নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

পিংক কালারের কমোড

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৭

ইয়ুটিয়ুবে টেন মিনিট স্কুলের যে কনসেপ্টটা তা বাথরুমে নিতে পারলে ১০০% সফলতা আসবে!
.
টেন মিনিট বাথরুম পাঠশালা!
.
একবার বাথরুমের দেয়ালে লেখা দেখেছিলাম, 'আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টয়লেট এখানে শুধু বিসর্জন নয় অর্জনও হয়!'
.
এক শ্রেণির মানুষ থাকে যাদের আপনি কোনভাবে শিক্ষা দিতে পারবেন না! স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা টেন মিনিট স্কুল! যেখানে দেখিবে পড়া সেখানে আমি দেবো না ধরা এমন!
.
তাদের শিক্ষা দিতে পাঠশালাটি ব্যাপক ভূমিকা রাখবে!
.
তবে আমি সব সময় লেখালেখির মধ্যে ছিলাম কখনো ব্লগ কখনো সাময়িকি বই ব্লগ পেইজ পোট্রাল কিংবা বাথরুমের দেয়ালে
.
কিছুদিন আগে দেয়ালে কে জেনে রাতের অন্ধকারে ক্যালিওগ্রাফ করে যেতো তাতে লেখা 'সুবোধ তুই পালিয়ে যা, সময় এখন পক্ষে না'
.
তারপর সুবোধ পালিয়ে গেলো সেখানে নতুন পোষ্টার এলো 'নাবিলা জানো?'
.
নাবিলাও জানে না সুবোধ কোথায় হারিয়ে গেলো!
.
অনেকের ধারণা সুবোধ এখন বাথরুমে ক্যালোওগ্রাফি করছে!
.
অনেকে বলে দেশ থেকে নৈতিকতা চলে গেছে! ফিরিয়ে আনতে বাস ট্রাক সিএনজির পিছনে বিভিন্ন নৈতিক বাক্য লেখা থাকে!
.
প্রত্যেক বাথরুমের দেয়ালে সেসব নীতিবাক্যগুলো আর্ট করে লিখলে আশা করি জাতি আরো ভালো সুফল পাবে!
.
বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় বাথরুম কাব্য, 'হে জ্ঞানী, পট্টি করে ঢালিও পানি'
.
সেদিন দেখলাম লেখাটির নিচে কে যেনো ইটের লাল টুকরো দিয়ে লিখে দিয়েছি, 'কেনো আপনি আছেন না?'
.
তারও কিছুদিন পর সে আবার এসে উত্তর করলো, 'তাহলে বিয়ের পর আমার এই নম্বরে ফোন করিও আমি তখনও তোমার হয়ে খেলে দিয়ে আসুন নে'
.
যাকগে সে কথা
.
সেই রকম কঠিন প্রেমিক যে কিনা বাথরুমে S+R লিখে লাভ চিহ্ন দিয়ে ঢেকে রেখেছিলো!
.
তার থেকে কঠিন রসিক প্রেমিক,
.
সেদিন বাথরুম থেকে দৌড়ে এসে বললো দোস্ত! বাথরুমে গেলে কে যেন আমাকে ডাকে! অনেকগুলো কন্ঠ এক সাথে চিৎকার করে বলে, বাবা আমাদের বাঁচাও... বাঁচাও....!
.
অন্য কিছু ভাববেন না প্লিজ! সেকেন্ড স্টেজ অব হ্যালুসিনিয়েশন!
.
মূল কথায় আসি,
.
যে জাতির বাথরুম যতবেশী পরিষ্কার সে জাতি ততবেশী সভ্য
.
তারা প্রকৃত স্মার্ট যাদের সেন্টু গেঞ্জি এবং আন্ডার গার্মেন্টেস স্মার্টতর!
.
১৯ শে নভেম্বর ছিলো বিশ্ব টয়লেট দিবস! ১৯ বছরের প্রিয়াঙ্কা যার বিয়ে হয় সম্ভ্রান্ত পরিবারে! ওখানে সব ছিলো কিন্তু টয়লেট ছিলো না! একদিন শাশুড়ি তাকে বলেছিলেন, ‘আমাদের বাড়িতে টয়লেট নেই তো কী হয়েছে? মাঠে চলে যাও!’
.
তারপর মেয়েটি রাগ করে বাবার বাড়ি চলে যায়! সেখান থেকে সূচনা হয়েছিলো অক্ষয়ের ফ্লিম 'টয়লেটঃ এক প্রেম কথা'র কাহিনী
.
হ্যালো পিংকি, তাই চিন্তা করছি তোমার আগামী জন্মদিনে তোমাকে একটি কমোড উপহার দিবো! 'পিংক' কালারের কমোড!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৯

চানাচুর বলেছেন: আপনি ভাল জিনিস নিয়ে রচনা লিখেছেন :P

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪২

আবদুর রব শরীফ বলেছেন: প্রয়োজনীয় বিষয় নিয়ে লিখতে পেরে ভালো লাগছে

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

রাসেল উদ্দীন বলেছেন: টয়লেটের চেহারা-ই বংশ পরিচয়! :`>

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪২

আবদুর রব শরীফ বলেছেন: সত্যি সেটাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.