নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্রিয়ার ছুরি আঘাতে বিদীর্ণ ভালবাসা!

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৭

রাজধানীর বাড্ডায় পরকীয়ার বলি হয়ে মর্জিনার প্রেমিক যখন প্রেমিকার স্বামীকে হত্যা করে তখন ছোট্ট মেয়েটি তা দেখে যাওয়ার পর জিজ্ঞেস করে আমার বাবাকে মারছো কেনো তা শুনে ছোট মেয়েটিকেও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়!
.
আই ওয়ান্ট টু সে এভাউট পরকীয়া কিভাবে মহামারী রূপ নিয়েছে!
.
গতকাল চট্টগ্রাম অক্সিজেন মোর থেকে যখন সিএনজিতে উঠেছি তখন পাশে বসা একটি লোক একটি মেয়েকে ফোন করে জিজ্ঞেস করে সারাদিন ফোন রিসিভ করোনি কেনো!
.
মেয়েটি ওপাশ থেকে বললো মে বি সারাদিন ব্যস্ত ছিলাম তাই ফোন ওয়েটিং ছিলো!
.
ছেলেটি বললো ফোন ব্যস্ত ছিলো তাই বলে সারাদিন! আমি তো সকালে তোমাকে হালিশহর বউ বাজারে দেখেছি পাশে একটি মেয়েও ছিলো!
.
মেয়েটি বললো পাশে হাজবেন্ডের বোন ছিলো!
.
ছেলেটি বললো তাহলে ফ্রি হয়ে ফোন করোনি কেনো! আমি খুব কষ্ট পেয়েছি!
.
মেয়েটি বললো হাজবেন্ড তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে! বাসায় গিয়ে দেখি ছোট্ট মেয়েটি কান্না করছে! আমি কি মেয়েকে রেখে বের হতে পারবো!
.
ছেলেটি বললো আমার মেয়েটিকে কোলে নিয়ে বের হতে পারতে! আমি অমুক রেস্টুরেন্ট ঠিক করে রেখেছিলাম! কেউ টেরও পেতো না!
.
আমি ছেলেটির চেহারার দিকে তাকিয়ে অবাক নয়নে লক্ষ্য করলাম কিভাবে সে নিজেকে অন্যের বেবীর বাবা দাবী করছে!
.
তারপর ছেলেটি আবার বললো তোমার বেবীকে আমার কোলে দিয়ে দেখতে সে হান্ড্রেন্ড পার্সেন্ট কান্না করবে না কিন্তু তুমি আজ দেখা করোনি বলে আমার খুব কান্না পাচ্ছে!
.
অনেক কষ্ট পেয়ে তোমার থেকে দূরে সরে যাচ্ছি! একদিন সত্যি তুমি আমাকে আর খুঁজে পাবে না বলে মোবাইলের লাইন কেটে দিলো!
.
যতটুকু বুঝলাম ছেলেটি মেয়েটির সাথে সকালে হালিশহরে দেখা করতে গিয়েছিলো সন্ধ্যা সাতটায় দেখা না হওয়ার বড্ড অভিমান নিয়ে হাটহাজারীতে তার বাসায় ফিরে যাচ্ছে!
.
মাত্র কিছু দিন আগে চট্টগ্রাম হালিশহর পানির কল এলাকায় পরকীয়ার জের ধরে প্রেমিক মিলে স্বামীকে খুন করে স্ত্রী!
.
২২শে মার্চ পরকীয়ার কারণে খুন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলাউদ্দীন চৌধুরী!
.
এই মার্চ মাসেই পরকীয়ার জের ধরে বরিশাল জেলার উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের তিন সন্তানের জননী এক গৃহবধূকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিলো!
.
২৭ মার্চ মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের গোপালগঞ্জ গ্রামে  স্ত্রী ও তার প্রেমিকের ছুরিকাঘাতে স্বামী টুটুল খালাসী নিহত হয়েছিলেন!
.
এপ্রিল মাসে পরকীয়ার পিরোজপুরে দুলালী রানী নামের এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেছিলেন!
.
আগস্ট মাসে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদি রাজাপুর গ্রামে স্ত্রীর পরকীয়ার বলি হয়েছিলেন অটো রিক্সচালক বাদশা শেখ!
.
সেপ্টম্বর মাসে ময়মনসিংহের ফুলপুর থানায় পরকীয়ার কারণে বলি হয়েছিলেন তারাকান্দা উপজেলার পাইন্নাবর গ্রামের ছেলে আজিজুর রহমান!
.
স্ত্রীর পরকীয়ার জেরে অক্টোবর মাসে খুন হয়েছিলো গাজীপুর কাপাসিয়া উপজেলার বায়েদ ইউনিয়নের হাইলজোর গ্রামের আবুল কালাম ওরফে কামাল!
.
আগের বছর নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের ঈদবারদী গ্রামে মায়ের পরকীয়ায় বলি হয়েছিলো এগারো বছরের ছেলে ছেলে ইসমাইল হোসেন রিয়াদ!
.
এগুলো শুধু কিছু খন্ড চিত্র! জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে!
.
শহর থেকে শুরু করে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে পরকীয়া তার চেয়ে বড় বিষয় শেষ পরিণতি খুনাখুনিতে রূপ নিচ্ছে!
.
আড়ালে আবডালে কৌশলে সুকৌশলে ডার্ক ওয়েভের মতো অন্ধকার জায়গায় চলছে নোংরা মনের লেনদেন!
.
দিন শেষে একটি প্রশ্ন এসে যাচ্ছে, কঠিন প্রশ্ন! দুধ কলা দিয়ে কাল সাপ পুষছেন না তো! হায়রে প্রিয় মানুষ! আহারে প্রিয়!


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩

কামরুননাহার কলি বলেছেন: জানিনা ভাইয়া কখনো এর থেকে মুক্তি পাবে কিনা মানুষ। তবে খুব অনুশোচনা হয়। মানুষ, সে হোক নারী কিংবা পুরুষ এরা কেনো এতো অন্যায় করে। তবে এটাও জানিনা এদের এই অন্যায় বিধাতা কোথায় রাখবেন।

০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬

আবদুর রব শরীফ বলেছেন: অবস্থা কঠিন থেকে কঠিনতর হচ্ছে দিন দিন!

২| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫

কামরুননাহার কলি বলেছেন: হুম ভাইয়া এই কঠিন অবস্থা কবে কখন ঠিক হবে জানিনা। তবে একটাই আশা বেচে থাকতে যেন দেখে যেতে পারি এই কঠিন অবস্থার সমাধান হয়েছে।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: কছু দুষ্টলোক সব জাগায়ই থাকে।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


অনেক বিয়ে ঠিক মতো হচ্ছে না।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

আবু তালেব শেখ বলেছেন: পরকিয়া বন্ধের একমাত্র পথ ধর্মিয় অনুশাসন মেনে চলা। ধার্মিক লোকেরা কখনো এই নোংরা খেলায় মাতবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.