নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আমি কোন দিন হ্যাপি নিউ ইয়ার পালন করিনি কারণ কখনো কেউ এসে বলে না ভাই আজকে পার্টি আছে! হেব্বী মজা হবে! কে বলবে? আমার সব বন্ধুদের অবস্থা একই রকম!
.
আমাদের হ্যাপী নিউ ইয়ার 'টাচ দি ক্লক' পর্যন্ত' 'Touch the clock'
.
ইনববক্সে এক ললনা একটা ভিডিও দিলো তার উপরে লেখা 'Touch the coc' দেখে তো টাস্কি পরে খেয়াল করে দেখলাম এটা কক্ না ক্লক!
.
আমি কখনো সেইই ভাবে জন্মদিন পালন করিনি! আমার প্রায় সব বন্ধু জন্ম দিন এলে খাওয়ানোর ভয়ে লুকিয়ে থাকে! তারা ট্রিটের আগে একবার মানিব্যাগের দিকে তাকিয়ে ভাবে গ্যাস্ট্রিকের ট্যাবলেট শেষ!
.
আমাদের 'বার্থ ডে' হলো ভাই 'বাদ দে' এমন!
.
ঘটা করে জন্মদিন, হ্যাপী নিউ ইয়ার থেকে শুরু করে ব্রেক আপ পার্টি পালন করে এমন সার্কেল এই এই সমাজে হাতে গোণা মাত্র!
.
হ্যাং পার্টিতে ঝুলে থাকার মতো সময় এবং সামর্থ্য আমাদের কখনো ছিলো না!
.
বেপারটা ভাই রে জীবন এমনেও হ্যাঙ্গারে ঝুলে আছে এই ধরণের....!
.
বিশেষ দিনগুলোতে কোন নন্দ দুলালী তিন ইঞ্চি হিলে ব্রাউন চুল নিয়ে কোমর দুলিয়ে বলে না, হে ডুড্! সারপ্রাইজ!
.
বরং সারপ্রাইজ হয়ে যায় যখন গার্লফ্রেন্ড জিজ্ঞেস করে, তোমার জন্মদিন কখন? আমার তো তিনটা জন্মদিন দুইটা গত হয়ে গেছে বেইব্বী!
.
আমাদের জীবনে কেউ কথা রাখেনি পাঁচ বছর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিয় বন্ধু অর্থনীতির শাহীন্না জন্মদিনে খাওয়াবে বলছিলো এরপর কতো জন্মদিন এলো তাকে খুঁজে পাওয়া যায়নি আর!
.
শেষ সেদিন জন্মদিনের ট্রিট চাওয়ায় করিম্মা একটা বেনসেন জ্বালিয়ে বলেছিলো চল্ ভাগাভাগি করে খায়! তুই টেনে শেষে আমাকে দুইটা টান দিলেও হবে!
.
পুরো জীবনে জন্মদিনে একবার এক ছোট ভাই আমাকে একটি কলম গিফট্ দিয়েছিলো সেটি জীবনের একমাত্র ঘটনা হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে!
.
পহেলা বৈশাখেও সেইম(shame) অবস্থা!
.
দিবস আসে দিবস যায় রে মামা,
.
ভালবাসা দিবসেও এতিমের মতো তাকিয়ে দেখি একদিন আমরাও দোকলা হবো!
.
দোকলা হওয়ার কিছু দিন পর কোন এক বালএন্টাইন ডে তে বউয়ে নুন আনোনি বলে বড় ভাইকে যে ধমক দিয়েছিলো তারপর সে টংয়ের দোকানে রং চা খেতে খেতে বিড়বিড় করে বলতেছিলো, মানুষ যে কেন্ বিয়ে করে! শালার আগে জানলে.....!
.
লাইফ যখন মাইকেল মধু সুদনে থাকে তখন এসব ডে টে কেবলি মাম্মি ডেডির ছেলে মেয়েদের অাদিখ্যেতা মনে হয়!
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৩
আবদুর রব শরীফ বলেছেন: আপনাকেও
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০১
বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।