নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মাটির মানুষ

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২০

২০০৭ সালে বায়তুল মোকাররম মসজিদ দেখতে গিয়ে দেখলাম ওখানে পুরনো পাঞ্জাবী বিক্রী হচ্ছে!
.
সেটা মূলতো আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় ভ্রমণ ছিলো!
.
মসজিদের সামনে একশ টাকায় সুন্দর সুন্দর পাঞ্জাবী! একদাম একশ টাকা! বাইচ্ছা লন! কিইন্না লন!
.
দশটা নিয়ে ইস্ত্রী করে সবাইকে একটা একটা গিফট্ দিবো ভাবছি এমন সময় সে বললো ভাই! বাইচ্ছা লন! কিইন্না লন! একদাম আশি টাকা!
.
আশ পাশ থেকে কিছুক্ষণ ঘুরে আসার পর দেখলাম তার ডায়লগ পাল্টে গেছে! সে এখন বলছে! ভাই! বাইচ্ছা লন! কিইন্না লন একদাম পঞ্চাশ টাকা!
.
সন্ধ্যা ঘনিয়ে এলো! মাগরিবের নামায পড়ে বের হওয়ার পর সে এবার আবারো ডায়লগ পরিবর্তন করলো! ভাই বাইচ্ছা লন! কিইন্না লন! একদাম বিশ টাকা!
.
একদাম বিশ টাকা!
.
আমি কিছুক্ষণ পর একদাম দশ টাকা হবে ভেবে সেখানে ঠাইট বসে আছি! আরেকটু পর এসে এশার নামাযের পর কিনবো ভেবে ঘুরে এসে দেখলাম সেখানে সে আর নেই!
.
চিন্তা করছিলাম রাত দশটার পর হয়তো ফ্রিও দিয়ে দিতে পারে যে হারে দাম কমছে!
.
পাঞ্জাবীওয়ালার মতো মেয়েদের বয়স কমানোর একটা স্বভাব থাকে!
.
একবার এক বুড়ো লোক এক মেয়েকে জিজ্ঞেস করে মামনি তোমার বয়স কতো? সে বললে 'সাতাশ বছর'
.
কোন যুবক তাকে একই প্রশ্ন করাতে সে বললো 'বাইশ বছর'
.
আরেকদিন তার ক্রাশ একই প্রশ্ন করাতে সেই মেয়ে বললো 'আঠারো প্লাস'
.
ভাগ্যক্রমে সে দিন দাদু উপস্থিত ছিলো সে পাশ থেকে বললো, মামুনি আর কমিও না! 'এভাবে কমাতে থাকলে যেদিকে আসছো সেদিকে ঢুকে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকবে!'
.
জাস্ট কিডিং!!!
.
আমি যখন প্রথম মোবাইল ব্যবহার করি তখন মিনিট ছিলো আট টাকা করে!
.
তারপর মিনিট ছয় টাকা পাঁচ টাকা হয়ে তিন টাকায় আসার পর ফলাও ভাবে প্রচার হতে থাকলো এক কাপ চা পাঁচ টাকা আর এক মিনিট কল তিন টাকা! ফিরে আসুন একটেলে...!
.
আরো কমে এক টাকায় চলে আসলো কল রেট!
.
তারপর পুরো রাত কথা বলা ফ্রি! কাপলদের ঘুম হারাম!
.
কত কিছু কমে যায় সেই সাথে বয়সও...!
.
মৃত্যু থেকে চিন্তা করলে বয়স কমছে আর জন্ম থেকে হিসেব করলে বয়স বাড়ছে!
.
এতো দিন পর হিসেব করে বুঝলাম মেয়েরা কেনো বয়স কমায়!
.
মাটির মানুষ থেকে বের হয়ে সব মানুষ আবার মাটিতে ঢুকে যায়!
.
তাই মানুষ হিসেবে একজন মানুষকেও 'মাটির মানুষ' হওয়া উচিত!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮

সাইন বোর্ড বলেছেন: বেশ কয়েকটি ভাবনা এক জায়গায় এসে মিলেছে এবং দারুণভাবে উপসংহারে এসেছে, অনেক ভাল লাগা রইল ।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০

তারেক_মাহমুদ বলেছেন: আসলেই মাটির মানুষ আবার মাটিতে ফিরে যায়, বয়স আসলে বাড়ে না কমে।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪

মরুচারী বেদুঈন বলেছেন: পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়! ~~~ মতিউর রহমান মল্লিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.