নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
স্ত্রী স্বামীকে বলছে আমাকে তোমার কি আগের মতো হট্ লাগে না? না কি আমার চেয়ে বেশী হট্ কেউ তোমার জীবনে এসেছে! হু!
.
স্বামী বললো, বাজারে গিয়ে পেঁয়াজের দাম জিজ্ঞেস করে আসো তারপর উত্তর পেয়ে যাবে! কে বেশী হট্!
.
শুনেছি চট্টগ্রাম দুই নং গেইটে সেদিন ভাংতি না থাকায় জৈনক সাহেব বাস চালককে একটি পেঁয়াজ দিয়ে খুশি করেছিলেন!
.
সন্দ্বীপে ছোট বেলায় একজন আরেকজনকে কৌতুক করে বলতাম,
.
পেঁয়াজ, রসুন, আদা, মেয়েরা সব গাধা!
.
কিংবা,
.
পেঁয়াজের আছে ঝাঁঝ, মরিচের আছে ঝাল! তবুও তারা হাড়িতে করে সংসার!
.
আরো একটি উপকথা আছে মরিচকে উদ্দেশ্য করে পেঁয়াজের,
.
সেই দিন নাই আর মরিচ! তুই এখনো গরীব!
.
দিন বদলের খেলায় অনেক কিছু পাল্টে যায়!
.
যেমন,
.
আগে বিজ্ঞাপনের সৌজন্যে নাটক দিতো আর এখন নাটকের সৌজন্যে বিজ্ঞাপন দেখায়!
.
তেমনি,
.
আগে পেঁয়াজের সৌজন্যে তরকারি রান্না করা হতো আর এখন তরকারি সৌজন্যে পেঁয়াজ রান্না করা হয়!
.
কেডিএস এক্সেসোরিজের কলিগ আতিক ভাইকে জিজ্ঞেস করলাম কেন্টিনে দুপুরে কি রান্না করেছে? ঢেকুর তুলে উত্তর দিলেন, ইলিশ মাছ দিয়ে ঝাল করে পেয়াজ রান্না করা করেছে!
.
সেদিন যখন স্টেজে পচা ডিম ছুড়ে মারা হচ্ছিলো তখন শিল্পী বার বার 'নো মোর' 'নো মোর' বলে চিৎকার করছিলেন কিন্তু হঠাৎ তিনি খুশিতে 'ওয়ান মোর' 'ওয়ান মোর' বলে চিৎকার করা শুরু করলেন! পরে তদন্তে বেরিয়ে আসলো কেউ একজন ডিম না পেয়ে ভুলে পেঁয়াজ ছুড়ে মেরেছিলো!
.
পেঁয়াজে যখন ক্লোজ আপের সুবাস
.
তখন দুই কেজি পেঁয়াজ কিনার পর ভয়ে ভয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শোভাকলোণিতে আসার সময় ভদ্রলোক দেখলেও ছিনতাইকারী মনে হচ্ছিলো!
.
মনে হচ্ছিলো কেউ যেনো মাথায় এইমাত্র অস্ত্র ঠেকিয়ে বলবে, পেঁয়াজ দিবি না জান দিবি? কোনটা দিবি বল!
.
এমন যখন অবস্থা,
.
এলকার জমিদার দেখিয়ে দেখিয়ে ক্রেজ বশত আপেলের বদলে মোলায়েম কামড় দিয়ে পেঁয়াজ খেতে থাকলে অবাক হবো না!
.
স্ক্রিপ রাইটার অলরেডি সিনেমার গল্পের নাম দিয়ে ফেলেছে, 'পেঁয়াজ আমার পেঁয়াজ'
.
এই প্রথম পেঁয়াজ নিয়ে লিখতে গিয়ে নিজেকে গর্বিত মনে হচ্ছে!
.
লেখা শেষে বাড়ি ফিরে একমাত্র করণীয়,
.
আমি তোমার চোখের জল আর দেখতে পারবো না! সখী তোমার চোখের জল আর দেখতো পারবো! তাই পেঁয়াজ কিনে আনেনি!
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১২:১৫
আবদুর রব শরীফ বলেছেন: এতো সাধের পেঁয়াজ কাটলে কান্না ফ্রি
২| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:২৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পেয়াজের ঝাঁঝ দিনদিন বেড়েই চলছে।
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১২:১৫
আবদুর রব শরীফ বলেছেন: বেসম্ভবভাবে
৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১:১৪
ফারদীন নিশ্চিন্ত বলেছেন: আহারে পেঁয়াজ, আহা পেঁয়াজ
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১:২২
আবদুর রব শরীফ বলেছেন: পেঁয়াজ আমার পেঁয়াজ
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৬
রাসেল উদ্দীন বলেছেন: পিয়াজ নিয়া রম্য পড়ে ফেলেছি! এখন আমি হাসব না কাঁদব?