নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
মেয়েটি বললো শরীফ ভাইয়া ছেলেটির বউ আছে আমি অনেক দিন ধরে তার সাথে চ্যাট করছি কিন্তু ছেলেটি আমাকে চিনে না আমি তাকে চিনি এখন সে দেখা কারার জন্য চাপ দিচ্ছে আমি এখন কি করবো! ছেলেটা কত খারাপ দেখছেন?
.
আমি মনে মনে বললাম, তুমি তো তারচেয়েও এক ডিগ্রী বেশী খারাপ! তুমি এসব জেনেও কেনো ছেলেটির সাথে চ্যাট করে যাচ্ছো!!!
.
আরেক দিন একটি মেয়ে কিছু স্ক্রীণ শট্ পাঠালো তাতে দেখলাম পুরো এক মাস ধরে ছেলেটি তাকে ইনবক্স করে লাভ ইয়ু টাভ ইয়ু টাইপ ইনবক্স দিয়ে যাচ্ছে! সে এগুলো সিন্ করে উত্তর দিচ্ছে না তা উপলব্ধি করে ছেলেটি ফোর জি গতিতে ইনবক্স দিচ্ছে! আবার মাঝে মাঝে মেয়েটি বলছে, আমি আপনাকে ভাইয়ার মতো জানি! মেয়েটি আমাকে এরপর জিজ্ঞেস করছে সে এখন এই ডিস্টার্ব থেকে মুক্ত হতে কি করবে?
.
আমি মেয়েটিকে বললাম, তুমি প্রথম দিন ই তো ছেলেটিকে ব্লক করতে পারতে! করোনি কেনো!
.
আর উত্তর আসেনি!
.
এখন কেউ এমন সমাধান চাইলে আমি স্ট্রেট কাট্ বলে দিই, এই সব ফালতু সমস্যার সমাধান আমার কাছে নাই!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে পড়াকালীন এক বখাটে টাইপের ছেলে একটি মেয়েকে ইভ টিজিং করেছিলো তারপর দেখলাম মেয়েটি পরের দিন সবচেয়ে সুন্দর ড্রেস পরিধান করে ছেলেটির সামনে ঘুরঘুর করছে!
.
ব্যাপারটি এমন ছিলো, আরো বেশী ক্রাশ খাবে মাইরি তবুও মন পাবে না!
.
সম্প্রতি লিটনের ফ্লাট নামক নানা আলোচিত ঘটনাগুলো দেখলাম সেখানে অনেক মেয়েগুলোকে দেখলাম দেদারচ্ছে ইনজয় করছে কিন্তু সেটি যখন গোপনে ভিডিও হয়ে ভাইরাল হয়ে যায় তখন মেয়েটি হয়ে যায় ধৌত করা তুলসি পাতা!
.
মেয়েদের এই মূলা ঝুলিয়ে রাখা স্বভাবের জন্য সমাজে পরকীয়া থেকে শুরু করে অসংখ্য অসঙ্গতি খুন অশান্তি সৃষ্টি হচ্ছে দিন থেকে দিন!
.
আমি এই লেখাটি লেখার আগে ধরে নিয়েছি ঐ ছেলেগুলো কালপ্রিট.....!
.
কিছুদিন আগের ঘটনা মধ্যরাতে বার্থ ডে পার্টিতে গিয়ে জৈনক ললনারা দেখলো সেখানে তাদের ছাড়া আর কাউকে ইনভাইট করা হয়নি যার ফলস্বরূপ ধর্ষণের স্বীকার হয়েছিলো তারা!
.
এখন যদি মেয়েদের প্রশ্ন করি তারা বলবে বিশ্বাস করে গিয়েছিলাম!
.
এখন প্রশ্ন হলো আপনি অনেক বেশী বিশ্বাস করে জেনেশুনে বিষ খেলে কি বেঁচে থাকবেন?
.
বিখ্যাত ফরাসি সাহিত্যিক বালযাক বলেছিলেন, 'ছলনা এবং অভিনয়ে ছেলেরা মেয়েদের সাথে কখনোই পারে না'
.
পিথাগোরাস বলেছিলেন, 'মেয়েদের চোঁখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের অপরটি ছলনার!'
.
তারপরও তাদের সব কাজ ক্ষমা হয়ে যায়!
.
কখনো দোষগুলো চোখের জলে ভেসে যায়! কখনো রূপের গুণে! কখনো অসহায় দৃষ্টিভঙ্গীতে কিংবা তোমার জন্য রান্না করেছি এমন সব আকুতি মিনতিতে!
.
হুমায়ুন আহমেদ ঠিক বলেছিলেন, 'রূপবতীদের সব অভদ্রতা ক্ষমা করা যায়। এরা অভদ্র হবে এটাই স্বাভাবিক। এরা ভদ্র হলে অস্বস্তি লাগে।'
.
দিন শেষে তুমি পুরুষ শুধু মাইনকার চিপায় পড়বে! সাধু সাবধান!
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৬
আবদুর রব শরীফ বলেছেন: পুরুষ! আহারে পুরুষ!
২| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০
চোরাবালি- বলেছেন: আমি সর্বদায় এদের নিয়ে বিতর্কিত।
এরকম ঘটনা অহরহ। গত বছর দুয়েক আগে এরকম একটি মেয়েকে নিয়ে বেশ বিবরত অবস্থায় পড়তে দেখেছি। মিয়েটির অভিযোগ বাড়িওয়ালার ভাগিনা তাকে বিরক্ত করে কুপ্রস্তাব দেয়। কিন্তু মেয়েটি বাসা ছেড়ে যায় না। দুপুরে গোসল করে ওড়না একদিকে দিয়ে টাইট জামা পড়ে সেই ছেলের দোকানের সামনে দিয়ে বিভিন্ন অজুহাতে ঘোড়া ফিরে করে বিভিন্ন অঙ্গ ভঙ্গিমায় চলাচাল করতে আমি নিজ চোখে দেখেছি। বাধ্য হয়ে বাড়িওয়ালা মেয়েকে নোটিশ দিয়ে বের করে দেয়। (উল্লেখিত যে মেয়েটি চাকুরী জীবি ব্যাচেলর, প্রতি শুক্রবারে মেয়েটির এই কান্ডকারখানা গুলি চোখে পড়ত)
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৭
আবদুর রব শরীফ বলেছেন: মেয়েরা নাকি না বলতে পারে না
৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সব্যসাচী কবি সামসুল হক বলেন,
আমার কি সাধ্য আছে ভুলে থাকি রক্তের ক্ষুধাও
এভাবে রাতের ঘরে তুমি এসে দাড়াও যখন।
শরীরে বস্ত্র ছেড়ে, চুলে ঝড়, যখন উধাও
লজ্জার সকল শীল , হয়ে পড়ি বিপন্ন তখন।
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৮
আবদুর রব শরীফ বলেছেন: সব্যসাচী কবি সামসুল হক বলেন,
আমার কি সাধ্য আছে ভুলে থাকি রক্তের ক্ষুধাও
এভাবে রাতের ঘরে তুমি এসে দাড়াও যখন।
শরীরে বস্ত্র ছেড়ে, চুলে ঝড়, যখন উধাও
লজ্জার সকল শীল , হয়ে পড়ি বিপন্ন তখন।
একমত
৪| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১০
নতুন বলেছেন: পরকিয়াতে দোষ অবশ্যই মেয়ের বেশি আমি মনে করি।
মেয়ের অবশ্যই খোজ নেওয়া উচিত যে ছেলেটি বিবাহিত কিনা।
আর বিয়ের প্রলোভনে ধষ`ন এই দাবী দেয়ারা করতে পারেনা। করা উচিত না। দুই জনের সম্মতিতে শারীরিক সম্পকের পরে বিয়ে না করলে ধষ`নের মামলা করে কি মুখে?
আমাদের আইনেও এই বিষয়ে পুরুষের হয়রানি যাতে না হয় সেই ব্যবস্তা করা উচিত।
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৮
আবদুর রব শরীফ বলেছেন: মেয়েরা কেমন যেন কিছু ছাড়তে রাজি নয়! বখাটে কিংবা ভদ্র ছেলে!
৫| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫
প্রামানিক বলেছেন: বাস্তব কথাগুলাই তুলে ধরেছেন। ধন্যবাদ
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৯
আবদুর রব শরীফ বলেছেন: কঠিন থেকে কঠিনতর
৬| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭
কাউয়ার জাত বলেছেন: আমার দৃষ্টিতে সামুর বর্তমান ব্লগারদের মধ্যে আপনিই সেরা।
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৯
আবদুর রব শরীফ বলেছেন: হাহাহা আরে না
৭| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২১
কানিজ রিনা বলেছেন: ছেলেদের পাশাপাশি মেয়েরাও অবনতির
শিখরে বিরাজ করছে। আজকাল বন্ধুদের
সাথে মেয়েরা ইয়াবা গাঁজা মদ খাচ্ছে।
ছোটকালে দেখতাম আমাদের বাড়ির অবিবাহিত
ছেলেরা সন্ধার পর বাড়ির বাইড়ে থাকলে
কঠিন শাস্তি দেওয়া হত এখন পরিবারগুলতে
সেসবের বালাই নাই।
দোশ কাকে দিবেন নেট দুনিয়া পাশ্চাত্ব
স্বাধীনতা ঝড় হাওয়ার গতিতে বয়ে যাচ্ছে।
কি ছেলে কি মেয়ে। পরিবারের বাবা মেয়ের
হাতে দামী ফোন দিয়ে নিজের মনের শান্তি
বহন করে। বিশেষ করে গ্রামের মেয়ে।
এরকম একটা বাবা তার মেয়েকে দামী
ফোন দিয়ে আহলাদে গদগদ। সেই মেয়ে
ফেচবুকে মিথ্যাচারী একটা ছেলের প্রেমে
হাবুডুবু তারপর ছেলের হাতধরে পালায়।
এসে দেখে ছেলে যা গল্প করেছে তার
কিছুই সত্য না। কোথায় বিল্ডিং বাড়ি বড়
চাকুরী সবই মিথ্যা ছোনের ঘরের অশিক্ষিত
ছেলে। গ্রামের সহজ সরল মেয়ে আমাদরই
গ্রামের ঘটনা। এমন দৃষ্টান্ত হাজার হাজার।
ধন্যবাদ তবুও আপনি সত্য বলেছেন।
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫০
আবদুর রব শরীফ বলেছেন: একদম ঠিক
৮| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০
বুরহানউদ্দীন শামস বলেছেন: চরম সত্য কথা ।
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫০
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা
৯| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৭
কলাবাগান১ বলেছেন: আপনার পোস্ট খেলারাম খেলে যা দের অযুহাত..ব্লগের কঠ্রর ডানপন্হী মোল্লারা এতে খুশী হয়ে প্লাস দিবে বলাই বাহুল্য কিন্তু ব্লগার নতুন ও প্লাস দিয়েছেন এতে বিস্মিত!!!!
আপনার ধোয়া তুলসীপাতা..... আপনার চরিত্র ঠিক তো সামনে যেই অংগিভংগি করুক সেখানে কোন অঘঠন ঘটবে না....এই ব্যাপারে মেয়েদের উপর দোষ চাপানো খুবই কমন চরিত্রহীনদের পক্ষে......যদিও আপনি চরিত্রহীনদের পক্ষ নিয়েছেন, আপনাকে চরিত্রহীন বলছি না
১০| ৩০ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:৪২
এলিয়ানা সিম্পসন বলেছেন: কলাবাগান১ বলেছেন: আপনার পোস্ট খেলারাম খেলে যা দের অযুহাত..ব্লগের কঠ্রর ডানপন্হী মোল্লারা এতে খুশী হয়ে প্লাস দিবে বলাই বাহুল্য কিন্তু ব্লগার নতুন ও প্লাস দিয়েছেন এতে বিস্মিত!!!!
আপনার ধোয়া তুলসীপাতা..... আপনার চরিত্র ঠিক তো সামনে যেই অংগিভংগি করুক সেখানে কোন অঘঠন ঘটবে না....এই ব্যাপারে মেয়েদের উপর দোষ চাপানো খুবই কমন চরিত্রহীনদের পক্ষে......যদিও আপনি চরিত্রহীনদের পক্ষ নিয়েছেন, আপনাকে চরিত্রহীন বলছি না
১১| ৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
পাজী-পোলা বলেছেন: এই মেয়েরা বলে পুরুষ সকল নষ্ট অথচ তারা সমঅধিকার চাচ্ছে তবে তারা নষ্টামির সমঅধিকার চাচ্ছে!
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩
আহমেদ জী এস বলেছেন: আবদুর রব শরীফ ,
বাস্তব .... একেবারেই বাস্তব !