নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আনব্লক

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩

ব্লক লিস্টে থাকা কলিজার টুকরোগুলোকে অনেকদিন পর আনব্লক করে দেওয়া দরকার!
.
ব্লক লিস্টের অন্ধকার ঘরে আলো বাতাস পরিবেশ কিংবা না খেতে পেরে মানুষটি হয়তো অনেকটা আধমরা হয়ে গেছে!
.
হতে পারে তোমাকে জ্বালাতন করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে! কোন একদিন দূর থেকে তোমার আইডি সার্চ করে যদি তোমাকে খুঁজে তা নিজ গুণে ক্ষমা করে দেওয়া দরকার! ভালবাসলে অন্তত এতটুকু অধিকার কেড়ে নিতে নেই!
.
যাকগে সে কথা,
.
ব্লক করে দিয়েছে আমারও সোয়ামি এক্কান তাবিজ বানায়া দে.... বন্ধুপ্রতীম শোভাকলোণীর হুজুরের কাছে ছিলো এটা আমার সময়ের দাবী!
.
সংসারে কলহ, স্বামী স্ত্রীর অমিল, প্রেমে ব্যর্থতা, মনের মানুষকে কাছে পাওয়া, চাকুরীতে সমস্যা,ব্যবসায়ে লোকসান, বিদেশ যাত্রায বাধা, শত্রুকে পরাস্থ, বিয়েতে বাধা, জায়গা জমি বিরোধ, ছেলে মেয়ে অবাধ্য, বিদেশ অবস্থান কারীকে ফিরে আনা, কফিলকে বাধ্য করা, যাদু- টোনা-বান কাটানো, হঠাৎ পাগল ও বোবা হওয়া, জ্বীন-পরীর আছর থেকে মুক্তি, এরকম প্রায় হাজারো সমস্যা মাত্র ১ থেকে ৭ দিনের মধ্যে ১০০% গ্যারান্টি সহ তদ্ববীর দেওয়া হয়! এমন বিজ্ঞাপন দেখার পর সেদিন ফোন করে জিজ্ঞেস করেছিলাম, ওস্তাদ ব্লক থেকে আনব্লক করার কোন তদ্ববীর আছে আপনার কাছে?
.
সেদিন চট্টগ্রাম সিইপিজেড মোড়ে কে যেনো লিফলেট ছুড়ে দিয়েছিলো তাতে লেখা 'ভয়ংকর তান্ত্রিক মঘা বৈদ্য নাকি এখন চট্টগ্রামে' কিউরিয়াস মাইন্ড ওয়ান্ট টু সে উনি কি পারবে তন্ত্রে মন্ত্রে ব্লক করা আইডি আনব্লক করতে!
.
কোন একদিন যদি ফেইক আইডি থেকে ইনবক্স করে বলি, এড মি আই এম ব্লক হয়তো আবারো ব্লক করার আগে আরো একটি রিপ্লাই আসবে, 'নো এন্ট্রি, ইয়ু আর বলদ'
.
মাঝে মাঝে ইচ্ছে করে তাকে আনব্লক করতে বাধ্য করার জন্য ঘোষণা দিই, আগামী ঈদের পর ই আন্দোলন!
.
স্লোগানও রেডি করে ফেলেছি, 'জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও হৃদয়হীনার আস্তানা! ব্লক আইডি আনব্লক হবে এই নিবেদন ফারজানা!'
.
একদিন মিষ্টি বিতরণ হবে! ব্লক আইডি আনব্লক করার খুশিতে! পত্রিকার হেডলাইন হবে 'অতঃপর আনব্লক'
.
অনলাইন পোট্রালগুলো নিউজ করবে, এ কি করলেন ফারজানা!( ভিডিওসহ)
.
আইন হবে! ব্লক করার শাস্তি সশ্রম কারাদন্ড!
.
আপনার কাকে কাকে ব্লক করার অধিকার আছে এই মর্মে হাইকোর্ট রুল জারি করবে!
.
সরাকরি মহল থেকে 'ব্লক করার কারণ দর্শানোর নোটিশ' আসবে
.
আদালত মজলুমের পক্ষে রায় ঘোষণা করবে, আগামী এক সপ্তাহের মধ্যে বাদী পক্ষকে আনব্লক করতে বাধিত থাকবেন! সেই প্রতীক্ষায় রইলাম!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭

আরাফআহনাফ বলেছেন: ফারজানা সহসাই আনব্লকড করুক - কামনা করছি।
কিউরিয়াস মাইন্ড ওয়ান্ট টু নো - "ফারজানা ব্লগ পড়ে তো?"

ধন্যবাদ, ভালো থাকুন - আন-ব্লকড থাকুন।

২| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২

নূর-ই-হাফসা বলেছেন: এক ব্লক নিয়ে এতো কাহিনী । দাঁড়ান ফারজানা আপুকে জানানোর ব‍্যবস্থা করছি ।

৩| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৯

shahinoor rahman emdad বলেছেন: দাদা i am hear

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.