নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
রেডিসন্ ব্লুতে গিয়ে চেক্ ইন দিয়ে ছবি আপলোড করে যদি বুঝাতে চান আপনি ভালো আছেন এতে জাতির কিছু আসে যায় না,
.
আপনার সদ্য নতুন ক্রয় করা প্রাইভেট কারের দরজা খুলে বের হয়ে আসার দৃশ্যটি দেখেও জাতির কিছু আসে যাবে না!
.
সিক্স ডিজিটের স্যালারি পেয়েছেন তো কি হয়েছে নিজেকে একটা কিছু ভাবার জন্য এটা কোন বিষয় না
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার ক্রাশকে সঙ্গী করে অর্থনীতি বিভাগের সামনে সুন্দরী রমনীর সাথে এক্কান সেলফি তুলে আপলোডাইছেন এতেও জাতির কিছু আসে যাবে না,
.
ফেরদৌস, রেমন্ড কিংবা কোন ব্রান্ড থেকে বিশ হাজার টাকার শ্যুট সেলাই করে নন্দ বাবু হয়ে থাকলেও জাতির কিছু আসে যাবে না,
.
আইফোনের আপডেট্ ভার্সন আপনার হাতে নো মেটার কিচ্ছু হবে না
.
দিনশেষে আপনি একজন কেবলি আট দশজন নন্দ দুলালের মতো শরীফ ভাইয়ের মতো একজন মানুষ এর বেশী বৈকী কিছু না,
.
সবচেয়ে বড় কথা অসহায় জাতি কিংবা আমাদের মতো নদী ভাঙ্গা সন্দ্বীপের অসহায় যুবক যুবতী আবাল বৃদ্ধ বনিতার জন্য আপনি কোন কাজটি করতে পেরেছেন!!!
.
দেশে এই মুহূর্তে বাইশ হাজারেরও বেশী কোটিপতি আছে! হয়তো তারা ভালো আছে! ভালো থাকে! এর বেশী কিছু না! জাতি কয়জন কে মনে রাখে?
.
আপনি আমি ভালো থাকলে তাতে সভ্যতার কিছু আসে যায় না!
.
ওয়েটার, বাড়ির দারোয়ান, অফিসের কর্মচারী অথবা দুই চারটা মানুষ সর্বোচ্চ বকশিশ, প্রমোশন কিংবা কখনো কাজে আসবে এই আশায় আপনাকে দুইটা সালাম দিবে!
.
মৃত্যুর পরেও বেঁচে থাকতে হলে আপনাকে এমন কিছু করতে হবে যার দ্বারা মানব কল্যাণ হয় কিংবা হবে!
.
এমন একটি কাজ করতে যার দরুন মানুষ আপনাকে মিস্ করবে! আপনার শূন্যতা মানুষকে ভাবিয়ে তুলবে! চোখে জল এনে দিবে!
.
প্রতিদিন রাস্তায় রেস্তোরায় পথে ঘাটে মাঠে চ্যাটে ফ্লাটে খাটে কত সফল মানুষ দেখি কেউ চিনে না! জানে না! মানে না!
.
নিজের ছোট্ট একটা গন্ডির মধ্যে সে সফল কিংবা আত্মতুষ্টিতে ভুগে!
.
জীবন! আহারে জীবন!
.
মানুষ কখনো মনে রাখার মতো কিছু না করে গেলে আমাদের মনে রাখবে না! আপনি দিবেন আপনি নিবেন ব্যাপারটি এই সূত্রে চলে!
.
এক সময় মানুষ বেপারটি বুঝতে পেরে নিজের সর্বোচ্চ জামানো টাকা দিয়ে চেয়ারম্যানি ইলেকশন্ করে! ট্রাস্ট করে সব দান করে দেয়! সময় তখন অনেক দেরী হয়ে যায়!
.
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে গেটস-এর দান করা মোট অর্থের পরিমাণ হবে ১৮০০ কোটি ডলারেরও বেশী... সম্প্রতি তিনি নিজ সম্পদের ৫% দান করে দিয়েছেন!
.
মেয়ের মুখ দেখেই ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার দান করে দিয়েছিলেন স্বয়ং মার্ক জুকারবার্গ!
.
হকার থেকে অন্যতম শীর্ষ ধনী হওয়া ওয়ারেন বাফেটও ৩ হাজার ১০০ কোটি ডলারেরও বেশী দান করেছেন!
.
দানের ক্ষেত্রে পিছিয়ে থাকা অন্যতম শীর্ষ ধনী কার্লোস স্লিমও এইডস ও পোলিও রোধে কাজ করাসহ বৈশ্বিক নানা প্রয়োজনে ২৮ বিলিয়ন ডলার দান করেছিলেন!
.
যদিও সম্প্রতি আমেরিকার শীর্ষ ধনীরা তাদের অর্ধেক সম্পত্তি মানবতার কারণে দান করে দেওয়ার অঙ্গীকারে কার্লোস স্লিম একটু পিছিয়ে গিয়েছিলেন!
.
জেনে রাখা দরকার ‘দ্য গিভিং প্লেজ' অর্থাৎ 'দানের অঙ্গীকার' পৃথিবীর ম্যাক্সিমাম শীর্ষ ধনীদের হাত দিয়ে গড়ে উঠা একটি সংগঠন যার আদলে কেবলি রয়েছে মানবতার কল্যাণ এবং সেখানে যুক্ত হয়েছে বিভিন্ন দেশের ১০৫ জন শীর্ষ ধনী!
.
আমেরিকা, ব্রিটেন, ইউক্রেন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং জার্মানির শীর্ষ ধনীরা এসব উদ্যেগ নিয়ে এগিয়ে যাচ্ছেন দেদারছে!
.
জার্মানির ডোনেশন কাউন্সিলের ব্যবস্থাপনা পরিচালক ডানিয়েলা ফেল্সার জানিয়েছিলেন সেখানে ৬০ বছরের উপর যাদের বয়স তারা মূলতো দানে সবচেয়ে আগ্রহী!
.
বিল গেটসেকে ফেলে শীর্ষ ধনী হওয়া আমাজান ডটকমের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে বলা হয় কৃপণ ধনী যে দানের ক্ষেত্রে অনেক পিছিয়ে! তাই তাকে মানবতা সব সময় ঐ চোখে দেখবে,
.
চীনের বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে দান করা আলী বাবা ডট কমের প্রতিষ্ঠাতা জ্যাক মা আমেরিকান লাইফ সাইন্স ব্রেকথ্রু অ্যাওয়ার্ড ফাউন্ডেশনে যোগ দেওয়ার বছরে আঠারো মিলিয়ন ডলার দান করার প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন!
.
দিন শেষে জীবনের মানে হলো মানবতার কল্যাণে এগিয়ে যাওয়া! ওদের জন্য কিছু করে দেখানো! মানুষের জন্য ভাবা তাদের জন্য লেখা!
২| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের সমাজকে Consumerism গ্রাস করেছে। সারা বিশ্বেই এর প্রভাব আছে। তবে আমরা পাশ্চাত্যের ভালো দিক বাদ দিয়ে খারাপগুলোকে অনুসরণ করি বেশি। ঔপনিবেশিক শাসনজনিত হীনমন্যতা এর অন্যতম কারণ। সম্পদ প্রদর্শনের প্রতিযোগিতা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আগে মধ্যবিত্ত ছিল সামাজিক মূল্যবোধের ধারক ও বাহক। এখন মধ্যবিত্ত দ্রুত বড়লোক হচ্ছে তাই মূল্যবোধ নামক back dated ধারণা নিয়ে চিন্তা করার সময় নাই।
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: সবাই একটু একটু করে হাত বাড়ালে -অনেকগুলো মানুষ, অনেক অসহায় জীবন অবলম্বনের পথ খুঁজে পাবে।