নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
কেডিএস এক্সেসোরিজে নোয়াখালির এক কলিগকে বললাম ভাই আপনি কি অমানুষ! সে বললো, হ ভাই! থতমত খেয়ে জিজ্ঞেস করলাম কেমনে? সে বললো, আমার নাম Noman (নোমান) তাহলে No মানে 'না' আর Man মানে 'মানুষ!
.
আমাদের নোমান ভাই একদিন অফিসে এসে বললো, 'ভাই আই ফোন কিন্নালাইছি!' চেয়ার থেকে লাফ দিয়ে উঠে কইলাম ট্রিট দেন! বললো, আমি ফোন কিনেছি বলছি কিন্তু 'আই ফোন' কিনি নি যে ট্রিট দিবো! এই দেখেন সিম্পোনি!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে কে যেনো একবার কবিতা আবৃত্তি করছিলো, 'আবার আসিবো ফিরে আমি এই বাংলায়' এমন সময় তাকে স্যার জিজ্ঞেস করলো, কোন জেলায় আসতে চাও বাবা? সে বললো, নোয়াখালি জেলায়!
.
কারণ,
.
আপনাকে সব জেলার লোকে এক নামে চিনবে,
.
যেমনঃ
.
আমি যে এলাকায় থাকি ওখানে মানে শোভাকলোণীতে সব জেলার কাউকে না কাউকে পাবেন! তো একবার এক নোয়াখালির ছেলে তার বাবাকে বললো, বাবা বাবা তুমি কষ্ট করে আমার নাম না রাখলেই পারতে! বাবা তো অবাক নয়নে জিজ্ঞেস করলো কেনো কেনো? ছেলে বললো, নাম রেখে কি লাভ হয়েছে, হক্কলে তো আঙ্গোরে এক নামে নোয়াখাইল্লা বলেই ডাকে!
.
নোয়াখালি এমন একটি জেলা যেখানে জন্ম নিলেই আপনি সেলেব্রেটি,
.
যেমনঃ
.
তো আমি যখন চবি অর্থনীতিতে ভর্তি হয়েছিলাম অনেক জিজ্ঞেস করতো বাড়ি কই? সন্দ্বীপ বলাতে একবার এক বড় ভাই পাল্টা প্রশ্ন করলেন, এটা আবার কোন জায়গায়? নাম ই তো শুনিনি! আমার পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুকে জিজ্ঞেস করলো, তোমার বাড়ি কই? বললো, নোয়াখালি! তা শুনে বড় ভাই এমন ভাব ধরলো যেনো সে নোয়াখালির উইকিপিডিয়া! তা লক্ষ্য করে আমি বন্ধুকে জিজ্ঞেস করলাম, দোস্ত নোয়াখালি কোন জায়গায়?
,
বড় ভাই তা শুনে সেদিন একটি কমেন্ট করেছিলো, 'নোয়াখালি কোন জায়গায় সেটা জানে না এই ছেলে অর্থনীতিতে কেমনে টিকছে!'
.
সবচেয়ে বড় কথা, ক্লাশ কিংবা অফিস যেখানে থাকুন না কেনো আপনি মাস্টারপিচ্!
.
সমস্যা হলো এতো সুন্দর করে পোস্ট দেওয়ার পর কেউ এসে বলবে, ভাই আপনি আবারো আমাদের পচিয়ে লিখেছেন! নো ম্যান(noman)! নো!
০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:১০
আবদুর রব শরীফ বলেছেন: তাই তো এতো টান!
২| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৩
চাঁদগাজী বলেছেন:
কেডিএস কি কি তৈরি করে।
০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:১১
আবদুর রব শরীফ বলেছেন: অল ফিনিশিং আইটেম!
৩| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:০৬
নায়না নাসরিন বলেছেন: নাম রেখে কি লাভ হয়েছে, হক্কলে তো আঙ্গোরে এক নামে নোয়াখাইল্লা বলেই ডাকে!
হে হে হে ভাইয়া হেব্বি মজা পাইলাম
০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:১১
আবদুর রব শরীফ বলেছেন: একদম তাই তো!
৪| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:২৬
চাঁদগাজী বলেছেন:
কেডিএস এর মেইন প্রোডাক্টগুলো কি কি?
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৩
আবদুর রব শরীফ বলেছেন: বাক্স, পলি, সুতা, হ্যাঙ্গার......
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:৫২
চাঁদগাজী বলেছেন:
সন্দ্বীপ আগে নোয়াখালীতে ছিল।