নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ব্রিটিশ আমলে স্বনামধন্য প্রথম শ্রেণির ব্যবসায়ীদের খেতাব ছিলো মহাজন, দ্বিতীয় শ্রেণির ব্যবসায়ীদের খেতাব ছিলো বেপারী,
.
তখন অনেকের টাকা পয়সা বাক্সে থাকতো! তাই নামের পাশে ডাক্তার ইঞ্জিনিয়ার এডভোকেটের মতো বাক্স টাইটেলও যোগ করা হতো! যেমন, বাক্স আলী!
.
জি বাংলার সিরিয়াল 'বাক্স বদলে'র একদিন সময় পাল্টে গেছে!
.
শুরু হলো হালদার, পোদ্দার, মজুমদার, সরদার, শিকদার, তরফদার, তালুকদার, মালাদার নামক দা বংশের যাত্রা!
.
বলে রাখা ভালো আমি আবার সন্দ্বীপের মালাদার বংশের নাতী! আমার নানার বাড়ির নাম বধু মালাদারের বাড়ি! খাইছে আমারে!
.
দা বংশের বিপরীতে গড়ে উঠলো মন্ডল, মোড়ল, মল্লিক, মীর, মিঞা, মির্জা নামক 'ম' বংশ!
.
দা এবং ম বংশের দাম কমে গেলে সরকার বংশের সূত্রপাত যা আজো চলছে!
.
কিন্তু দিন শেষে সরকার গঠনে চৌধুরী বংশের ভূমিকা অনস্বীকার্য কারণ দেশে এতো চৌধুরী যে তারা যেদিকে ভোট দিবে সে দিকের সরকার নির্বাচিত হয়!
.
ঐ দিকে আঙ্গুল ফুলে কলাগাছ হতে থাকে খান বংশ! বলিউড খাইতেছে তিন খান! ডালিউড খেয়ে যাচ্ছে সাকিব খান! কেডিএস এক্সেসোরিজে বেনসনের সুখ টান খেয়ে ফেলতেছে সবুজ খান!
.
নাম দিয়ে কি আসে যায়! ব্যবহারে বংশের পরিচয়!
.
যদি দেখেন একদিকের সমস্ত রাস্তা ব্লক! আপনি দুই ঘন্টা জ্যামে আটকে আছেন! অন্যদিকে খালি রাস্তা ব্যাবহার করে জিপ্ টিপসহ বিশাল গাড়ির বহর নিয়ে ল্যান্ড ক্রুজার 'ব্যবহার' করে কেউ আসছে তাহলে নিশ্চিত বুঝে নিবেন সে খাঁটি সরকার বংশের লোক!
.
ধরেন একশ কোটি টাকার প্রকল্প কিন্তু সেখানে রডের বদলে বাঁশ ঢুকিয়ে দেওয়া হয়েছে এমন বাঁশ টাইপ 'ব্যবহার' দেখলে ধরে নিবেন সে প্রকৃত খান বংশের লোক!
.
জোর যার মুল্লুক তার টাইপ ব্যবহার দেখলে ধরে নিবেন সে প্রকৃত তালুকদার বংশের সন্তান!
.
যদি আরো দেখেন আইনের রক্ষক হয়ে নিজে আইনের মাইয়েরে বাপ টাইপ ব্যবহার দিয়ে চলে সে প্রকৃত পোদ্দার বংশের লোক!
.
আবারো বলেছি, ব্যবহার বংশের পরিচয়!
১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৫
আবদুর রব শরীফ বলেছেন: বংশ! আহারে বংশ!
২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৪
আবু তালেব শেখ বলেছেন: আমার এলাকায় অনেক সন্দ্বীপের লোকের বাস। যতদুর জানি তাদের কোন গোষ্টির নাম নেই। সারেং, সুকানি, মাস্টার, সওদাগর,ইত্যাদি ব্যবহার করে।
ইদানীং আমাদের সাথে আত্মীয়তা করে টাইটেল নিতেছে শেখ,মোড়ল,মল্লিক ইত্যাদি।
অনেকের কাছে গোষ্টির নাম জিগাইলে
চুপ থাকে।
কেন?
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৮
ঘোলাস্বপ্ন বলেছেন: ভাল লাগলো লেখাটা ভাই
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১
রাজীব নুর বলেছেন: আমার ব্যবহার ভালো। তার মানে আমার বংশও ভালো।
©somewhere in net ltd.
১| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা... আসলেই তাই।