নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
জে.কে. রাওলিং এমন একজন লেখক যার বই চারশ মিলিয়ন কপি বিক্রী হয়েছিলো!
.
২০০৪ সালে ফোর্বস ম্যাগাজিনের মতে সে বই লিখে প্রথম বিলিওনিয়ার!
.
কমপক্ষে বার প্রকাশনী তার হ্যারি পটার সিরিজের প্রথম বই রিজেক্ট করেছিলো তবুও সে ধৈর্য হারায়নি!
.
২০০৮ সালে তিনি হাবার্ডের আমন্ত্রণে সমাবর্তন বক্তব্য দিতে গিয়েছিলেন
.
জেনে রাখা ভালো,
.
হাবার্ড এমন একটি বিশ্ববিদ্যালয় যেখান থেকে যুক্তরাষ্ট্রের সাত জন প্রেসিডেন্ট ডিগ্রী লাভ করেছিলো!
.
বর্তমানে ওয়ার্ল্ড রেংকিং এ শীর্ষে অক্সফোর্ড তারপর ক্রমান্বয়ে স্টানফোর্ড, ক্যামব্রিজ, ম্যাসাচুয়েটস্ এবং হাবার্ড,
.
আর আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেংকিং ৩৫৫৭ তম! :p
.
হাবার্ডের সেই বক্তব্যে জে.কে. রাওলিং বলেছিলেন, 'ব্যক্তিগত সুখ তোমার কোয়ালিফিকেশন্, সিভি, অর্জনগুলোর উপর নির্ভর করে না, জীবন আরো কঠিন এবং তারচেয়েও জটিলতর বিষয়'
.
খ্যাতি কিংবা প্রাপ্তি জীবন হতে পারে না জীবন তারচেয়ে বেশী কিছু
.
কে জানতো শুধুমাত্র ছোট বোনের আনন্দের জন্য মজার মজার গল্প লিখা মেয়েটি এক দিন জে কে রাওলিং হয়ে উঠবে!
.
আরো বলেছিলেন, 'এক সময় আমার জীবন অন্ধকার ছিলো যতদূর তাকাতাম মনে হতো শুধু অন্ধকার আর অন্ধকার কিন্তু বিশ্বাস করতাম হঠাৎ কোন না কোন দিক থেকে এক টুকরো আলো আসবে আর সেই প্রতীক্ষা করতাম!'
.
তিনি বলতে চেয়েছেন থাকার মধ্যে আমার ছিলো কল্পনা শক্তি আর কিছু ব্যর্থতা, সমালোচনা আর গল্প লেখার ক্ষমতা যা পরিস্থতি পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট!
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২
প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বহুত কামেল মানুষ আছিলেন!
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫
আটলান্টিক বলেছেন: হ্যারি পটার না লেখা হলে কিশোর সাহিত্যের একটা বড় অংশ অসম্পূর্ণ থেকে যেত।আর আপনি একটু ভূল করেছেন World Ranking এ বর্তমানে শীর্ষে আছে ক্যালটেক,এমআইটি,স্টানফোর্ড,হার্ভাড....