নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
পুরো পৃথিবীতে নেলসন্ ম্যান্ডেলাকে বলা হয় অন্যতম সর্বজনবিদিত নেতা!
.
তাকে জিজ্ঞেস করা হয়েছিলো এমন একজন নেতা হওয়ার জন্য কোন গুনটি দরকার?
.
ম্যান্ডেলা উত্তর দিয়েছিলেন, বেশী বেশী অন্যের কথা শুনতে হবে! জাস্ট লিসেনিং! বলতে হবে সবার কথা শুনা শেষ হলে তারপর! বলার চেয়ে বেশী শুনতে হবে!
.
সমস্যা হলে আমরা সবাই শুধু বলতে চাই! কেউ শুনতে চাইনা!
.
মফিজ ম্যাজিক টুথ্পাউডার দিয়ে দাঁত ঘষে বলে, জোরসে বলো!
.
অবশ্যই বলতে হবে তবে সবার কথা শুনার পর! কিংবদন্তি নেতা হতে হলে সবার সমস্যাগুলো শুনতে হবে!
.
তারচেয়ে বড় কথা নিজের কাজের প্রতি সবচেয়ে বেশী সময় ব্যয় করতে হবে!
.
গত দুই তিনশ বছরের মানুষের চেয়ে বর্তমান মানুষ অনেকগুলো অনেক ব্যস্ত! পানি খাওয়া থেকে শুরু করে টয়লেট করার সময় পর্যন্ত নেই!
.
কিন্তু গবেষণায় দেখা গেছে যার যে কাজ সে সেই কাজে বিশ পার্সেন্ট সময় দিলেও অকাজে আশি পার্সেন্ট সময় ব্যয় করে!
.
ধরেন একজন সরকারী চাকরিজীবী সে তার মূল কাজে ফাঁকি দিয়ে বাকী সব কাজ হান্ড্রেড পার্সেন্ট দক্ষতার সাথে শেষ করে!
.
পরিচয় বিশ্ববিদ্যালয় শিক্ষক কিন্তু নিজের মাঠে তার স্কোর টুয়েন্টি হলেও রাজনীতির মাঠে সে পুরোদস্তর মেসি! রোনালদো! ব্লা ব্লা!
.
ধরে নিলাম তার পরিচয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার মতো এক ছাত্র! কিন্তু সে পড়ালেখায় যে সময় দেয় তার দ্বিগুণ প্রেমিকার পিছনে ব্যয় করে রুমে ফিরে আসে!
.
আরো ধরে নিলাম ছেলেটির লক্ষ্য লেখক কিন্তু সে সময়ে অসময়ে একটি গল্প লিখে তারপর মেয়ে ভক্তদের সাথে চ্যাট করে বিন্দাস ব্যস্ত!
.
বেচারার পরিচয় একজন জনগনের সেবক কিন্তু আশি পার্সেন্ট সময় জনগন তার সেবায় ব্যস্ত থাকে!
.
মূল কথা হচ্ছে গিয়ে নিজের সেক্টর ছাড়া বাকী সেক্টরে সে গোল্ডেন এ+
.
একজন মানুষকে পূর্ণাঙ্গ সফল মানুষ হতে হলে অবশ্যই তাকে বাহ্যিক নলেজ অর্জন করতে হবে! দুই তিনটি কাজের সাথে তার সম্পর্ক থাকতে হবে! তবে তার মূল কাজটি ঠিক রেখে!
.
আমাদের দেশের মানুষের উন্নতি হবে কেমনে! একটা সমাবেশের ডাক দিলে লাখ লাখ মানুষ নিজের কাজ রেখে ওখানে পড়ে থাকে! স্লোগান দেয়!
.
রাজনীতি সচেতনতা দরকার আছে কিন্তু সবাই এক একটা রাজনীতিবিদ্ এমন দেশ পৃথিবীতে মনে হয় আমরা একমাত্র!
.
ভিশন্ টুয়েন্টি টুয়েন্টি ওয়ান, ডিজেটেল বাংলাদেশ কিংবা উন্নয়নের জোয়ার বাস্তবায়ন তখন হবে যখন যে যার অবস্থান থেকে এক একটা বুলেট হয়ে বের হবে!
.
অর্থনীতিবিদ্, প্রযুক্তিবিদ্, শিক্ষাবিদ্ থেকে শুরু করে সবাই যদি রাজনীতিবিদ্ হয়ে যায় তাহলে স্বপ্নগুলো কেবলি স্বপ্ন থেকে যাবে!
২| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: পোষ্টি তো ভালো লিখেছেন।
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯
মায়াবী ঘাতক বলেছেন: শেষের লাইনটাতেই সবচেয়ে গুরুত্তপুরন কথাটা বলেছেন। ২০২১ সাল নয় তার আগেই কিছু একটা ঘটবে।