নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ও বন্ধু লাল গোলাপী....!

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৯

বললাম তোমার নাম পিংকি কেনো ইয়োলি, রেডি, ব্লেকি, হোয়াইটি কিংবা ওরেঞ্জিও তো হতে পারতো!
.
সে বললো, শুধু তা না আমার পিংক কালারের জামাইও আছে!
.
এক রাশ বেদনা নিয়ে বললাম তুমি বিবাহিত তা আগে বলবে তো আপু!
.
সে বললো, কইইইইই! আমি বলেছি আমার পিংক কালারের জামাও আছে!
.
ইদানিং সব কিছু কিঞ্চিত বেশী দেখি...!
.
গরুর হাটে গিয়েছিলো জৈনক পিংকি তাকে দেখে দালাল জিজ্ঞেস করলো কেমন গরু চাই ম্যাডাম? আমাদের এখানে সাদা লাল কালো সব ধরণের গরু পাবেন তখনি পিংকি জিজ্ঞেস করলো, পিংক কালারের কিউট টাইপ কোন গরু নেই?
.
পিংকি তো রেগেমেগে ফায়ার! আপনি তো বললেন সব ধরণের গরু পাওয়া যায়! তার রাগ দেখে গরুর দালাল আরো রেগে বললো, বিয়ের সময় আপনি সাদা লাল হলুদ কালা অনেক ধরণের জামাই পাবেন কিন্তু পিংক কালারের জামাআআই কোথায় পাবেন!
.
পিংকি এবার কেঁদে বললো, আমার পিংক কালারের জামামাআএএএএ...ই ও আছে!
.
পিংকি আমার দেখা অনেকগুলো সুন্দরীর নাম! পিংকি নামের মেয়েগুলো নৃত্যশিল্পী টাইপ হয়!
.
বিখ্যাত নাট্যকার এবং লেখক জর্জ বার্নাডশকে নৃত্যশিল্পী এবং অনবদ্য সুন্দরী ইসাডোরা ডানকান বিনতে পিংকি জিজ্ঞেস করেছিলো, 'আমরা যদি বিয়ে করি তাহলে আমাদের সন্তান আমার মতো সুন্দর আর তোমার মতো বুদ্ধি পাবে এবং তারা জগদ্বিখ্যাত হবে'
.
তা শুনে বার্নাডশ বলেছিলেন যদি আমার মতো রূপ আর তোমার মতো বুদ্ধি পায় তাহলে কি হবে?
.
গল্পটি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অখ্যাত প্রতিভা চান্দুকে বলেছিলাম সে বলেছিলো, তাহলে সন্তানটি সব কিছুতে পিংক কালার খুঁজবে!
.
বলিউডে বিগ-বি অমিতাভ বচ্চন এবং নায়িকা তাপসী পান্নু অভিনীত ‘পিংক’ ছবির কথা কি আর বলবো,
.
হলিউডে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ও মার্ভেল মিথলজি ফিল্মের অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রের পাশে জ্যান্ডার গ্রহের পিংক কালারের মেয়েটি ছবির আলোচিত চরিত্র ছিলো!
.
চাহিদার দিকে খেয়াল রেখে হ্যালো কিটি ব্রান্ড মেয়েদের জন্য তৈরী করেছেন পিংক কালারের চমৎকার স্যায়েন্টিফিক ক্যালকুলেটর!
.
পছন্দের আধিক্য থাকায় Nabi Matte Lipstick গোলাপী রঙ এর আলাদা আরো ৬ টি লিপিস্টিক শ্যাড MLS 16, MLS 15 , MLS 43, MLS 53,  MLS 59, MLS 17 তৈরী করেছে!
.
পছন্দের রাইটার নোমান নমীর ব্লগে একবার পড়েছিলাম তিনি গোপন সূত্রে খবর পেয়েছে মেহেজাবিন নাকি পিংক কালারের ল্যাপটপ থেকে ব্লগিং করে!
.
শুনেছি মেয়েদের পছন্দের স্থান পিংক সিটি নামে পরিচিত জয়পুর!
.
এতো কিছু বলার একটায় উদ্দেশ্যে,
চট্টগ্রামের রাউজানে নির্মিত হচ্ছে 'পিংক সিটি' আবাসন প্রকল্প সেখানে তোমার জন্য একটা প্লট বরাদ্দ করবো যদি একবার বলো, আমি তোমাকে ভালবাসি!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: একটি পিংকময় পোস্ট।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

আবদুর রব শরীফ বলেছেন: গোলাপী পোস্ট

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: গুলশান-১ এ একটা পিং সিটি শপিং মল আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.