নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
একদিন এক লোক আমাকে ট্যালেন্ট বলছিলো আমি সেই সময় মনে মনে ট্যালেন্ট বানান করছিলাম! Talant না Talent কোনটা হবে ভেবে দিশেহারা!
.
শেষমেষ তাকে জিজ্ঞেস করলাম, ভাই ট্যালেন্ট বানান কি?
.
সে আমি টেলেন্ট বানান পারিনা দেখে আমাকে পৃথিবীর সেরা গাধা ভেবে ভ্রু কুঁচকে চলে গেলো!
.
তার কিছুদিন পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালের আগস্ট মাসে heal লিখতে গিয়ে heel লিখে টুইট করায় শব্দের অর্থ ক্ষমা করা থেকে পাল্টে লাথি মারায় রূপ নিয়েছিলো!
.
আমি মাল্টিলিং কী-বোর্ড ব্যবহার করি বাংলা লেখার জন্য সেখানে খেয়াল করলে দেখবেন গ এর পাশে দ আছে তাড়াহুড়া করে গুড নাইট লিখতে গিয়ে ড এর বদলে দ য়ে টিপ পড়ার কারণে কত মেয়ে যে আমাকে কালো ঘরে পাঠিয়েছে তার ইয়ত্তা নেই!
.
ইনবক্স এডিট করা যায় না কেনো!!! এই মর্মে কোন দিন যে ম্যাসেঞ্জারের বিরুদ্ধে মানহানী মামলা দায়ের করি কে জানে!
.
ফেসবুকে এক সময় আমরা সবাই বাংলিশ লিখতাম
.
তখন,
.
সর্বপ্রথম মুরাদ টাকলা পেইজ থেকে বাংলিশ বানান ভুল নিয়ে ট্রল করা শুরু হয়েছিলো
.
যেমন,
.
Dost khalar ki obosta? 'খালা তো একটু অসুস্থ'
.
Khala dakbo? 'খালা কেনো ডাকবেন'
.
Bondu bhola gecis? 'না দোস্ত ভোলা যায়নি'
.
'Kaman ace? 'কামান কেনো থাকবে'
.
Tomake vabtei amr cock(চোখে) e pani chole asce :'(
.
Jan ami toma(তমা) ke valbashi
.
Bal aci ( ভাল আছি)
.
শিক্ষামন্ত্রী যেখানে বাংলা বানানের 'শুভ উদ্বোধোন' করেছেন সেখানে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান তার ফেসবুকে একটি ২৬৬ শব্দের স্ট্যাটাসে ৩২টি বানান ভুল করতেই পারেন!
.
দেশে ইংলিশ মিডিয়াম একটি প্রজন্মতো বাংলাও ভালো ভাবে বলতে পারে না!
.
তবুও তাদের কাছে একুশে ফেব্রুয়ারী আসে 'আমার ভাইয়ের রক্টে রাঙ্গানো এক্কুশে ফেব্রুয়ারী আম্মী কি ভুলটে পারি'
.
আসলে কি জানেন তাদের আম্মী তাদের শিখাতে ভুলে গেছে!
.
বানান সবারি ভুল হয়! কারো কম কারো বেশী তবে ভুলেরও একটি লিমিট থাকা দরকার!
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৫
সচেতনহ্যাপী বলেছেন: এখানে আমাার ব্যাক্তিগত মত হলো, ব্লগে আমি পরীক্ষা দিতে আসি নি।। যা লিখতে চাইছি, তা মোটামুটি প্রকাশ করতে পেরেছি কি!!?? যদি পেরেই থাকি দু/একটা বানান ভুলে বাংলাভাষা অশুদ্ধ হয়ে যাবে না।।
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৯
আবু তালেব শেখ বলেছেন: এর বদলে দ য়ে টিপ পড়ার কারণে কত মেয়ে যে আমাকে কালো ঘরে পাঠিয়েছে তার ইয়ত্তা নেই!
এই ভুলটা কি শুধু মেয়েদের বেলায় প্রযোজ্য ছিল?