নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আবার হতে পারে দেখা- শিরোনামহীন

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪১

১৭ই সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কাঁপিয়ে গিয়েছিলো শিরোনামহীন সেদিন বিকেলে আমি সিইপিজেড মিটিংয়ে ছিলাম! কেডিএস এক্সেসোরিজের কলিগ রিয়াজ ভাই বারবার ফোন দিয়ে বলছিলো ভাই চবিতে শিরোনামহীন নাকি আসতেছে? তুমি কিছু জানো! তাড়াতাড়ি খবর নিয়ে জানাও
.
অফিস চুলোয় যাক শিরোনামহীন মিস্ করা যাবে না!
.
একটা ব্যান্ড তরুণ হৃদয়ে কতটা জনপ্রিয় হলে ভক্তদের হৃদয়ে এভাবে জায়গা করে নিতে পারে বলতে পারবেন?
.
সেই হৃদয়গুলো 'সারা বেলা বন্ধ জানালা' গানটির মতো আজ হাহাকার করছে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়!
.
শুনেছি শিরোনামহীনের নদী গানের লাইনের মতো 'পাষাণ সময় স্রোতের তোড়ে ভাসল না ত কেঊ' তানজীর তুহীন ভাই এক বুক কষ্ট নিয়ে হয়তো আর ফিরে আসবে না
.
অথবা,
.
হাসিমুখ গানের লাইটির মতো 'অনেক অজানা ভীড়ে স্বচ্ছ নিরবতায়' প্রাণশুন্য হয়ে হারিয়ে যাবে ব্যান্ডটি
.
শহরের কথা গানের 'রাস্তায় একফালি নিঃশ্বাস, অন্ধ শহরে ছুটে চলা বাস' লাইনটির মতো অগণিত ভক্তের দীর্ঘশ্বাস উঠবে!
.
তবুও শূভ্র রঙ্গিন গানের লাইনটির মতো 'ঝড়ের রাতে, হেরে গেলেও বাঁচতে শেখা' বেঁচে থাকবে মানুষের হৃদয়ে একটি নাম শিরোনামহীন!
.
হয়তো তুহীন ভাইয়ের লেখা হয় না গানের লাইটির মতো 'তোমার অশ্রু আমার চলা, একতারেতে রয় না' কখনো এক তারে তাদের গান গাওয়া হবে না!
.
তাদের লাল নীল গল্প গানের লাইটির মতো 'বন্ধু তুমি জান যেতে হবে কত দূর, কত দূর বহুদূর, যেতে হবে কতদূর?' বহুদূর যাওয়া হবে না একটি স্বপ্নিল ব্যান্ডের!
.
নিশ্চুপ আধার গানের একটি লাইনের মতো 'গাইতে কি পারো তুমি আমার গান?' কেউ এমন দরদ দিয়ে গাইতে পারবে না কিছু গান!
.
অথবা জাহাজী গানের লাইনটির মতো 'শৈশবের মত দামী, আমার কান্না জড়ানো গান, মাথা উচু সেইন্ট গ্রেগরী আমার, সময়ের টানে ম্লান' অবসন্ন হয়ে যাবে একটি প্রতিবাদ!
.
ক্যাফেটেরিয়া গানের লাইনটির মতো 'আমি বুড়ো কবিতার মত চুপচাপ' হয়ে রবে একটি ভাঙ্গনের গল্প!
.
তবুও তাদের রূপসী নগর গানের লাইনটির মতো 'আবার হবে দেখা, তোমাদের এই অচিন নগরে, সহসা ধূসর ধুলোর ভীড়ে, অচেনা রূপসী নগরে......আবার হতে পারে দেখা' আমরা অপেক্ষা করে যাবো চিরকাল ফিরে আসার!
.
সেদিন 'প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায় হাসিমুখ, হাসিমুখে আনন্দধারা'য় ভরে উঠবে!
.
ইচ্ছে ঘুড়িরা আবারো আকাশে উড়বে, সুতোর টানে আবারো চুরি হবে আকাশের নীল! কি বলেন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.