নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
হ্যালো আবদুর রব শরীফ চ্যাটার্জি কেমন আছেন?
.
আমার নাম তো চ্যাটার্জি না! এমনেও কোন ফরম ফিলাপ্ করতে মোহাম্মদ আবদুর রব শরীফ লিখলে দেখি লেখার বক্স সব শেষ পরিশেষে কোণাকুণিতে কোন রকম ঠেসে শরীফটা লিখতে হয়!
.
তার উপর আপনি চ্যাটার্জি লাগিয়েছেন!
.
উপাধিটা মন্দ না, মিলেছেও! কারণ ইদানিং শুনেছি নয়ন চ্যাটার্জি নামক এক ভদ্র লোক দরবার খুলে বসেছে তার কিছু মুরিদান্ও আছে!
.
তো আপনি কি আমার মুরিদ্ হবেন?
.
ভদ্রলোক হেসে বললো, দূর ভাই! সারাদিন আপনাকে চ্যাটে দেখি তাই চ্যাটার্জি উপাধি দিলাম!
.
তার উপর এখন নাকি আমার গার্লফ্রেন্ড আপনার সাথে চ্যাট করে শুনেছি ব্লা ব্লা!
.
ও আচ্ছা বুঝছি আপনার প্রিয়তমা 'চ্যাটার্নী'র উপর রাগ করে চ্যাটার্জি বলেছেন! মন্দ না!
.
মোরা একটি সুন্দরীর মুখে হাসি ফুটানোর জন্য এসএমএস করি,
.
কখনো সুযোগ হলে কোন সুন্দরীর ইনবক্স ঘুরে আসবেন সেখানে এতো এতো আজব চিড়িয়া পাবেন হাসতে হাসতে জীবন তেজপাতা হয়ে যাবে!
.
চিড়িয়াখানার কথা উঠাতে একটি কৌতুক মনে পড়ে গেলো,
.
দুই বিড়াল ফেসবুকে চ্যাট করছে, একজন ম্যাও বললে আরেকজন ম্যাও ম্যাও বলে এভাবে কিছুক্ষণ ম্যাও ম্যাও করার পর একটি বিড়াল রেগেমেগে বলে উঠলো আরেকবার ম্যাও বললে তোকে এখান থেকে তাড়ামু কইলাম! তখন আরেকটি বিড়াল বললো, কিভাবে? তারপর সে হুংকার দিলো, ঘেউ ঘেউ!
.
এরপর বিড়াল ব্লক করার আগে বলে উঠলো, আগেই সন্দেহ করছিলাম, তুমি ফেইক আইডি!
.
চ্যাট করতে গিয়ে কিছুদিন আগে এক মেয়ে তার কিছু ছবি দিয়ে বললো, ভাইয়া আমি ফেইক না!
.
চোরের মন পুলিশ! পুলিশ!
.
আমি বললাম, আচ্ছা বুঝলাম তাহলে কান ধরে একটি ছবি তুলে পাঠাও....!
.
সে উত্তর দিলো, কান নিয়ে গেছে চিলে!
.
হাউ ট্যালেন্ট!
.
ফেসবুক চালিয়ে ফেইক আইডির প্রেমে পড়েনি এমন ফেসবুক ইউজার খুঁজে পাওয়া দুষ্কর!
.
এক সময় মানুষ কলমি বন্ধুর প্রেমে পড়তো! চিনে না জানে না কিন্তু পত্র আদান প্রদান হতো!
.
১৯৪৮ সাল থেকে পত্র লেখা শুরু দুই পত্রবন্ধু ক্যালিফোর্নিয়ার মার্থা হবরে এবং মডেস্টোর ফিলিপসের এর প্রায় ৪১ বছর পর দেখা হয়েছিলো!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে 'তোমার কলমি বন্ধুকে (pen friend) একটি পত্র লিখো' এমন আনকমন প্রশ্নের উত্তরে লিখেছিলাম, 'কলম বন্ধু খুব স্বার্থপর! সেদিও কলম ধার নিয়ে আর ফেরত দেয়নি! স্কুলের সাদা শার্টে যে তিনটা কলমের দাগ আছে তার মধ্যে দুইটা তার দেওয়া!'
.
পত্রের শেষে লিখেছিলাম, 'কলম বন্ধুর সবচেয়ে বড় দোষ হলো আমি দাঁড়িয়ে গেলে সে পাছার নিচে কলম দাঁড় করিয়ে রাখে! সেদিন বসতে গিয়ে যা হয়েছিলো তা আর বলতে চাইনা!'
.
কলমি বন্ধুর দিন শেষ কন্ঠ বন্ধুতে বাংলাদেশ!
.
কিছুদিন আগে নাটোরের লালপুরে মোবাইল ফোনে নারী কন্ঠের মাধ্যমে প্রতারণাকারি চক্রের ১১ সদস্যকে আটক করেছিলো গোয়েন্দা পুলিশ!
.
বুঝে নেন ঘটনা!
.
বেতারের যুগ শেষে টেলিভিশন এবং কন্ঠ পেরিয়ে অনলাইন! এভাবে চলছে! চলবে! চ্যাট! আড্ডা! শেয়ারিং! কেয়ারিং! ফ্লিটারিং! চিটারিং!
২| ১৯ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৪:৩৫
চাঁদগাজী বলেছেন:
সন্দ্বীপের লোকজন ক্যাচাল লাগাতে ওস্তাদ
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খালুই বলে চালুনি
তোর পিছে ছেদা !!
উনি ক্যাচালে কম যান না !!
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: ফ্রম লোকাল টু গ্লোবাল অ্যান্ড ব্যাক।
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৭
আবু তালেব শেখ বলেছেন: আপনি আমার মন্তব্যের উঃ না দিয়ে একটা পোস্ট ডিলিট করেছেন।
আবার সেই পদবি নিয়ে ক্যাচাল?
পারেন ও বটে
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০৭
শরদিন্দু রূপক বলেছেন: নয়ন চ্যাটার্জি!ফেবুতেও পেইজ আছে,নাম হিন্দু হলেও মুসলিমদের পক্ষে লেখালেখি করেন.....তাঁর কথাই বলছেন??