নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
তোমার কাছে আমি একটি জীবন্ত তেলাপোকা কাছে এলে ভয় পেয়ে দূরে সরে যাও কিংবা মাহফুজুর রহমানের বেসুরা গান!
.
আর,
.
আমার কাছে তুমি ক্রিকেট খেলার ক্যামেরাম্যানের লুকের মতো হাজার লোকের ভীড়ে সুন্দরী খোঁজ দি সার্চের মতো তোমাকে খুঁজে নেওয়া!
.
আমার কাছে তুমি তোমার মেকাপ নেওয়ার মতো বড্ড প্রয়োজনীয়!
.
আমার কাছে তোমাকে ভাবা সুযোগ পেলে তোমার রোজ বিউটি পার্লারে যাওয়ার মতো তেমন একটি অভ্যেস!
.
আমার কাছে তুমি হয়ে গেছো বায়জিদ হোটেল জামানে কাচ্ছি বিরানী খাওয়ার পর ওয়েটারের এগিয়ে দেওয়া সেই বিল যার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে হয়!
.
আমার আছে তুমি রোজ অক্সিজেন মোড়ে দাঁড়িয়ে তীর্থের কাকের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাস খোঁজা!
.
আমার কাছে তুমি ষোল শহর দুই নম্বর গেইটে মোট্রো প্রভাতীর টিকেট কেটে বহুক্ষণ প্রতীক্ষার পর আগের স্টেশন থেকে হাউজ ফুল হয়ে আসা একটি ব্যর্থ ওয়েটিংয়ের গল্প!
.
আমার কাছে তুমি বোহেমিয়ান কোন এক বিকেলের ফেরারী দক্ষিণ হাওয়া গায়ে দোল দিয়ে হারিয়ে যাওয়া!
.
আমার কাছে তুমি চঃবিঃ নগদ ষ্টোর থেকে পেঁয়াজের চেয়ে বেশী দাম দিয়ে কেনা একটি আবেগ!
.
আমার কাছে তুমি মাহফুজুর রহমানের কন্ঠে আঁকড়ে থাকা গান কখনো ছাড়ার নয়!
.
আমার কাছে তুমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ক্রিকেট মাঠের অনুপ্রেরণায় বুকে এক্সট্রা বল্ পাওয়া!
.
আমার কাছে তুমি চৌধুরীহাট গরুর হাটে পিংক কালারের গরু খুঁজতে থাকা যার খোঁজ মিলে না!
.
আমার কাছে তোমার হাসি দূর থেকে মেস্ ম্যানেজার কিংবা পাড়ার ক্রিকেট খেলার অধিনায়ক হওয়ার মতো অভিজ্ঞতা!
.
আমার কাছে তুমি মাথার চুলের মতো অপেক্ষা না করা একটা বিষয় একদিন উবে যাওয়া!
.
আমার কাছে তুমি জৈনক মামার ঈদের সেলামী যাকে সেলাম করলেও কোন কাজ হয়না!
.
আমার কাছে তুমি এক প্রকার কাল্পনিক ভালবাসা যা বাস্তব জীবনের সাথে মিলে গেলে লেখক দায়ী হয় না!
.
আমার কাছে তুমি আগামী ঈদের পরেই বিরোধিদলের আন্দোলন!
.
আমার কাছে তুমি মানে সাত রাজার ধন গল্পে থাকলেও অনুভূতিটা অন্যরকম!
.
তারচেয়ে আশ্চর্যের বিষয়,
আমার কাছে তুমিটা আসলে কে! কোন সে পরী! কে সে রমণী! সখিনা, জরিনা, ক্যাটরিনা, কারিনা, সেলিনা, মর্জিনা, আর্জিনা, সার্জিনা, তানজিনা, রীনা, টিনা, মিনা না অন্য কেউ সেটা ভেবে পাচ্ছিনা! ওহ্ মোর খোদা!
©somewhere in net ltd.