী বললো, পাগল হয়ে যাবো! তখন বউ বললো, অন্য নারীকে বিয়ে করবে না তো? তখন হাজবেন্ড বললো, পাগলে কি না করে!
.
সুতরাং পাগল বলতে কাজ পাগলা হতে হবে আবার রাস্তার পাগল না!
.
কথাটি না বললে অনেকে এতোক্ষণে সফল হওয়ার জন্য রাস্তায় পাগলরূপে নেমে যেতো! আমরা আবার এক ডিগ্রী বেশী বুঝি!
.
একটু আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ইভটিজারকে বললাম, মায়ের দৃষ্টিতে মেয়েকে দেখুন! সে বললো, বউয়ের দৃষ্টিতে তাহলে কাকে দেখবো?
.
'সব মেয়েকে বউয়ের দৃষ্টিতে যখন দেখবি তখন নিজের মা/বোনকে কেনো বাদ দিবি!'
.
বাসায় গিয়ে বোনকে বলিস্, 'তুই একটা মাল! গাভী যায়!'
২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১২
মুচি বলেছেন: সর্বত্র পাগল- কেউ জ্ঞানপাগল কেউ বদ্ধ পাগল। ভালো লাগলো। +++
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২০
আল ইফরান বলেছেন: এইটাকে পাগলামি না বলে একনিষ্ঠতা ও একাগ্রতা বলাই শ্রেয়। ভালোবেসে কিছু করলে সাধারনত আল্লাহ নিরাশ করেন না। বিল গেটস, জ্যাক মা এর কথা বলতে হবে না, আমাদের সমাজেই এরকম শত উদাহরন রয়েছে।
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯
কৃষ্ণ কমল দাস বলেছেন: ভালো লাগলো..................শুভ কামনা রইল
৫| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫২
বিজন রয় বলেছেন: ঘুনেধরা একটি সমাজের প্রতিচ্ছবি।
ভালভাবে তুলে ধরেছেন।
৬| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৮
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: মা বোন বলে কথা নেই, যে যার অবস্থান থেকে যেমন শ্রদ্ধা,স্নেহ,ভক্তি,ভালোবাসা পাওয়ার যোগ্য তাকে সেটাই দিতে হবে।
শেষের লাইনটা না লিখলেই বোধ হয় ভালো হত।
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৪
মাআইপা বলেছেন: খুব সুন্দর
৮| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৯
খাঁজা বাবা বলেছেন: শেষ বাক্যটা লজিক্যাল
৯| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০০
খাঁজা বাবা বলেছেন: শেষ বাক্যটা লজিক্যাল
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩
রাজীব নুর বলেছেন: চমৎকার।