নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
অফিসের বসের নাম নাজমুল হুদা! অধস্তন হঠাৎ বলে উঠলো বস আপনার নামটা অনেক কাজের! বস বললো, কেমনে?
.
অধস্তন বললো, বেহুদার বিপরীত শব্দ হুদা! বেহুদা মানে যদি খামাক কিংবা অপ্রয়োজনীয় হয় তাহলে হুদা মানে বিশাল প্রয়োজনীয়!
.
বসের নাম নিয়ে কর্মীদের হুদাই চুলছেঁড়া বিশ্লেষণ দেখে বস খুশিতে গদগদ করতে লাগলো!
.
আমাদের অর্থনীতির বন্ধু মওদুদ আহমেদ ট্যাক্স ক্যাডার হয়েছেন সেদিন আরেকজনকে জিজ্ঞেস করলাম ভাই ওনাকে চিনছেন? সে বললো, আপনি কি মধু আহমেদের কথা বলছেন!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে পড়াকালীন দেখেছিলান বন্ধু ইকবাল মিয়া বসে বসে তার বাবাকে গালি দিচ্ছে এমন একটি নাম রাখার জন্য!
.
নামের বিড়ম্বনা! আহারে বিড়ম্বনা!
.
এটা যে কি জিনিস তা মাদারীপুর বাসী হাড়ে হাড়ে টের পেয়েছে!
.
আমাদের শোভাকলোণীতে একটা ফরাজী গোষ্ঠী আছে! জৈনক ফরাজী এক মেয়েকে প্রস্তাব দিলো তুমি কি আমার প্রস্তাবে রাজী? মেয়ে রেগে মেগে বলো, ফহহহ.....রাজী!!!
.
আছে না এমন কিছু পরিস্থিতি হাসমু না কানমু কইতে পারিনা!
.
সত্যি আমাদের সাথে একজন মধু চাকমা পড়তো! প্রিয় বন্ধু! সোহেলকে বলে চোহেল! শরীফকে বলতো চরিপ্! আর বান্ধবী সুমাইয়া একদিন নাম ধরে ডেকেছিলো সেদিন থেকে তার সুমাইয়াকে নাম ধরে ডাকা নিষেধ!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছোট ভাই ইউসুফ গেছে বাহিরে পড়াশোনা করার জন্য! তো সেখানে স্যাররা অনেক ফ্রেন্ডলি হয়! রাস্তায় দেখা হলে জিজ্ঞেস করে Hi you-Chup(চুপ) সে আর উত্তর দিতে পারে না! চুপ করে থাকে!
.
নাম নিয়ে কিছু লিখতে গেলে আমার জাফরউল্লাহ শরাফতের কথা মনে পড়ে তিনি একবার তৎকালীন জনপ্রিয় ক্রিকেট খেলোয়ারকে উদ্দেশ্য করে বলেছিলেন, 'এন'কালা - তিনি নামেও কালা, দেখতেও কালা!'
.
২০১৪ সালে ৬৭ বছর বয়সে রেলমন্ত্রীর মুজিবুল হকের ঐতিহাসিক বিয়ের সময় শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক প্রধানমন্ত্রীকে বলেছিলেন, রেলমন্ত্রী বিয়ে করেছেন ঐ দিকে আমার সংসার ভাঙ্গছে! সবাই গিন্নীকে ফোন করে বলছে, আপনার স্বামী আবার বিয়ে করছে তার খবর পত্রিকার পাতায়ও ছাপা হচ্ছে!
.
জন্মের পর ভাগ্যিস নিজের নাম নিজে রাখার কোন উপায় নাই যদি থাকতো তাহলে ম্যাক্সিমাম মেয়ে নাম এঞ্জেল, কিউটি, পরী টাইপ হতো আর ছেলেদের নাম...............!
.
মানুষ মানুষের জন্য, অন্যের দেওয়া নাম নিজে উজ্জ্বল করার নাম ই জীবন!
.
কথা হলো গিয়ে আপনি যদি আপনার নাম নিজে রাখতে পারতেন তাহলে কি নাম রাখতেন?
২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৭
এম আর তালুকদার বলেছেন: আমি কৌতুক পড়েও এতটা হাসি কিনা জানিনা, খুব হাসলাম, খুব ভাল লাগলো। তবে শেষ প্রশ্নের উত্তর খুব জটিল তাই এখানে এসে গম্ভীর হলাম।
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬
শামচুল হক বলেছেন: ২০১৪ সালে ৬৭ বছর বয়সে রেলমন্ত্রীর মুজিবুল হকের ঐতিহাসিক বিয়ের সময় শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক প্রধানমন্ত্রীকে বলেছিলেন, রেলমন্ত্রী বিয়ে করেছেন ঐ দিকে আমার সংসার ভাঙ্গছে! সবাই গিন্নীকে ফোন করে বলছে, আপনার স্বামী আবার বিয়ে করছে তার খবর পত্রিকার পাতায়ও ছাপা হচ্ছে!
পড়ে হাসি আটকাতে পারলাম না।