নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ডিম ব্যাচলরদের জাতীয় খাবার হিসেবে স্বীকৃত সুতরাং ডিম দিবসে তাদের খুব উচ্ছ্বাসিত দেখছি!
.
আমার ধরণা মুরগীর ডিমের প্রকৃত স্বাদ কেবলি ব্যাচলররা উপভোগ করতে পারে বিবাহিতদের কপালে যা থাকে তা কেবলি ঘোড়ার ডিম!
.
তারচেয়ে বড় কথা ডিম কিন্তু মুরগীর অবদান মোরগের না! ব্যাচলররা মেয়ে পক্ষের এমন কষ্টার্জিত অর্জন খেয়ে বেঁচে থাকে সুতরাং প্রমাণিত হয় নারী ছাড়া ব্যাচলরও বাঁচে না!
.
তাই আজকের লেখায় মাঞ্জা মারা হবে মুরগী আর মোরগ নিয়ে!
.
তো এক ফার্মের মালিক নির্দেশ দিলো কাল থেকে যে দিনে দুটো ডিম পাড়তে পারবে না তাকে হোটেলে বিক্রী করে দেওয়া হবে! পরের দিন দেখা গেলো সব মুরগী দুটি করে ডিম পাড়লো একজন ছাড়া! মালিক রেগেমেগে তাকে খাঁচা থেকে বের করে বললো, তুই আমি নির্দেশ দেওয়ার পরও মাত্র একটি ডিম পাড়লি! খামোশ! সে বললো, 'স্যার! আমি মোরগ তবুও বহুত কষ্টে মিষ্টে ভয়ে একটি ডিম পাড়লাম!'
.
তখন ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সবাই স্যার ডাকতো! বন্ধুমহল তা নিয়ে ঈর্শান্বিত ছিলো! একদিন তারা একজন একজন করে তাকে দেখিয়ে দেখিয়ে পুকুরে ডুব দিয়ে সঙ্গে করে একটি একটি করে ডিম নিয়ে আসলো! এবার ব্লু হোয়াইলের মতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললো, তুই তো মহাজ্ঞানী দেখি ডুব দিয়ে আমাদের মতো করে একটা ডিম আনতে পারোস কি না! কমেন্ট শুনে বিদ্যাসাগরও ডুব দিয়ে খালি হাতে ফেরত আসলো তা দেখে মুহাহাহা করে দাঁত কেলিয়ে বন্ধুরা হাসছিলো! বেপারটা বুঝতে পেরে ইশ্বরচন্দ্র বললো, আরে তোরা তো মুরগী আমি মোরগ!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্দুকে একবার জিজ্ঞেস করছিলাম, ডিম আগে না মুরগী আগে এর একটা সমাধান তোকে করে দিতেই হবে! সে বললো, মোরগ আগে! :p
.
চবি শোভাকলোণীর পাশে উস্ প্রাইমারী একটি স্কুল আছে সেখানে এক শিক্ষিকা তার ছাত্রকে পরীক্ষার খাতা দেখিয়ে বললো, তুমি গণিত পরীক্ষায় দুটো ডিম পেড়েছো! তা শুনে ছাত্র বললো, ম্যাডাম আমি আসলে ডিম পেয়েছি কে ডিমগুলো পেড়েছে তা তদন্ত করে বাহির করা সময়ে দাবী! খাতাটা দীর্ঘদিন কিন্তু আপনার কাছেই ছিলো!
.
তো একবার আলাওল হলে খেলা দেখার সময় গোল হওয়ার পর একজন চিৎকার করে বলতে থাকলো
,
মেসি তুই একটা মুরগী! ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তুই একটা মুরগী!
.
আরেকজন উত্তেজিত হয়ে বলে উঠলো দুই দলের সেরা খেলোয়ার যদি মুরগী হয় তাহলে মোরগ কি তোর বাপ!
.
সে বললো, আরে না! যারা তাদের পাস্ দিয়ে এসিস্ট করে পিছন থেকে গোল করতে ভূমিকা রাখে তারা মোরগ!
.
না বুঝলে আসেন এই মহান দিবসে ডিম না খেয়ে বরং মুড়ি খায়!
১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৬
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা
২| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: ডিম দিবসের শুভেচ্ছা।
১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৭
আবদুর রব শরীফ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা দিলাম
৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৩
ভুয়া মফিজ বলেছেন: ডিম-রচনা পাঠে আনন্দ পেলাম..........
১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৬
আবদুর রব শরীফ বলেছেন: বেশী বেশী ডিম খাবেন ক্যালরি পাবেন
৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মুরগীর ডিম কিনতে এসে তেনারা পেল ঘোড়ার ডিম...
১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪১
আবদুর রব শরীফ বলেছেন: একদম ঠিক!
৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৭
কুঁড়ের_বাদশা বলেছেন:
১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪২
আবদুর রব শরীফ বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৯
আবু তালেব শেখ বলেছেন: বাহ সুন্দর লেখা। হাহাহা