নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

এক কাপ চা

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি হতাশার মোড় আছে তার বিপরীত দিকে বসে মেয়েটি বলেছিলো,
.
বিয়ের পর আমাদের বালিশ হবে একটা! আমি রেগেমেগে গজগজ করতে করতে বললাম, তুমি কি মনে করো আমি তখনো বেকার থাকবো! ব্লা ব্লা! তারচেয়ে বরং আমাদের একটি বালিশ ফ্যাক্টরি হবে!
.
মেয়েটি বললো, না আমাদের একটি ইইই বালিশ থাকবে!
.
আরে না! কি যে বলো তুমি! আমার মাথার নিচে দুটি! তোমার মাথার নিচে দুটি! দুই রানের ছিপায় একটি কোল বালিশ! ডানে বালিশ! বামে বালিশ! পুরো ঘরটি বালিশময় থাকবে! শুধু একবার চাকরিটা হোক.....!
.
মেয়েটি বললো, আরে দূর বোকা! আমাদের একটি বালিশে দুটি মাথা থাকবে!
.
তারপর আরো কিছু বেপার আছে,
.
একটি চায়ের কাপ থাকবে! এক কাপ চা আনমনা বিকেলে দুইজন চুমুক দিয়ে দিয়ে চা পান করবো!
.
আচ্ছা ঠিক আছে,
.
তবে আমাদের টুথব্রাশও কি একটা থাকবে?
.
ইয়ার্কি করবে না বলে মেয়েটি বললো আমি সিরিয়াস!
.
ওক্কে আমিও সিরিয়াস! টুথপেস্ট একটাই থাকবে....!
.
কখনো ভাবিনি আমরা একদিন একলা থাকবো! রঙ্গিনস্বপ্নগুলো সব ফিকে হয়ে যাবে! এমনি হয় হতাশার মোড়ের গল্পগুলো!
.
তারপর দ্বিতীয় গল্পটির সূচনা,
.
প্রথম গল্পের নায়িকার ডায়লগগুলো আরেকটি মেয়েকে বললাম,
.
তুমি যদি কখনো আমাকে বিয়ে করো আমাদের বালিশ একটা হবে!
.
মেয়েটি বললো, জানি অর্থনীতির ছেলেরা কিপ্টে হয় এতো কিপ্টে হয় জানতাম না! তাই বলে একটি বালিশ!
.
বললাম না! একটি বালিশে দুটি মাথা থাকবে!
.
ওয়াও তুমি তো অনেক রোমান্টিক!
.
আরো কথা আছে, একটি চায়ের কাপে দুই জনে চুমুক দিয়ে কোন এক আনমনা বিকেলে চা পান করবো!
.
ওয়াও!!! ওয়াও!!!
.
মেয়েটি এবার ইয়ার্কি করে বললো, আচ্ছা তাহলে কি তুমি বিয়ের পর আমাকে শুধু একটি কিস্ ই করবে!
.
বললাম, তারচেয়ে বরং প্রতি মুহুর্তে একটি......!
.
কোন এক অচেনা কারণে দ্বিতীয় গল্পের এখানে সমাপ্তি
.
বিয়ের পর তৃতীয় এক গল্পের সূচনা,
.
থালাবাসন থেকে শুরু করে হালের হারফিক সব গিফট আসলো! মজার বেপার হলো দুই জন দুটি কাপও গিফটা করলো! একটি একটি করে দুটি কাপ! বুঝতে বাকী রইলো না!
.
তো কি হয়েছে, স্বামী স্ত্রী মিলে কোন এক আনমনা বিকেলে সেই দুটি কাপে দুই কাপ চা উপভোগ করছি! আপনাদেরও দাওয়াত রইলো! :p

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: বাহ বেশ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০২

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৫

আরিফ রুবেল বলেছেন: আপনি কি অর্থনীতির ছাত্র নাকি ?

গল্প তিনটা ভালো লেগেছে

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০২

আবদুর রব শরীফ বলেছেন: হ ভাইজান

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫২

সাইফুল১৩৪০৫ বলেছেন: কখনো ভাবিনি আমরা একদিন একলা থাকবো! রঙ্গিনস্বপ্নগুলো সব ফিকে হয়ে যাবে! এমনি হয় হতাশার মোড়ের গল্পগুলো!- হতাশার মোড়তো অলিতে গলিতে সবখানেই আছে ভাই।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০২

আবদুর রব শরীফ বলেছেন: এমন ই তো হয় তবুও কেটে যায় জীবন

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৩৫

এম এ কাশেম বলেছেন: দু'টো বালিশ কি কেউ গিফট করলো না?

দুর্ভাগ্য হোক বা সৌভাগ্য হোক - আমি ও চ. বি. থেকে অর্থনীতি পাস (১৯৮৮) করেছিলাম
কিন্তু অর্থনীতির কিছুই জীবনে অনুসরণ করতে পারলাম না।

বালিশ ১টার জায়গায় ২টা নয় ৪টা হয়েছে - আপত্তি নাই
কিন্তু মাঝে মাঝে বিছানাও ১টার জায়গায় ২টা হয়ে যায় - কি যে অপচয়,
অথচ করার কিছুই নাই।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

আবদুর রব শরীফ বলেছেন: আমি অনার্স 07-08 সেশন ছিলাম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.