নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

অফার

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯

হঠাৎ করে আজ তার কোন ইনবক্স আসে নি! প্রতিদিন রোজ করে তার ইনবক্স আসে!
.
তার ইনবক্স করাটা আমার কখনো ভালো লাগেনি কিংবা লাগতো না!
.
আসলে কি জানেন রোজ রোজ আপনাকে কেউ বিরক্তি করলে আপনি বিরক্তির প্রেমে পড়ে যাবেন!
.
আমিও শখ করে তার নাম্বারগুলো সেইভ করেছি বিরক্তি নাম দিয়ে! কালও বিরক্তি আমাকে অফার করেছিলো! সিঙ্গেল জীবনের জন্য বেস্ দারুণ অফার!
.
এই প্রথম আমি তার অফার লুটে নিয়েছি! তাকে ভালবাসতে শুরু করেছি কিন্তু আজ তার কোন ইনবক্স আসলো না ভেবে হালকা মন খারাপ হয়েছে! অভিমান হচ্ছে খুব!
.
ইচ্ছে হচ্ছে তাকে ফোন করে জিজ্ঞেস করি, সখি রাগ করেছো?
.
নিজ থেকে ফোন করলে কেমন দেখায় ভেবে ভেবে আমি দিশেহারা! তবুও ফোন দিলাম তাকে,
.
প্রথমে 4646 নম্বরে ফোন করলাম! বললো আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না!
.
তারপর 8466 নম্বরে ফোন দিলাম! টুট টুট করে লাইন কেটে গেলো!
.
এরপর 8080 নম্বরে ডায়াল করলাম বললো আনরিচেবল!
.
যথাক্রমে 8877, 2001, 808080, 200100 সহ তার যত নাম্বার আছে ফোন করলাম!
.
বুঝতে পেরেছি কখনো আমার রিপ্লাই না পেয়ে বড্ড অভিমান করে সব নম্বর বন্ধ রেখেছে!
.
মন খারাপ খুব! সখি ভালবাসা কাহারে কয়? সে কি কেবলি যাতনাময়! তারপর একদিন তার ঠিকানা নিয়ে তার অফিসে ফোন করলাম!
.
সেটাকে নাকি কাস্টমার সার্ভিস বলে,
.
অবশেষে সে ফোন ধরলো, সুললিত মেয়ে কন্ঠ! দারুণ!
.
বললাম রোজ করে দুই টাকা করে কেটে রেখে পাঠানো আপনার লাভ টিপসগুলো আপনার কন্ঠের মতোই দারুণ!
.
সে বললো, জ্বি স্যার! ধন্যবাদ!
.
আমি বললাম লজ্জার কিছু নেই তুমি আমাকে ওগো বলেও ডাকতে পারো! আমি রোজ তোমার ইনবক্স পড়তে পড়তে প্রেমে পড়ে গেছি!
.
বড্ড কষ্ট নিয়ে তারপর জিজ্ঞেস করলাম, আজ কোন এসএমএস করোনি কেনো?
.
সে বললো, আপনার কি সহায়তা করতে পারি?
.
বললাম, ইনবক্সে কাল যে অফারটা করেছো সেটা বেক দিতে এসেছি! অফারটা তোমাকে করবো বলে!
.
তার রিপ্লাই ছিলো, সরি স্যার! ওই অফারটা সীমিত সময়ের জন্য ছিলো!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:২৭

সাদাত তানজির বলেছেন: হা হা হা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.