নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আমি যদি কর্পোরেট চাকুরিজীবী না হয়ে শিক্ষক হতাম তাহলে সৃজনশীল প্রশ্নের ধরন হতো এমন,
.
ক) রাম রহিম ইস্যু, সালমান শাহ হত্যার স্বাক্ষী রুবি ইস্যু, বন্যা ইস্যু, জলবদ্ধতা ইস্যু,রোহিঙ্গা ইস্যু, নোবেল ইস্যু, বাধনের ডিবোর্স ইস্যু, মিস ওয়ার্ল্ড এভ্রিলের বিয়ে ইস্যুসহ সাম্প্রতিক ইস্যুগুলোর মধ্যে তোমার কোন ইস্যুটি ভালো লেগেছে তার উপর বিস্তারিত আলোচনা করো!
.
খ) জন্মের পূর্বে মিনু বাবা মা কে হারালো' এমন সৃজনশীল প্রশ্ন করা শিক্ষকের সৃজনশীল জ্ঞান নিয়ে সংক্ষেপে একটি অনুচ্ছেদ লিখো!
.
গ) সাম্প্রতিক ইস্যুর মধ্যে কোনটি জ্বালাময়ী এবং জ্বলাময়ী ছিলো?
.
ঘ) তুমি বড় হয়ে কেমন ইস্যু সৃষ্টির লক্ষ্যে কাজ করবে এবং তার উপর নিজের স্ট্যাটাসে আলোকপাত করবে?
.
একবিংশ শতাব্দীতে পৃথিবীতে সবচেয়ে বড় ইস্যু সম্বন্ধে খোঁজ নিয়ে দেখলাম,
.
সেগুলো হলো যুদ্ধ এবং সন্ত্রাসবাদ, ক্রমাগত শরীরের ওজন বৃদ্ধি, অনিরাপদ পানি, জলবায়ুর পরিবর্তন, শরণার্থী সমস্যা, বেকারত্ব, আয়ের বৈষম্য, দরিদ্রতা, জনসংখ্যা বৃদ্ধি এবং মাদকের অপব্যবহার!
.
মাদক সমস্যা নিয়ে কখনো আমরা একটি আলোচিত ইস্যু তৈরী করতে পেরেছি? অথচ নুসরাত ফারিহা পাদ দিলে তা রাতারাতি ইস্যু হয়ে যায়!
.
বেকারত্ব নির্মূল করতে হবে এই মর্মে কয়টা ইস্যু বাংলাদেশে তৈরী হয়েছে!
.
পরিবেশ রক্ষায় সবুজ বিপ্লব নিয়ে একটি ইস্যু দেখাতে পারবেন? অথচ মেহজাবিনের প্রতারণায় লাবিবের আত্মহত্যা কিংবা মাহির জন্য রোজার আত্মহত্যা ভাইরাল হয়ে ইস্যু হয়ে যায়!
.
রোহিঙ্গা আসার আগে কখনো শরণার্থী নিয়ে ইস্যু হয়েছিলো কিন্তু কোথাকার কোন লিংকিং পার্কের চেস্টার মরে গেলে সবার প্রেসার বেড়ে যায়!
.
ওজন বৃদ্ধি নামক নীরব ঘাতক নিয়ে যখন বিশ্ব উদ্ধিগ্ন তখনো আমার দাদী প্রত্যেক বার সন্দ্বীপে গেলে আমাকে বলে তুই দিন দিন শুকায় যাইতাছোস কেন! কারণ বিষয়গুলো ইস্যু হয়ে চায়ের টেবিলে পর্যন্ত পৌঁছেনি!
.
নিরাপদ পানি চাই বলে একদিনও চোখে দেখা পুরো ফেসবুক বিশ্বকে একসাথে হুংকার দিতে দেখিনি!
.
আয়ের বৈষম্য নিয়ে কি বলবো! সেদিন তো মেয়েটি মুখের উপর বলে দিয়েছে আমার গাড়ির দরজা খোলার জন্য যে দারোয়ান রেখেছি তার বেতনও তোমার থেকে বেশী! এটা নিয়ে তো একটা ইস্যু হতে পারতো!
.
যুদ্ধ কিংবা সন্ত্রাসবাদের কথা বাদ ই দিলাম! মিস্ ওয়ার্ল্ড থেকে মুকুট হারনো এভ্রিলের স্বামী যেমন বলেছিলো, আমি মেয়ে চিনতে ভুল করেছিলাম ঠিক তেমনি আমরা ইস্যু চিনতে ভুল করছি প্রতিনিয়ত!
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:০৯
এম আর তালুকদার বলেছেন: ফালতু ইস৽ু ভাইরাল হয় প৾কৃত ইস৽ু হিসুর সাথে নদমায় পতিত হয়।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি যদি নায়ক কিংবা মডেল অথবা খ্যাতিমান কেউ হয়ে যান তবে আপনাকে যে মেয়ে ফিরিয়ে দিল-সেটাও ইস্যু হতো।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৩
কলাবাগান১ বলেছেন: "মেহজাবিনের প্রতারণায় লাবিবের আত্মহত্যা কিংবা মাহির জন্য রোজার আত্মহত্যা ভাইরাল হয়ে ইস্যু হয়ে যায়!" আপনি নিজেই এই সব ইস্যু জানেন...তার মানে আপনিও ফলো করেন, তাহলে অন্যদের দোষ দিয়ে লাভ কি