নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ছেলেটি লিখেছিলো 'মাই এইম ইন লাইফ ইজ এ প্রধানমন্ত্রী....ব্লা ব্লা' তারপর থেকে স্কুলের সবাই তাকে নিয়ে হাসি ঠাট্ট করে! স্বপ্নেরও একটা লিমিট থাকা দরকার!
.
অনেকে বলে ভাগ্য বলে কিছু নেই সবি চেষ্টার ফল!!!
.
আমি যদি কেডিএস এক্সেসোরিজের অফিসার না হয়ে কোন গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যানের ছেলে হতাম তাহলে আমি ঐ প্রতিষ্ঠানের ডিরেক্টর হতাম খুব সহজে কিন্তু নির্মম বাস্তবতায় নিজে একটা প্রতিষ্ঠান দিয়ে লস্ খেয়ে ভূত হয়ে আছে এমন মানুষের গল্পগুলোও উদাহরণে আনা উচিত!
.
তবে সফল হওয়ার চাইতে আমাদের সেরা হওয়া উচিত!
.
সেরা হওয়ার গল্পগুলো এমন,
.
প্রতিদিন কন্টাকদারকে ধমক দিয়ে কথা বলি আজ বললাম 'মামু তোমাকে প্রায় সময় ষোল শহর দুই নম্বর গেইটে দেখি, কেমন চলছে? এই নাও ভাড়া' তার প্রাপ্ত হাসিটি আমাকে জানান দিয়েছে, শরীফ তুমি আজকে সেরা!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জৈনক রিক্সাচালকের সাথে সেদিন এমন গল্প করেছি যে সে পাঁচ টাকা কম রেখে বলেছে ভালো লেগেছে! সেদিন আমি সেরা ছিলাম!
.
ক্রাশ খাওয়া মেয়েটির দিকে না তাকিয়ে থেকে বরং পত্রিকার পাতায় ভূত হয়ে থাকা মুহূর্তটি একটি সেরা মুহূর্ত...!
.
লাল গোলাপ নিয়ে মিষ্টি কথা দিয়ে বউয়ের ভালবাসা আদায় করে নেওয়া মানুষটি আজকে সেরা!
.
থার্টি ফাস্ট নাইটে দেখলাম কিছু টোকাই ছেলেদের নিয়ে উল্লাস করছে একজন সেরা ছেলেটি,
.
কিছু সেরা বন্ধুদের দেখলাম ক্যান্সার আক্রান্ত বন্ধুর জন্য রাস্তায় বক্স নিয়ে দাঁড়িয়ে সাহায্যের আবেদন করে যাচ্ছে...!
.
বৃদ্ধলোকটি কেনো জানি কোন এক যুবকের মাথায় হাত দিয়ে দোআ করে বলছে বাবা বেঁচে থাকো সেই ছেলেটিও সেদিনের দেখা ছেলেদের মধ্যে সেরা!
.
সেরা পাশের বাসার সখিনা যে একটি ছেলেকে ভালবাসার পর থেকে আর কোন ছেলেকে পাত্তা দেয় না এমনকি আমাকেও!
.
আমরা যখন ফেসবুক/ব্লগে লেখালেখি লাইক কমেন্ট শেয়ার নিয়ে ব্যস্ত ঠিক তখন একটি ছেলেকে দেখলাম ব্লাড ব্যাংক গ্রুপে খুলে রক্তের গ্রুপ সংগ্রহ করে চলছে সে ফেসবুকে সেরা....!
.
আমার মতো অসংখ্য ছেলে সকাল সাতটায় ঘুম থেকে উঠে কামলা খেটে সন্ধ্যা সাতটায় বাসায় ফিরবে তারাও সেরা...!
.
পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য অসংখ্য ছেলে চাকরির সন্ধানে ঘুরছে তারাও সেরা!
.
ভাইয়া ফেয়ার এন্ড লাভলী কিনে আনবে সেই প্রতীক্ষায় থাকা বোনটির ভাইও সেরা!
.
রাতে মায়ের অপারেশনের পর ঘুম ঘুম চোখে অফিস করতে আসা লোকটিও সেরা!
.
এভাবে অসংখ্য সেরা সেরা মুহূর্ত যার জীবনে যত বেশী সে হলো তত সফল!
.
বিসিএস ক্যাডার হয়ে গরীবের গলা কেটে যে ছেলেটি দুদিন পর বিল্ডিংয়ের ফাউন্ডেশন্ দেয় সে কখনো সেরা হতে পারে না,
.
বরং ঘুষ না খাওয়ার দায়ে পার্বত্য অঞ্চলে ট্রান্সফার হাওয়া ক্যাডারটি সেরার সেরা!
০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৭
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম
২| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৩
বিজন রয় বলেছেন: অামাদের দেশে সেরার কোন শেষ নেই।
০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৭
আবদুর রব শরীফ বলেছেন: এটা কিন্তু ঠিক বলেছেন, আমরা সবাই রাজা!
৩| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫০
মরুচারী বেদুঈন বলেছেন: সেরা কথা বলছেন!
আমি কি আপনাকে গুরু মানতে পারি?
০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৮
আবদুর রব শরীফ বলেছেন: এটা কিন্তু সেরা কমেন্ট হয়েছে হাহা
৪| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৮
পালক পালক বলেছেন: বাহ। ভালো লাগলো সেরাদের উদাহরন।
০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৬
আবদুর রব শরীফ বলেছেন: বদ্দা ধইন্যবাদ
৫| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৩
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৭
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ উৎসাহিত করার জন্য
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৭
আকতার আর হোসাইন বলেছেন: লেখাটি এমন অনুপ্রেরণামূলক হয়েছে যে ফেবুতে শেয়ার দিতে বাধ্য হচ্ছি। সো, আপনিও সেরা!!