নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
সাদিফ সৈকত ভাইয়ের ফোর টুয়েন্টি পেইজে একটি ট্রল দেখেছিলাম একটা বয়স থাকে এমন যখন মেয়ে এবং মেয়ের মা দুইজন কে ই ভালো লাগে!
.
চিন্তায় পড়ে গেলাম!
.
সময় যখন ২০০০ সাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে ক্লাশ ফাইভে পড়তাম স্মৃতি হাতড়িয়ে দেখলাম তখন মেয়েদের কেবলি মানুষ মনে হতো এর বেশী কিছু না!
.
সময় ২০০৫ সাল মেয়েদের দেখলে মনে হতো এলিয়েন! অদ্ভূত গ্রহের কোন জীব! সামনে দাঁড়ালে হাটু কাঁপতো! হাটার গতি এলোমেলো স্লথ হয়ে যেতো!
.
সময় পেরিয়ে ২০১০ সাল! মেয়েদের মেয়ে ই মনে হতো! বান্ধবী হিসেবেও মন্দ না! কেউ কেউ প্রেমিকা হলে লাইফটা অতো মন্দ হবে না!
.
সময় ২০১৫ সাল বিয়ের বয়স গত হয়েছে! মেয়ে মানে পৃথিবীর সেরা সৃষ্টি! ক্রাশ! মায়াবী!
.
তারপর অতপর ২০১৭ সেই মাহেন্দ্রক্ষণ শুধু মেয়ে না মেয়ের মা ও তো দেখতে খারাপ না!
.
এখন কেবলি মন খারাপ হয়! সেই মেয়েটি যে আমার প্রতি প্রথম ক্রাশ খেয়ে অবহেলিত হয়েছিলো আমি আজ তাকে দেখে শতবার ক্রাশ খেয়ে উফুত হয়ে পড়ি!
.
বারবার লালনের গানের সেই লাইন মনে নাড়া দিতে থাকে, 'সময় গেলে সাধন হবে না'
.
আজ থেকে দশ বছর আগে কোন এক মেয়ে জিজ্ঞেস করেছিলো পৃথিবীর সবচেয়ে সুন্দর সৃষ্টি কি? তাকে বলেছিলাম গোলাপ, ক্যামেলিয়া, কদম ফুল আরো আছে রংধনু টংধনু ইত্যাদি ইত্যাদি!
.
দশ বছর পর হঠাৎ করে সে ফেসবুকে একদিন জিজ্ঞেস করলো, পৃথিবীর সেরা সৃষ্টিগুলো কি কি? বললাম, ক্যাটরিনা, ঐশ্বরিয়া, মীম, টিম, ডিম আর....! তার নামটি বললাম না যদি পার্ট বেড়ে যায়!
.
ভগ্যিস জীবনানন্দ ১২ বছর বয়সে বনলতা সেনকে দেখেনি যদি দেখতো তাহলে নাটোরের বনলতা সেন নামক কালজয়ী কবিতা সৃষ্টি হতো না! নিশ্চিত ২১ বছর বয়সে দেখেছিলো!
.
আরো ভাগ্য ভালো যে সে বনলতা সেনকে ২৫ থেকে ২৭ বছর বয়সে দেখেনি তাহলে হয়তো লিখতো, 'এখনো তার মায়ের চুলও কবেকার অন্ধকার বিদিশার নিশা তবুও মেয়ের চুল আরো কেশ কালো! আমার চোখে দুদন্ড শান্তি দিয়েছিলো মা এবং তার একমাত্র মেয়ে নাটোরের বনলতা সেন!'
.
যাকগে সে কথা,
.
এমন সুন্দর মেয়েদের মুখে যখন কেউ এসিড ছুড়ে মারে তখন মুখ লুকানো ছাড়া উপায় থাকে না!
.
ভারতের মেয়ে মনিষা পৈলান ২০১৫ সালের নভেম্বর মাসে এসিড সন্ত্রাসের শিকার হয়েছিলেন! গল্পটি এখানে শেষ হতে পরতো!
.
এসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ) এর মতে ২০১৫ সালের ১০ই আগষ্টের আগের ষোল বছরে শুধু বাংলাদেশে এসিড সন্ত্রাসের শিকার হয়েছিলেন ৩ হাজার ৬শ’ ২৫ জন!
.
কিছু মুখ লুকানোর গল্পের শুরু,
.
সে সব মেয়েদের গল্পগুলো এভাবে শেষ হয়ে গেছে! তাই বলছি, মনিষার গল্পটি এখানে শেষ হতে পারতো!
.
কিন্তু না,
.
এসিড আক্রান্ত মেয়েটি সাহসিকতার সাথে একটি প্লে কার্ডে ' আমি মুখ ঢাকবো না' লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে!
.
ছবিতে দেখা যায় প্লেকার্ড হাতে নিয়ে এসিড আক্রান্ত একটি মুখ নিয়ে দন্ডয়মান মনিষা কৈরালা!
.
তারপর ইতিহাস! ছবিটি শত শত পত্রিকা পোট্রাল ব্লগ থেকে শুরু করে নির্যাতনের শিকার মেয়েদের প্রতিবাদের ভাষা হয়ে যায়!
.
এভাবে শুরু করতে হয়! মুখ লুকিয়ে থাকবে তো অপরাধীরা.... তাই না?
.
'আমি তো অপরাধ করিনি'
১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩
আবদুর রব শরীফ বলেছেন: এটা একদম ঠিক বলেছেন!
২| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: মেয়ের সাথে মেয়ের মায়ের তুলনা এভাবে করা ঠিক নয়।
এ্যাসিড আকান্ত মনিষার কথা জেনে ভাল লাগলো । এভাবে একজন অনুপ্রেরণা দানকারী সমাজে সৃষ্টি হয়।
১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪
আবদুর রব শরীফ বলেছেন: সুন্দর বলেছেন! খুব ক্ষুদ্র প্রচেষ্টা বৃহৎ আন্দোলন!
৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪
নূর-ই-হাফসা বলেছেন: লেখার কথা গুলো খুব ভালো লাগল । মেয়েদের মানুষ ভাবলে আজ হয়তো কোনো মেয়েকে বখাটেদের প্রেমের প্রস্তাব প্রত্যাখানে কোপের আঘাতে জর্জরিত হতে হতো না ।কিংবা সন্ধ্যায় বাসে চড়া মাত্রই হার্টবিট বেড়ে যেতো না । ছেলেরা মানসিক ভাবে সুস্থ যদি সবাই হতো তাহলে ছেলেরাই হতো সবচেয়ে কাছের বন্ধু ।
১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫
আবদুর রব শরীফ বলেছেন: সমাজে অহরহ ঘটছে এসব! প্রতিনিয়ত!
৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬
কামরুননাহার কলি বলেছেন: সবাই শুধু একটা কথা বলে যাচ্ছে মেয়েদের মানুষ ভাবি না , মেয়েদের মানুষ ভাবলে, মেয়েরা মানুষ। এটা কোন ধরনের কথা ছেলেরা মেয়েদের কি ভাবে তাহলে? একটা মেয়ে যদি মানুষ হয়ে থাকে একটা ছেলেও মানুষ আর একটা ছেলে যদি মানুষ হয়ে থাকে একটা মেয়েও মানুষ। এখানে মানুষ অমানুষের কথা আসে কেনো। আপনাদের প্রতিটি কথার মধ্যে আমি একটি পয়েন্ট ধরে কথা বলেছি সেটা হলো ‘মেয়েরা মানুষ’ হ্যা ছেলে-মেয়ে সবাই মানুষ মেয়েদের সেটা আলাদা করে বলা কি আছে।
গল্পটা ভালো লেগেছে।
আমার মনে হচ্ছে মেয়েদের এখানে সবাই অবেহেলিত ভাবেন তাই না । এটাই স্বাবাভিক কারণ আপনাদের আবার মেয়েদের প্রতি একটু হিংসে আছে তাই হয়তো । তবে আপনারা যেটাই ভাবেন না কেনো আপনাদের সবটাই মিথ্যে। অনেক লেখকরা লেখেন মেয়েদের কে একটু অবেহেলিত ভাবে।
আর ঐযে বললেন না ছেলেরা মেয়েদের এরকম অত্যাচার করে, আসেলে ওরা ছেলেও না মানুষও না ওরা অমানুষ, জানোয়ার, জন্তু এর থেকে ওদের আর কি বলা যায় বলেন।
আমি এখানে অন্য ভাবে প্রতিবাদ করলাম। মনে কিছু করবেন না। কারণটা ছিলো এখানে গল্পে এবং কমেন্টসএ পয়েন্টে পয়েন্ট লিখা ছিলো মেয়েদের মানুষ ভাবেন, যদি ভাবতে, মেয়েরা মানুষ এই করণে।
১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
আবদুর রব শরীফ বলেছেন: আমার কখনো মেয়েদের অবহেলিত মনে হয়নি তবে মাঝে মাঝে মনে হয়েছে সেরা সৃষ্টি
৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭
চাঁদগাজী বলেছেন:
এসিড নিক্ষেপকারীদের সামান্য শাস্তি মৃত্যুদন্ড হওয়া দরকার।
১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
আবদুর রব শরীফ বলেছেন: একদম! যদিও এসিড সন্ত্রাস অনেক কমেছে!
৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০
আমার আব্বা বলেছেন: এসিড নিক্ষেপকারী এই মহিলার চেয়ে বেশি কুৎসিত
১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
আবদুর রব শরীফ বলেছেন: এই তুলনা করাটাও অবান্তর!
৭| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
নিরাপদ দেশ চাই বলেছেন: উন্নত দেশে মেয়েরা স্বল্প বসনা হয়ে ঘুরে। হার্টবিট মিস হলে হতে পারে,এইটুকুই।এর বেশি কিছু করার ইছে জাগলে খবর আছে!।কারন কঠিন আইন সব পুরুষকেই মানসিক সুস্থ রাখতে বাধ্য করে।
১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
আবদুর রব শরীফ বলেছেন: একসময় আমার ধারণা ছিলো ওরা সস্তা কিন্তু এখন মনে হয় আমরা সস্তা আবেগী!
৮| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
বানেসা পরী বলেছেন: আমাদের সমাজ ব্যবস্হাই বাধ্য করে একজন নিরপরাধ মেয়েকে মুখ লুকিয়ে রাখতে।
আমরা ফেইসবুক বা ব্লগে উনাদের নিয়ে গর্ব করলেও যখন সামনাসামনি হব তখন তাকে ক্ষত বিক্ষত করে কথা বলা ছাড়াও ফিসফিস করে এদের অতীত বা চরিত্র নিয়ে সন্দিহান থাকব।
আইনের কথা তো বাদই দিলাম।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫১
আবদুর রব শরীফ বলেছেন: আমাদের সমাজ ব্যবস্হাই বাধ্য করে একজন নিরপরাধ মেয়েকে মুখ লুকিয়ে রাখতে। সহমত
৯| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০৩
জুন বলেছেন: ঐযে বললেন না ছেলেরা মেয়েদের এরকম অত্যাচার করে, আসেলে ওরা ছেলেও না মানুষও না ওরা অমানুষ, জানোয়ার, জন্তু এর থেকে ওদের আর কি বলা যায় বলেন। কামরুন্নাহার বিথীর মন্তব্যে একমত ।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫২
আবদুর রব শরীফ বলেছেন: একদম ঠিক!
১০| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৯
আহমেদ জী এস বলেছেন: আবদুর রব শরীফ ,
সাহসী মেয়ে । সমস্ত পৃথিবীর মুখই সে যেন এসিড মেরে ঝলসে দিয়ে গেছে ....................
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫২
আবদুর রব শরীফ বলেছেন: প্রতিবাদ চরম মৌন প্রতিবাদ
১১| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এসিড নিক্ষেপকারীরা ভীরু কাপুরুষ। মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির বিধান করে দ্রুততর সময়ের মধ্যে ওদের বিচার না করলে নারীরা এভাবে নির্যাতিত হতেই থাকবে।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৩
আবদুর রব শরীফ বলেছেন: তবে এসিড সন্ত্রাস কমে এসেছে অনেক এখন দরকার নির্মুল করা
১২| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩০
প্রামানিক বলেছেন: এসিড নিক্ষেপকারীদের দ্রুত শাস্তি হওয়া দরকার।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৪
আবদুর রব শরীফ বলেছেন: দ্রুত বিচার ট্রাইবুনাল নামক কিছু করা সময়ের দাবী
©somewhere in net ltd.
১| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮
মোস্তফা সোহেল বলেছেন: মেয়েদেরকে যদি আমরা এই পুরুষেরা সব সময় মানুষ মনে করতে পারতাম তবে হয়তো আমরা সত্যি মানুষ হতে পারতাম।