নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রীর সাথে সেলফি

২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭



মাননীয় প্রধানমন্ত্রী আপনি যতবার চট্টগ্রামে আসেন ততবার আমাকে গাড়ি থেকে নেমে হাঁটতে হয়! এতে আমার স্বাস্থ্যের ব্যাপক উন্নতি হয়েছে সুতরাং আপনাকে ধন্যবাদ!
.
হ্যালো মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি জানেন আপনি যখন আসেন তখন সারাক্ষণ জ্যামে আটকে থাকা ব্যস্ত রোড ফাঁকা হয়ে যায় দেখতে খুব ভালো লাগে!
.
আপনার আরো অবগতির জন্য জানাচ্ছি সেদিন যখন জ্যামে আমার বাবাকে বহন করা অ্যাম্বুলেন্সটি জ্যামে হুইসেল বাজাচ্ছিলো তখনো কেউ এক বিন্দু ছাড় দেইনি!
.
আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট ছাড়!
.
আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী বলে কথা
.
হ্যালো প্রধানমন্ত্রী আপনি কি শুনতে পাচ্ছেন?
.
যে রোড দিয়ে একটু আগে আপনি চলে গেলেন সেখানের ফুটপাতে গোটা দশেক অসহায় মানুষ শুয়ে ছিলো তারা আজ আর নেই!
.
আপনার জেনে আরো ভালো লাগবে,
.
এই রাস্তায় গোটা দশেক পাগল সারক্ষণ উষ্কখুষ্ক হয়ে ঘুরাঘুরি করতো আজ তারাও নেই! তারাও আপনাকে চিনে!
.
নাই এর মধ্যে আজ ফুটপাতের দোকানগুলোও উদাও হয়ে গেছে!
.
গতকালের রাস্তার গর্তগুলো পর্যন্ত আজ উদাও! শুধু তা না এই শহরের ধুলোবালি গুলোও মনে হয় আজ বিক্রী হয়ে গেছে!
.
তাই মাঝে মাঝে চট্টগ্রাম আসতেই পারেন! দাওয়াত রইলো!
.
বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন আপনি কিংবা মন্ত্রীরা আসে তখন গাছগুলোও রঙ্গীন হয়ে যায়!
.
কখনো সময় হলে শোভাকলোণীর আঙ্গিনা দিয়ে ঘুরে যাবেন তাতে হাঁটার রাস্তায় ফুলচন্দন পড়বে!
.
শুনেছি আমরা অভাগার যেদিকে চায় সাগর শুকাই যায় কিন্তু আপনি যেদিন তাকান কেবলি উন্নয়নের জোয়ার ভেসে আসে!
.
মাননীয় প্রধানমন্ত্রী জিইসি মোড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লান্ত বৃদ্ধ মহিলাটিকে অন্তত আপনার গাড়িতে করে নিয়ে যান তাহলে অসংখ্য সোয়াব হবে!
.
আপনাদের দেখে অনেক হিংসে হয় কারণ আমি যদি প্রধানমন্ত্রী হতে পারতাম তাহলে হয়তো একদিন এই শহরের সুন্দরী ললনাদের কয়েক ঘন্টার জন্য শীতের মিষ্টি রোদে ঠাইট দাঁড় করিয়ে রাখতে পারতাম!
.
জানেন মাননীয়া?
.
নাবিলার মেকাপ গলে যাওয়ার দৃশ্যটা কিন্তু দারুণ উপভোগ করছি!
.
ওপাশ থেকে তাড়াতাড়ি আসো বলতে থাকা সখিনার ধৈর্যের বাঁধ ভেঙ্গে ব্রকাপ হয়ে যাচ্ছে!
.
আপনি আসবেন জানলে আগে থেকে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতাম তা পারছি না বলে দুঃখিত!
.
দশটা পাঁচটা নয় আমাদের একটি মাত্র প্রধানমন্ত্রী!
.
ভাগ্যিস পাশের সিটে একটি সুন্দরী মেয়ে বসেছিলো না হলে হয়তো অন্যদের মতো আমিও আপনার প্রতি বিক্ষুব্ধ হতাম!
.
তবুও সোনার বাংলা সোনার দেশ, আপনার সেবায় বসে থেকে লাগছে বেশ্!
.
পাশ থেকে একজন জাতীয় সংগীতের দুই কলি গেয়ে যাচ্ছে!
.
কি মধুর সুর!
.
ঐদিকে মাইর চলছে! মাইর! উৎসুক জনগনের পাছার উপর! ওরা তবুও কাছ থেকে আপনাকে একটু দেখবে বলে লাইন ক্রস করে চলছে!
.
কেউ কেউ মানুষ না! এলিয়েন!

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: আমরা প্রতিদিনই আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর জন্য ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকি। কি আর করবেন না মেনে উপায় নাই গোলাম হোসেন । ভাল লিখছেন ।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

আবদুর রব শরীফ বলেছেন: রাস্তায় জীবন! রাস্তায় মরণ!

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


মহিউদ্দিন ডাকাতের পরিবারকে দেখতে গিয়েছিলেন?

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

আবদুর রব শরীফ বলেছেন: ওখানে গিয়েছিলেন কিন্তু ডাকাত তো সবাই আবার সবাই ভালো

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

ভুলো মন বলেছেন: কেউ কেউ মানুষ না! এলিয়েন!

কথা সত্য!

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৭

আবদুর রব শরীফ বলেছেন: মানুষ হলে তো উনিও জ্যামে আটকে থাকতেন

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২

মরুসিংহ বলেছেন: সমস্যাতো এখানে। প্রধানমন্ত্রী যেপথ দিয়ে যায় সেটা রাতারাতি ১ দিনের জন্য সিংগাপুর হয়ে যায়। ফলে প্রকৃত বাংলাদেশের চিত্র ওনারা দেখতে পান না। চট্টগ্রামের রাস্তায় এখন যে বিশাল বিশাল গর্ত সেই গর্তের মধ্যদিয়ে একবার গেলেই উনি ১ সাপ্তাহের জন্য রেস্টে যেতেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.