নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
গ্লোবাল ব্রান্ড Adidas অর্থ আমাদের তরুণ প্রজন্মের কাছে All day i dream about sex এমন!
.
কেডিএস এক্সেসোরিজে চাকরি করার সুবাধে যেসব গ্লোবাল ব্রান্ড সম্বন্ধে আমার ধারণা হয়েছে তার মধ্যে এডিডাস অন্যতম!
.
চাকরির আগে আমার কাছে গ্লোবাল ব্রান্ড M&S মানে মার্কস এন্ড স্পন্সারের অর্থ ছিলো Maliha+Sharif
.
H&M এর অর্থ ছিলো 'হালিমারে মাইরালা' টাইপস্
.
Nike যার উচ্চারণ নাইকি দেখে ভাবতাম Nila i kiss u ehemm!
.
Reebok এর মিনিংস্ বানিয়েছিলাম Rita ম্যাডামের ডাবল eye ব্রেস্ট ok
.
Puma মিনিং পোলার মা
.
Gap হলো গার্লফ্রেড একটা পাইছি, Tommy তোমাকে ইয়াম্মি, Ck চ্যাক খেয়ে, Brouks ব্রো ডেকে ইয়ু কিল্ আস, j.C. penny যখন তখন পেন পেনানী
.
Gucci গুরু.........! এটা বলা যাবে না
.
Levis লাভ এ বিষ
.
Ospig হলো One shala personally i get
.
Lacoste ললনাদের Cost বেশী ই
.
Armani আবদুর রব মধুর হানি
.
Guess গুরু ইয়ু শেষ
.
Zara এটা এমনি ই মনে থাকবে কারণ এটা একমাত্র শালীর নাম!
.
Polo হ্লা olo
.
Hogo boss হোগার বস্ ( এটা কোনদিন ভুলবেন না জানি সরি পর স্লেং)
.
Burberry স্লেং নিয়ে করবেন না বাড়াবাড়ি
.
Prada পড়ালেখা আর আড্ডা দিতে দিতে কিছু শিখে রাখা!
.
জেনে রাখা ভালো বাংলাদেশের অর্থনীতির প্রধান স্তম্ভ রেমিটেন্স
.
তারপরে অর্থনীতি অন্যতম প্রধান খাত গার্মন্টেস্! সুতরাং গ্লোবাল ব্রান্ড সম্বন্ধে আমাদের প্রত্যেকের জানা দরকার!
.
উপরোক্ত ব্রান্ডগুলো আমাদের কাছে এক একটি ব্রান্ড হলেও তাদের সবার কাছে 'বাংলাদেশ' একটি ব্রান্ড!
.
'মেইড ইন বাংলাদেশ' কি জিনিস এই সেক্টরে না আসলে বুঝতাম না!
.
উই আর এ ব্রান্ড! ৫৩০০ টাকা বেতনের বাবুই পাখিগুলো এভাবে সারা বিশ্বে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে!
.
দুঃখের বিষয় আমরা নিজেরা নিজেদের ব্রান্ডিং করতে পারছি! আমরা বলি ওয়াও শার্টটা এডিডাসের/ প্যান্টটা ডেনিম এক্সপার্টের/ জুতো জোড়া ডিকাথ্লোনের অথচ্ এর নিচে ছোট করে মেইড ইন বাংলাদেশ লেখা আছে তা বলি না!
.
ব্রান্ডগুলো এডিট করা যায় ভাই!
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৮
আবদুর রব শরীফ বলেছেন: আসলেই আমরা গর্বিত
২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৯
আখেনাটেন বলেছেন: ৫৩০০ টাকা বেতনের বাবুই পাখিগুলো এভাবে সারা বিশ্বে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে!
.
দুঃখের বিষয় আমরা নিজেরা নিজেদের ব্রান্ডিং করতে পারছি! আমরা বলি ওয়াও শার্টটা এডিডাসের/ প্যান্টটা ডেনিম এক্সপার্টের/ জুতো জোড়া ডিকাথ্লোনের অথচ্ এর নিচে ছোট করে মেইড ইন বাংলাদেশ লেখা আছে তা বলি না! -- ব্রান্ড তৈরি করার জন্য যে ধরণের ভিশনারি লোকের দরকার তা এখনও এদেশে নেই বললেই চলে। যারা আছে তারাও নানারকম প্রতিকূলতায় থৈ পাচ্ছে না। দেশে ব্যবসা সেচুরেশনে চলে গেলেই বিদেশে দৌড় দেওয়ার তাগিদ অনুভূত হবে। সেদিন বেশি দূরে নেই।
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৮
আকিব হাসান জাভেদ বলেছেন: zara- Zara amar room aasoo. hahaa. মজা পেলাম। আমিও প্রত্যক্ষ পোরক্ষ ভাবে কিছু ব্যান্ডের সাথে জড়তি। সত্যিই আমরা গর্বিত বিশ্বখ্যাত এ ব্যান্ড গুলোর পন্য আমাদের হাতে তৈরী হয় বলে ।