নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
অনেক তর্ক বিতর্ক সমালোচনা শেষে জান্নাতুল নাঈম এভ্রিল বাদ যাওয়ার পর মিস্ ওয়ার্ল্ড বাংলাদেশের হয়ে জেসিকা ইসলাম প্রতিনিধিত্ব করছেন!
.
পবলেম হলো জেসিকা হাসার সময় দাঁত বেরিয়ে যায় আর এব্রোথেব্রো দাঁত!
.
যা নিয়ে হাসি বিদ্রুপ ট্রল ইয়ার্কি সমালোচনা আলোচনা ছিলো তুঙ্গে!
.
কিন্তু সমস্যা সৃষ্টি হলো অন্য জায়গায়! তিনি বিশ্ব সুন্দরীদের সাথে একসাথে সেলফি তুলছেন ঘুরাঘুরি করছেন! খুব ভালো!
.
সব থেকে ভয়ঙ্কর বেপার হলো, সেলফিতে সবাই হাসছে কিন্তু জেসিকা হাসছে না!
.
আরো গভীরভাবে লক্ষ্য করে দেখলাম, সব সুন্দরীর দাঁত দেখা গেলো জেসিকা উল্টো দাঁত দেখা যাওয়ার ভয়ে ঠোঁটের সাথে ঠোঁট চেপে রাখছেন!
.
আমরা তো সেই জাতি যারা গান গেয়ে সুর তুলি, 'মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি!'
.
কিন্তু আজ তবে কেনো সমালোচনা করে জেসিকার মুখের হাসি কেড়ে নিলাম!
.
একটি মেয়ে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন অথচ সে প্রাণ খুলে হাসতে পারছে না!
.
আমাদের দেশে প্রবাদ আছে, হাসি ছাড়া নারী লবন বিহীন তরকারির মতো!
.
কোথায় তথাকথিত কর্পোরেট ক্লোজ আপ কিংবা ম্যাজিক টুথ পাউডারের সংলাপ গুলো 'জোরসে হাসো' টাইপ!
.
কবিরা নীরব কেনো!
একা চাঁদ বাঁকা দাত, তোমার হাসিতে হৃদয়ে লাগছে ভালো!
.
তবে কি হাসির প্রথম শর্ত, হাসিটি দেখতে সুন্দর হতে হবে! দ্বিতীয় শর্ত, দাঁত সোজা থাকতে হবে! তৃতীয় শর্ত.........!
.
লিওনার্দো দা ভিঞ্চির জগদ্বিখ্যাত মোনালিসারও মে বি দাঁত বাঁকা ছিলেন! তাই তার হাসি সুখ দুঃখ মিশ্রিত! রহস্য ঘেরা!
.
মনে রাখবেন আক্কেল দাঁত আঁকা বাঁকা হয়ে উঠে আর বেক্কেল দাঁত সোজা হয়ে উঠে!
.
দোআ করি সমালোচকদের বাঁকা দাতের মেয়ে হোক! তারা তাদের সন্তানদের যেনো বলে, 'শুনো মা! তুমি আমার সামনে তোমার বিচ্ছিরি বাঁকা দাত নিয়ে হাসবে না!'
.
আমি কখনো সৌন্দর্য প্রতিযোগিতার পক্ষে না কারণ এখানে প্রতিযোগিতার শর্ত থাকে উচ্চতা! শরীরের উপরের নিচের গঠন! দেহের উষ্ণতা ইত্যাদি!
.
নারীদের যৌনতা দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করে পণ্য বিক্রী করা যখন এসব ইভেন্টের লক্ষ্য তখন এসব প্রতিযোগিতা সবচেয়ে বেশী রেসিজম তৈরী করে!
.
আমাদের সমাজে রেসিজম দিয়ে মানুষকে আইডেন্টি করা হয়!
.
যেমন,
.
ঐ যে বাইট্টা ছেলেটা? কালা করে মেয়েটা? টেরা মহিলাটা? কানা লোকটা?
.
ব্লা ব্লা ব্লা........!
.
সবার আগে আমাদের দৃষ্টিভঙ্গী এবং নষ্ট মানসিকতা চেইঞ্জ করা এই সমাজে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ!
.
এখানে প্রাইভাট কার চালক রিক্সা চালককে অবজ্ঞা করে! বাড়িওয়ালা দাড়োয়ানকে! ধনী গরীবকে! গরীব ফকিরকে! জিপিএ ফাইভ ওয়ালা ফেইল ওয়ালাকে! পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রাইভেট/জাতীয় পড়ুয়াকে! ডাক্তার ইঞ্জিনিয়ার হৌমপাথিক কিংবা পলিটেকনিক্যালকে! এভাবে চলছে.....!
.
আমরা মনে হয় পৃথিবীর সব চেয়ে বেশী একে অপরকে অবজ্ঞা করি!
.
আইফোন ব্যবহারকারী সামসাংকে, সামসাং ব্যবহারকারী সিম্পোনিকে! জামদানী পড়া মহিলাটি নরমেল শাড়ি পড়ুয়াকে!
.
কিংবা,
.
বিএনপি করা লোকটি আওয়ামীলীগকে!
©somewhere in net ltd.