নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রোহিঙ্গাবাসীদের ভালবেসে তিন বেলা ভাত শেয়ার করে খাচ্ছেন নোয়াখালিবাসীরা!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৩

বালের কন্ঠ নামক একটি পোর্টাল নিউজ করেছেন, রোহিঙ্গা সেজে তিন বেলা ফ্রি খাবার খাচ্ছেন নোয়াখালিবাসী! তা দেখে প্রথমে তো কালের কন্ঠের নিউজ ভেবে শেয়ার করা শুরু করে দিয়েছিলাম!
.
যদিও অনেকে নিউজটি কালের কন্ঠের কিংবা সত্যি মনে করে শেয়ারের পর শেয়ার করে যাচ্ছে...!
.
ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট বালের কন্ঠ ডট কমে গিয়ে দেখলাম বিভিন্ন শিরোনাম,
.
'বাজেটে মালের দাম বাড়লেও কমেনি বালের দাম'
.
'সাকিবের মতো বউ থাকলেও আমিও বিশ্রাম নিতাম বলেছেন মুশফিকুর রহিম!'
.
'ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখে পরীক্ষার কক্ষেই হেগে দিলেন তিন শিক্ষার্থী!'
.
'সাব্বির অনেক ভালো খেলে বলছেন নায়লা নাঈম!'
.
'বরিশাল এবং নোয়াখালির মানুষদের ঢাকায় আসতে পাসপোর্ট লাগবে!'
.
'পচন্ড গরমে গোয়ায় বিষ্পোরণে একজন নিহত!'
.
'কুমিল্লার লোক অতিরিক্ত বাল পাকনা বলেছেন শিক্ষামন্ত্রী!'
.
ইত্যাদি ইত্যাদি সহ আরো বাল টাইপের নিউজ!
.
ওয়েব সাইটটি এমন ভাবে ডিজাইন করছে গভীরভাবে না দেখলে মনে হয় কালের কন্ঠের ওয়েব সাইট!
.
দুইহাজার ছয় সাত সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি আর মুসলিম ভাই মিলে আমার ক্যাম্পাস নামক একটি পত্রিকা চলাতাম যেটি ছিলো দেশের সমগ্র বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র রঙ্গিন ট্যাবলেট!
.
তখনি হলুদ সাংবাদিকতা নামক একটি টার্মের সাথে পরিচিত হয়েছিলাম! কাছ থেকে দেখেছিলাম কিভাবে বিভিন্ন জাতীয় পত্রিকার সাংবাদিকরা চোখে দেখা ঘটনাকে উল্টো পথে পরিচালিত করে কেকা ফেরদৌসির নুডুলস আইটেমের মতো পরিবেশন করে!
.
জেনে রাখা দরকার, হলুদ সাংবাদিকতা বলতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন রোমাঞ্চকর সংবাদ পরিবেশন বা উপস্থাপনকে বোঝায়। এ ধরনের সাংবাদিকতায় ভালমত গবেষণা বা খোঁজ-খবর না করেই দৃষ্টিগ্রাহী ও নজরকাড়া শিরোনাম দিয়ে সংবাদ পরিবেশন করা হয়।
.
আবার সত্য ঘটনাকেও কিভাবে কলমের মারপ্যাঁচে ঘুরিয়ে দেওয়া যায় তার একটি উদাহরণ দিবো,
,
'এখানে পস্রাব করিবেন না, করিলে জরিমানা!'
,
'এখানে পস্রাব করিবেন, না করিলে জরিমানা!'
.
জাতীর চতুর্থ বিবেকদের ভূমিকা যখন এমন তখন আমি আপনি খবরের সত্যতা সম্বন্ধে অদ্ভুত বিশ্বাসহীনতায় ভুগি!
.
চটকদার শিরোনামের ভীড়ে খুঁজে বেড়ায় শিরোনামহীন নিউজগুলো!
.
দেখার কি কেউ নেই!!!
.
শিরোনামটি এমনও তো হতে পারতো,
'রোহিঙ্গাবাসীদের ভালবেসে তিন বেলা ভাত শেয়ার করে খাচ্ছেন নোয়াখালিবাসীরা!'

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২১

ইসমাম মাহমুদ বলেছেন: সময়ের কণ্ঠস্বর নিউজ পোর্টালটা আমার সব চাইতে বেশি বিরক্ত লাগে। কারণ ওরাই যত্তসব আজাইরা নিউজ ও হেডলাইন পাবলিশড করে থাকে। একটা জেলাকে এই ভাবে পচানো উচিৎ হয়নি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৮

আবদুর রব শরীফ বলেছেন: একদম কিন্তু এসব দেখার কি কেউ নেই!

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২২

মোস্তফা সোহেল বলেছেন: খবরের শিরোনাম দেখে আমি মুগদ্ধ হইয়া গেলাম!
জব্বর খবর ব্রো।
হাজার লাইক।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৯

আবদুর রব শরীফ বলেছেন: জব্বর ভালবাসা রেখে গেলুম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.