নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

টেলিটক আট টাকায় এক জিবি অতপর ফিরে দেখা অতীত

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৪

২০০৪ সালের ২৯ ডিসেম্বর যখন টেলিটক সিম বাজারে আসে তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী হঠাৎ একদিন পত্রিকায় দেখলাম সিম কিনার জন্য বিশাল লম্বা লাইন! লোকজন রাস্তায় শুয়ে আছে!
.
সিমের জন্য পুলিশের সাথে দফায় দফায় দাওয়া পাল্টা দাওয়া চলছে! থেকে থেমে চলছে পুলিশের টিয়ার শেল নিক্ষেপ! ইত্যাদি! ইত্যাদি!
.
পাড়ায় পাড়ায় চলছে জিপিএ ৫ পাওয়ার মতো টেলিটক সিম প্রাপ্তির সংবর্ধনা!
.
এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ের একটেল নাম্বারে টেলিটকের কল যখন প্রথম ঢুকে মেয়েটি সঙ্গে সঙ্গে এক পলকে আমার স্ট্যাটাস সিঙ্গেল হয়ে গেলো বলে তার প্রেমিকা হয়ে গেলো!
.
এলাকার নতুন বড় ভাই! এই সালাম দে! কানে ফিসফিস করে একে অপরকে বলছে, বড় ভাইয়ের পাওয়ার কেমন? ছোট ভাই চিল্লাই উঠে কইলো, বড় ভাইয়ের এক্কান টেলিটক সিম আছে! তারপর সবাই এক সাথে, সালামুআলাইকুম বড় ভাই!
.
কথায় আছে টেলিটকের স্লোগান ছিলো, 'বাধঁ ভেঙে দাও।' কিন্তু জিপি শুনেছিলো দাত ভেঙ্গে দাও! সে বললো, একলা একলা কেনো ভাঙ্গমো! রবি, আয়ারটেল, বাংলা লিংক সবাইকে নিয়ে এসে দাত ভেঙ্গে দিলো!
.
রূপ যৌবন আর টেলিটক সিম চিরদিন একই থাকে না রে পাগলা!
.
মোবাইল সিম নিয়ে একটি কৌতুক মনে পড়ে গেলো, চান্দুকে তার বউ বলছে, কলগার্ল, প্রেমিকা এবং স্ত্রীর মধ্যে পার্থক্য কি? চান্দু উত্তর দিলো, কলগার্ল হলো পোস্টপেইড, প্রেমিকা হলো ফ্রি পেইড আর স্ত্রী হলো আনলিমিটেড টেলিটক অফার!
.
সম্প্রতি নিউজে দেখলাম নারীদের জন্য টেলিটক আট টাকায় এক জিবি ইন্টারনেট দিয়ে 'টেলিটক অপরাজিতা' নামে বিশ লক্ষ সিম ছাড়বে!
.
মাশাল্লাহ! কেউ আমীন না বলে যাবেন না!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম যখন wifi আসে তখন বেশ ভালো ডাউনলোড করতাম তার কিছুদিন পরের কথা এফ রহমান হলের সামনে দিয়ে যাচ্ছিলাম ছোট ভাই তৌহিদ কে দেখলাম ফেসবুক কমেন্ট সেন্ড বাটনে ক্লিক করেছে! তারপর আমি পাশে আলাওল হলে গিয়ে শাহীনের সাথে আড্ডা দিয়ে আসার সময় আবার তার সাথে দেখা!
.
জিজ্ঞেস করলাম ভাই কি করছো? সে বললো, ঐ কমেন্ট এখন মাত্র সেন্ড হলো!
.
ধৈর্য ও শিক্ষার একটি অঙ্গ! দাঁড়িয়ে থেকে প্রতঙ্গ ব্যাথা হয়ে গেলেও ধৈর্যের বাঁধ ভাঙ্গা ঠিক না!
.
না জানি এরপর গৃহিনী আট টাকায় এক জিবি নেট দিয়ে হাজবেন্ডকে কমেন্ট করে বলবে 'ওগো মাত্র চুলোয় রান্না দিলাম' ওদিকে কমেন্ট সেন্ড হতে হতে হাজবেন্ডের মোবাইলে কল আসবে 'খেতে আসো!'

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১১

সাগর শরীফ বলেছেন: ভাল ছিল শরীফ ভাই !

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৫

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ মিতা

২| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৩

মরুচারী বেদুঈন বলেছেন: তারানা হালিম রে কেউ ডেকে আনেন।

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৬

আবদুর রব শরীফ বলেছেন: কমেন্ট রিপ্লাই রেখে পালালুম

৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৬

মরুচারী বেদুঈন বলেছেন: আচ্ছা, পোষ্ট প্রিয়তে রাখতে হয় কেমনে?

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৬

আবদুর রব শরীফ বলেছেন: স্টার চিহ্নটা ক্লিক করে

৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪০

অনিক_আহমেদ বলেছেন: টেলিটক রঙ্গ ভালই লাগল!

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৭

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম

৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৯

ভ্রমরের ডানা বলেছেন:


সেক্সি পোষ্ট..

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৭

আবদুর রব শরীফ বলেছেন: জাতি বিনোদিত

৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: যা বলেছেন ভাই!

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৭

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ

৭| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫

এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: সত্যি ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.