নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

নো সেক্রিপাইস এট্ অল

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

১৯৬৮ সালের অলম্পিকে জন অ্যাকারির ৫০০০ মিটার ম্যারাথন দৌড়ে হঠাৎ করে হাঁটু ঘাড় এবং মাথা ইনজুরির কবলে পড়েছিলো!
.
তবুও খুঁড়ে খুঁড়ে পছন্ড ব্যথা নিয়ে দৌড়ে তিনি প্রতিযোগিতা শেষ করেছিলেন,
.
এবং
.
বলেছিলেন, 'আমার দেশ আমাকে পাঁচ হাজার মিটার দৌড় শুরু করতে পাঠাইনি বরং পাঁচ হাজার মিটার দৌড় শেষ করতে পাঠিয়েছে'
.
আরো বলেছিলেন, 'আমার বাবা মা বলেছিলো যদি তুমি কোন কাজ শুরু করো তবে তা অবশ্যই শেষ করার চেষ্টা করবে যদি তা না করো তাহলে শুরু না করা বরং ভালো'
.
অলম্পিকের স্মরণীয় ঘটনার মধ্যে এটি অন্যতম! এক মুহূর্তে সে দাগ কাটে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে! গোল্ড মেডেল বিজয় না করলেও তাকে ঘিরে শুরু হয় বিজয়োল্লাস! এ যেনো পরাজয়ের সমাপ্তি!
.
তবে এক্ষেত্রে আমরা আরো এক ধাপ এগিয়ে গেছি! ওভার মোটিবেটেড!
.
কিছুদিন আগে চাঁদপুরে স্কুলের রাস্তার কাজ শেষ না করে সমাপ্তি সাইবোর্ড টাঙ্গিয়ে দিয়েছিলো কতৃপক্ষ!
.
হবিগঞ্জে বিদ্যুতের ২৫ কিলোমিটার নতুন সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্পের খুঁটি স্থাপন ও তার টানা হলেও ট্রান্সমিটারও অন্যান্য কাজ শেষ না করে প্রকল্পের কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছিলো!
.
সব দোষ রবি গুরুর ছোট গল্পের... 'শেষ হইয়াও হইলো না শেষ'
.
তেমনি বিয়ে মানে জীবন শেষ হইয়াও হইলো না শেষ!
.
কেউ কেউ বলে মানুষ দুই প্রকার জীবিত এবং বিবাহিত!!! বেপারটা তেমন না,
.
বিয়ে মানে সংসার তাতে থাকবে টোকাটুকি, খুনসুটি আর ঝগড়াঝাটি ইয়ে মানে টক ঝাল মিষ্টি
.
তাই বলে জীবন শেষ হওয়ার আগে সম্পর্কের শেষ করে দিলে হবে না
.
ফিরে যাবো জন অ্যাকারির বাবার কথায়, তোমার যদি একটি কাজ শুরু করে শেষ না করার তাগিদ না থাকে তাহলে কাজটি শুরু না করাই ভালো!
.
বিয়ে হলো জীবনের ম্যারাথান দৌড়!
.
জন এলটনের বিখ্যাত গান সেক্রিফাইস প্রত্যেক দম্পতিকে শুনা দরকার
.
যখন অসময় আসে প্রত্যেক বিবাহিত দম্পতির জীবন সন্দেহ প্রতারণা ভুল ধারণা তাদের জীবনে নেগেটিবলি ল্যান্ড করে!
.
কোল্ড কোল্ড হার্ট, হার্ড ডান বাই ইয়ু... কঠিন হয়ে যায় দুটি জীবনের একসাথে থাকা!
.
ইগো স্ট্রং হয়ে যায়! জেলাসি বার্ন করে প্রতিনিয়ত!
.
আসলে সামান্য একটা সিম্পল ওয়ার্ড সেক্রিপাইস প্রায় নব্বই শতাংশ সমস্যার সমাধান করে দিতে পারে!
.
তবুও,
.
নো সেক্রিপাইস এট্ অল!
.
কোন সেক্রিপাইস থাকে না আদৌ বরং তালাক দিয়ে বউ জামাইকে কিংবা জামাই বউকে সেক্রিপাইস্ করে দেয়!
.
সকালে উঠে শুনলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই সামান্য ছিলি ইস্যু নিয়ে তার স্ত্রীকে তালাক দেওয়ার চিন্তা করছে!
.
১৭ সালে শুধু রাজধানীতেই নিষ্পত্তির অপেক্ষায় ছিলো ৪৯ হাজারেরও বেশী বিবাহ- বিচ্ছেদের আবেদন!
.
শহরে এলাকায় সংসার ভাঙ্গার হার বেশী আর সত্তর ভাগ তালাক দেয় মেয়েরা!
.
পুরুষ এখানে খুশি হয়ে নারীদের দোষ দেওয়ার কিছু নেই মূলতো পুরুষ নির্যাতনের স্বীকার হয়ে বেশীর ভাগ নারী তালাক দেয়!
.
গ্রামের অনেক নারী মুখ বুঝে সহ্য করে থাকে তাই মে বি কম!
.
তবে বর্তমানে তালাক বেড়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে স্বামী বা স্ত্রী অন্য কারও সাথে অবৈধ সর্ম্পক তারপরের কারণগুলো স্বামী-স্ত্রীর বয়সের পার্থক্য, মানসিক ও শারিরীক নির্যাতন!
.
মানবাধিকার সংস্থার মতে এই বছর তালাকের সংখ্যা দশ হাজারেরও বেশী....!
.
কোল্ড কোল্ড হার্ট, হার্ড ডান বাই ইয়ু (Cold cold heart, hard done by you)
.
আপনি যদি বিবাহিত হয়ে থাকেন পরনারী কিংবা পুরুষকে জীবন থেকে সেক্রিপাইস করুন! এক্ষুণি! লেখাটি পড়া মাত্র!

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯

প্রথম বাংলা বলেছেন: সুন্দর লিখেছে, পড়ে ভালো লাগলো

২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১১

আবদুর রব শরীফ বলেছেন: আপনাকে সুন্দরতম অনুভূতি দিলাম নিয়ে ধন্য করুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.