নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

খাওয়া হাওয়া থেকে শুরু করে কিছু কিছু নারীর ভালবাসায়ও বিষ পাওয়া গেছে

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০১

হাত বাড়ালে পাওয়া যায় এমন জিরা, আদা, রসুন খাবেন নিয়মিত! এগুলো প্রাকৃতিক ইয়াবা! আক্কেল আলী যা বুঝার বুঝছে বেক্কল আলী কিচ্ছু না বুঝেও হাসছে!
.
প্রকৃতিতে সব সমস্যার সমাধান! দুর্লভ জিনসেং নামক আশ্চর্য লতা স্কয়ারসহ অন্যান্য ঔষুধ কোম্পানীগুলো আমদানী করে হারানো শক্তি ফিরিয়ে আনছে!
.
গত তিন বছর ধরে আমি গ্যাস্ট্রিকের জন্য সকাল বিকাল সেকলো আর অমিডন খাচ্ছিলাম কিন্তু চট্টগ্রাম সিইপিজেড মোড়ে দেখলাম অ্যালোবেরা(ঘৃতকুমারী) বিক্রী করছে! প্রতিদিন এক গ্লাস অ্যালোবেরার শরবতের কারণে ছয় মাস আমি গ্যাস্ট্রিক থেকে মুক্ত!
.
দুর্বাল বলে মানুষ আবার হার্বালে ফিরে এসেছে!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শোভাকলোণীর আমার এক প্রতিবেশী দীর্ঘ দিন রোগে ভুগে এই ডাক্তার ঐ ডাক্তার হয় কোন সমাধান না পেয়ে একদিন এক বড় ডাক্তারের সন্ধান পেলো! কোন রকমে ডাক্তারের শিডিউল পাচ্ছে না!
.
অবশেষে আমি পাইলাম! আমি ইহাকে পাইলাম মর্মে ডাক্তারের সাথে দেখা করার সময় বাজারের থলে নিয়ে গিয়েছিলো! না জানি আজ কি না কি কি ঔষুধ দেয় কে জানে!
.
বেচারা ডাক্তার দেখানোর আগের রাতে স্বপ্ন দেখেছে সে এখন ভাতের বদলে মুড়ির মতো ঔষুধ খাচ্ছে! জীবন! আহারে জীবন!
.
কিন্তু একি কান্ড এলোপাতি ডাক্তার তাকে শুধু একটি প্রেসক্রিপশন দিলেন! তা কোন ঔষুধ নয়! তিন বেলা কাঁচা ছোলা!
.
পরে অবশ্যই তিনি বাজারের থলে করে ছোলা কিনে এনেছিলেন!
.
১৩০ বছর আগে আবিষ্কারক টমাস আলভা এডিসন বলেছিলেন 'ভবিষ্যতের চিকিৎসক রোগীকে ওষুধ না দিয়ে তাকে শেখাবেন শরীরের যত্ন নেয়া, সঠিক খাদ্য নির্বাচন, রোগের কারণ নির্ণয় ও তা প্রতিরোধের উপায়’
.
এখানে আবার ঝামেলা আছে লেখাটি পড়ে শেষ করার আগেই অনেকে গাধার মতো কলিকাতা হার্বালের দিকে দৌড় দিয়েছে!
.
গিয়ে জিজ্ঞেস করবে আপনাদের ফার্মেসিতে জিরা আদা রসুনের কোন হার্বাল মিক্সার সিরাপ আছে?
.
ভরসা রাখুন চেনা জানা ভেষজ উদ্ভিদে
.
গাধার একটি স্বভাব থাকে সে পরিষ্কার জল ঘোলা করে খায়! ফলস্বরূপ নাকি তার পেট রোগাকৃতির এবং বড়!
.
একবার সুজন ভাই ক্যাম্পাসে ঈদের সময় মে বি একজন বাউল নিয়ে এসেছিলো! রাতের ঝলসায় কি গলা! কি সুর তার টান! রহস্য! আনসাং স্টার!
.
সকালে উঠে দেখি সে লতা খুঁজে খাচ্ছে!
.
আপনিও আশে পাশ থেকে খুজে বের করুন কোন উদ্ভিদে কি কাজ করে
.
ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ডা. অঞ্জলির ভাষ্য মতে কিছুদিন আগে চীনা জাপানি জার্মান ইউনানী মেডিসিনের কারিশমতি দেখাতে গিয়ে আবুল ফাতাহ নামের পঞ্চাশ বছরের এক পুরুষ সাদিয়া নামক আটচল্লিশ বছরের স্ত্রীকে মেরে ফেলে বীর পুরুষ খেতাব অর্জন করেছিলো!
.
সাধু সাবধান! দুই টাকা লাভের জন্য এই যুগে মধু বলে বলে বিষ খাওয়ায় দেওয়ার মানুষের অভাব নেই!
.
এখানে খাওয়া হাওয়া থেকে শুরু করে কিছু কিছু নারীর ভালবাসায়ও বিষ পাওয়া গেছে বলে গোপন সূত্র নিশ্চিত করেছে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.