নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্যান্টের চেইনে জীবন আটকে গেছে

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১

ছোট বেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শোভাকলোণীতে আমাদের বাথরুম ছিলো ঘরের বাহিরে
.
রাতে ভয়ে ভয়ে পস্রাব করতে গিয়ে আবিষ্কার করলাম প্যান্টের চেইনে 'বেচারা' আঁটকে গেছে!
.
আটকে যাওয়ার পর উদ্ধার অভিযানে চেইন আরো একটু সামনের দিকে টানার পর খেয়াল করলাম বেচারা আরো ভালো ভাবে আটকাইছে!
.
একান্ত বাধ্য হয়ে কেঁদে কেঁদে আব্বুকে ডাক দিলাম তিনি এসে চেইন সামনের দিকে না টানে আস্তে আস্তে পিছনের দিকে টেনে আনলেন! এভাবে মুক্তি পাইলাম!
.
জীবনে মাঝে মাঝে পিছু হঠতে হয়!
.
সারক্ষণ এগিয়ে যাওয়ার ঘড়ির কাটাও একটু ঝাঁকুনি দিয়ে পিছনে গিয়ে সামনে এগুতে থাকে!
.
তীর নিক্ষেপের সময়ও তাকে যতটুকু পিছনে নেওয়া হয় সে ততটুকু সামনে এগিয়ে যায়!
.
পিছন থেকে শক্তি সঞ্চার না করলে আপনি বর্শা গোলক কিংবা হরতালে ইট পাটকেলও নিক্ষেপ করতে পারবেন না!
.
এক পা পিছনে না নিলে আপনি হাঁটা দৌড় কিছু করতে পারবেন!
.
পিছন থেকে দৌড়ে না আসলে আপনি লাফ দিয়ে জীবনে বেশী দূর যেতে পারবেন না!
.
সবচেয়ে বড় কথা এগুতে হলে পিছিয়ে পিছিয়ে এগুতে হয় সুতরাং পিছানো তে ভয় কিছু নেই বরং চেষ্টা না করে থাকাটা ভয়ের...!
.
তেমনি,
.
দেশের উন্নয়ন করতে হলে বাইশ হাজার কোটিপতির আরো উন্নয়ন না করে বরং পিছিয়ে পড়া জনশক্তির উন্নয়নে মন দিত হবে!
.
পিছিয়ে থাকা কিংবা পড়া কোন সমস্যা নয় বরং পিছিয়ে পড়ার পর উঠে না দাঁড়ানো কিংবা সামনে অগ্রসর না হওয়া হলো লজ্জার বিষয়!
.
একটু পিছিয়ে আবারো যা দিয়ে শুরু করেছিলাম সেই প্যান্টের চেইনে ফিরে যায়,
.
আমাদের এক বন্ধু ছিলো বরিশালের! তার অদ্ভুত একটা গুণ ছিলো চাপা দিয়ে পরিস্থিতি ট্যাকেল দেওয়ার! একদিন তারে বললাম, দোস্ত তোর তো জানালা খোলা! সে বললো, শুধু জানালাটা দেখলি কিন্তু ভিতরে যে আরমানি ব্রান্ডের জাইঙ্গাটা আছে তা দেখলি না! সদর ঘাট থেকে সারে চারশ টাকা দিয়ে কিনেছি মামা! আমাগো বরিশাইল্লারা আবার যেনতেন জিনিস পড়ে না!
.
উদ্ভাবকরাও পিছিয়ে নেই সমস্যাটি থেকে মুক্তির জন্য এক ধরণের বিশেষ ট্রাউজার বানিয়েছে যা চেইন খোলা থাকলে ব্লু টুথ প্রযুক্তির মাধ্যমে আপনার ফোনে জানিয়ে দিবে!
.
কিভাবে সফল হবেন?
.
কেউ আপনার কানে এসে বললো ভাই আপনার তো চেইন খোলা সাথে সাথে আপনি যে দ্রুততার সাথে কাজ সম্পাদন করেন সেভাবে যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজ সম্পাদন করতে পারেন তাহলে আপনি সফল হবেন!
.
তবে দ্রুত কাজ সম্পাদন করতে গিয়ে আবার আমার মতো বেচারাকে ফাঁদে আটকাইয়া ফেলিয়েন না!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২২

তারেক_মাহমুদ বলেছেন: মজা পেলাম

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ভালোকথা ভালো লাগলো

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: আপনি সব সময় খুব মজা করে জীবনের চরম সত্য কথা গুলো লিখেন। ভেরি গুড।
আপনি আমার পোষ্ট গুলো পড়েন না কেন?

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

হারানোপ্রেম বলেছেন: সুন্দর পোস্ট ।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছেলেদের বেচারা জীবনে একবার না একবার চেইনে আটকায়। এটা চরম বাস্তব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.