নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
শালা! তুই একটা জিনিস মাইরি! যখন থেকে কথাটা শুনেছিলাম তখন থেকে নিজেকে অমানুষ ভাবা শুরু করেছি!
.
কেউ কেউ আগে মানুষ থাকে এরপর জিনিস হয়ে যায় অতপর জিনি'য়া'স!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে গণিত সিলেবাস কষে একশ তে একশো পাওয়া মেয়েটির সাথে যখন স্যার পরিচয় করিয়ে দিয়ে বলেছিলো, দেখছো! মেয়েটি কি জিনিয়াস! তখনি নিজের গণিত খাতার দিকে লক্ষ্য করে যখন দেখলাম শুধু মাত্র সতের নম্বর পেয়েছি তখনি বুঝলাম একটি জিনিয়াস মেয়ের সাথে হায়রে! সর্বনাশ! টাইপ কেউ দাঁড়িয়ে আছে!
.
জাতির সামনে এই মাত্র একটি জিনিয়াস মেয়ের পরিচয় করিয়ে দিলাম কেউ আমীন না বলে যাবেন না!
.
দ্বিতীয় জিনিয়াসের সন্ধান পেয়েছিলাম 'মাই এইম ইন লাইফ ইজ এ ডক্টর' লিখে যখন এক ব্যবসায় শিক্ষা শাখার ছেলে বিশে বিশ নম্বর পেয়ে রেকর্ড করেছিলো তাকে দেখে! স্যার বোগল তলে তার ইংরেজী দ্বিতীয় পত্র খাতাটি আলাদা করে এনে সবাইকে দেখিয়ে বলেছিলো, নিট এন্ড ক্লিন কোন বানান ভুল নেই! লেখায় স্বকীয়তা আছে! হি ইজ জিনিয়াস!
.
জাতির সামনে আরেকজন জিনিয়াস বাংলাদেশী সেক্সপিয়রের সাথে পরিচয় করিয়ে দিলাম! কেউ আমীন না বলে যাবেন না প্লিজ!
.
খোঁজ দি সার্চ 'জিনিয়াস' চলছে... আপনার আশে পাশে কেউ এমন থাকলে জানাবেন!
.
তো এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, অবৈধ মেলামেশা করার পর যে সন্তান হয় সেটা জিনিয়াস হয়! তখন বন্ধু বললো, দূর বোকা এটা কেমনে সম্ভব! এটা শুনে বন্ধু জবাব দিলো, গবেষণা করে পেয়েছি! তখন বন্ধু পুনঃরায় বললো, 'গবেষণা করে পেয়েছিস যখন সত্যি তুই একটা জিনিস! জিনিয়াস মাইরি!'
.
কফি উইথ কারানে আলিয়া বাটকে জিজ্ঞেস করা হয়েছিলো, ভারতের রাষ্ট্রপতি কে? তিনি উত্তর দিয়েছিলেন, পৃথ্বিরাজ চৌহান! যা নিয়ে পুরো ভারতে হাসির রোল পড়ে যায়! তারপর আলিয়া ভাটকে নিয়ে একটি শর্ট ফিল্ম করা হয়! ফিল্মটির নাম, ‘আলিয়া ভাট- জিনিয়াস অফ দ্য ইয়ার’ সেখানে দেখানো হয় কফি উইথ কারান পোগ্রামটির পর আলিয়া ভাটকে একটি মেন্টাল জিমে ভর্তি করানো হয় যার ফলস্বরূপ সে এতো জিনিয়াস হয় যে 'কফি উইফ কারানে'র করা সব প্রশ্নের উত্তর তুড়ি মেরে বলে যাচ্ছে!
.
আমাদের বিদ্যালয়গুলো হলো তেমনি এক একটি মেন্টাল জিম! সেখানে পরীক্ষার হলে যা প্রশ্ন করা হয় পূর্বে মুখস্ত করে তার হুবহু উত্তর দিয়ে যে কেউ জিনিয়াস খেতাব লাভ করতে পারে!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৫
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
মোঃ তানজিল আলম বলেছেন:
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৫
আবদুর রব শরীফ বলেছেন:
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৭
একলা চলো রে বলেছেন: লেখার ধরন দেখে মনে হচ্ছে এটা আপনার ফেসবুক স্ট্যাটাস। তাই না?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৬
আবদুর রব শরীফ বলেছেন: আগে ব্লগে দিলাম তারপর ফেসবুকে.....!
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
ভ্রমরের ডানা বলেছেন:
সেক্সি লেখা...